ব্রান্ড শোরুম হিসেবে চন্দ্র-বিন্দু (পোশাক শোরুম বাংলাদেশ) এর রিভিউ -

in CoPi3 years ago
রুচিশীল এবং মানসন্মত পোশাক আমাদের সকলেরই পছন্দ, কারন একটি পোশাক অনেক সময় একজন মানুষের বাহ্যিক দিককে পরিবর্তন করে দেয়। আমরা সবাই চাই আমাদের পোশাকটা হোক পরিপাটি, সুন্দর, সুলভ মুল্যে ভালো মানের ব্রান্ডের। আমাদের চারপাশে এমন অনেক পোশাক ব্রান্ডের নাম রয়েছে। যেমন-কান্ট্রি বয়, দর্জি বাড়ি, এস এ ওয়াল্ড, সারা ইত্যাদি। যেগুলোর পোশাকের মান ও মোটামুটি ভালো এবং দাম ও মোটামুটি সাধ্যের মধ্যেই আছে। এতো এতো ব্রান্ড থাকলে ও সব ব্রান্ডই কিন্ত সমান পরচয় বহন করে না। আজ আমি যে পোশাক ব্রান্ডের নাম বলবো সেটা এদের থেকে কিছুটা আলাদা আর সেটা হলো চন্দ্র-বিন্দু। আমি চন্দ্র-বিন্দুর মিরপুর-১০ থেকেই সাধারনত বেশি কেনা কাটা করে থাকি যেহেতু আমার বাসা মিরপুর-২ নাম্বারে।

image.png
image source

আলাদা আলাদা রিভিউ রেটিংঃ
গুনগত মান: ★★★★ ৪/৫
ব্যবহার দিক থেকে: ★★★★৪/৫
দাম: ★★★★★ ৪/৫
ডিজাইন: ★★★★৪/৫
▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃
সর্বোপরি রিভিউ রেটিংঃ
★ ★ ★ ★ (৪/৫)

এবার জানা যাক কেন চন্দ্র-বিন্দু অন্য সকল ব্রান্ড থেকে আলাদাঃ
♦পোশাকের কোয়ালিটি বা গুনাগত অন্যান্য ব্রান্ড থেকে সম্পুর্ন আলাদা।
♦ভিন্ন ভিন্ন ডিজাইনের ভিন্ন ভিন্ন পোশাক পাওয়া যায়।
♦সকল সাইজের পোশাক পাওয়া যায়।
♦অন্য ব্রান্ডের তুলনায় চন্দ্র-বিন্দুর সার্ভিস অনেক উন্নতমানের।
♦বাংলাদেশের প্রায় সকল জায়গায় চন্দ্র-বিন্দুর শোরুম রয়েছ।

অতএব আমি বলতে পারি যে, চন্দ্র-বিন্দু হচ্ছে আধুনিক পোশাকের চমৎকার এক সমাহার। ছোট-বড়, ছেলে-মেয়ে, শিশু-বৃদ্ধা সকল শ্রেণির মানুষের সকল পোশাকের চমৎকার কালেকশন হচ্ছে চন্দ্র-বিন্দু।

Sort:  

You got a 80.46% upvote from @dkpromoter!


Get Daily Return by delegating to the bot and earn a passive income on your spare SP while helping the Steem Community


500 SP 1000 SP 2000 SP 5000 SP 10000 SP 20000 SP

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.25
JST 0.032
BTC 93437.26
ETH 1795.18
USDT 1.00
SBD 0.85