মনপুরা ছবির রিভিউঃ

in CoPi3 years ago
একটি ছবি মানুষের আত্নার খাবার যোগান দেয়, যদি ছবিটির গল্প, লোকেশন, চরিত্র, গান কিংবা সকলের অভিনয় দক্ষতা দিয়ে ছবিটিকে ফুটিয়ে তোলা যায়। আমাদের দেশে এইরকম ছবি খুব কমই হয়। একেবারেই যে হয় না এমন না, আজ আমি এমন একটি ছবির নিয়ে সকলের সাথে আলোচনা করব যেটা বাংলা ছবির জগতে একটি অনন্য কৃতি অর্জন করেছে। মনপুরা ছবিটা ছিল আমার দেখা কয়েকটি ছবির মধ্যে অন্যতম একটি ছবি। ২০০৯ সালে ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই সবার মধ্যে আলোচনার সৃষ্টি হয়।

image.png
image source

মনপুরা ছবিটির মুল কাহিনী তৈরি করা হয়েছে গ্রাম বাংলার পটভূমিকে কেন্দ্র করে একটি পারিবারিক ও প্রেমের পটভূমিকে প্রাধান্য দিয়ে। ছবিটির মুল কাহিনী এবং কেন্দ্রীয় চরিত্র ছিলেন সোনাই এবং পরী (ছবিতে দেওয়া নাম) সোনাই এবং পরীর প্রেম কাহিনী নিয়েই ছবিটার মূল গল্প রচায়ণ করা হয়েছে। ছবিটিতে পরী একজন মাঝির মেয়ে এবং সোনাই হচ্ছে এলাকার প্রভাবশালী গাজীর বাড়ির কাজের ছেলে। ছবির লোকেশনে তুলে ধরা হয়েছে, বাংলাদেশের দক্ষিন অঞ্চলের বরিশাল বিভাগের ভোলা জেলার মনপুরা নামক একটি উপজেলাকে। উপজেলা মনপুরার নামানুসারে ছবির নামকরণ করা হয়েছে" মনপুরা"।
মনপুরা নায়িকা চরিত্র পরীকে শেষ পর্যন্ত ভালোবাসার জন্য জীবন দিতে হয়েছে।

মনপুরা ছবিটি নিয়ে আমার রিভিউঃ
আমার চুড়ান্ত মতামতঃ
★ ★ ★ ★ (৪.৫/৫)
▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃
গল্পঃ ★★★★★(৫/৫)
লোকেশনঃ ★★★★★(৫/৫)
অভিনয়ঃ ★★★★★ (৪/৫)
চরিত্রঃ ★★★★★ (৪/৫)
গানঃ ★★★★★(৫/৫)

পরিচালক এবং অভিনয় শিল্পীঃ
ছবিঃ মনপুরা
পরিচালকঃ গিয়াসউদ্দিন সেলিম
মুক্তির বছরঃ ২০০৯ সাল
নায়কঃ চঞ্চলা চৌধুরী(সোনাই)
নায়িকাঃ ফারহানা মিলি(পরী)
ফজলুর রহমান বাবু, মামুনুর রশীদ ছাড়া ও আরো অনেকে অভিনয় করেছেন।

পুরস্কারঃ ২০১০ সালে মেরিল প্রথম আলো এবং ২০১১ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।

মনপুরা ছবিটি দেখলে মনে হয় যে আমাদের দেশে এখনো ভালো মানের ছবি হয়, এবং ভালো ছবি হলে দর্শক এখনো ছবি দেখতে হলে আসে। এর জন্য একটি ভালো গল্প, ভালো অভিনয়, ভালো স্থান নির্বাচন দরকার।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96556.01
ETH 2826.36
SBD 0.69