আর্জেন্টিনা বনাম কানাডা সেমিফাইনাল ||
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আমি আজকে আরো একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। বর্তমানে ফুটবল সিজন চলছে, কোপা আমেরিকা ও ইউরো একসাথেই চলমান রয়েছে। কোপা ও ইউরোর গ্রুপ পর্ব ও রাউন্ড অফ ১৬ এর পরে কোপা আমেরিকা ও ইউরো দুইটি টুর্নামেন্ট এই টপ ৪ পাওয়া গিয়েছে অর্থাৎ সেমি ফাইনাল। আজ কোপার সেমি ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নামে কানাডা। আজ আমি আপনাদের মাঝে এই কোপা আমেরিকার সেমি ফাইনাল ম্যাচ রিভিউ করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন বেশি দেরী না করে শুরু করা যাক।
স্ক্রিনশর্টটি SportzfyApp থেকে নেওয়া
আমি ছোট থেকে আর্জেন্টিনা দল সাপোর্ট করি। আর্জেন্টিনা এবার কোপা আমেরিকা টুর্নামেন্টে চমৎকার ছন্দে খেলছে। আর্জেন্টিনা চার ম্যাচে মাত্র একটি গোল হজম করে চান ম্যাচের চারটিই জিতে কোপা আমেরিকার সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে। কোপা আমেরিকায় আর্জেন্টিনার আজকের সেমি ফাইনালের প্রতিপক্ষ ছিল কানাডা। আজকের ম্যাচটি দল জিতবে সেই দল ২০২৪ এর কোপা আমেরিকা ফাইনালে চলে যাবে।
আজকের কোপা আমেরিকার সেমিফাইনাল টি শুরু হয় বাংলাদেশ সময় সকাল ছয়টায়। আমি তাড়াতাড়ি সকালে উঠি খেলা দেখার জন্য। ঘুম থেকে ৬ঃ০০ টার সময় উঠে খেলাটি দেখি। ম্যাচ শুরু হয় বাংলাদেশ সময় সকাল ছয়টায়। ম্যাচের প্রথম দিকে কানাডা দুই একটি শর্ট নিলেও সেগুলো ওন টার্গেট ছিল না। ম্যাচের শুরুর দিকে মেসি চমৎকার দুটি সুযোগ ক্রিয়েট করলেও আর্জেন্টিনা গোলের দেখা পায় না। ম্যাচের ২২ তম মিনিটে মাঝে মাঝে একটু সামনে থেকে ডি পলের চমৎকার একটি পাসের মাধ্যমে আলভারেজ গোল করে এবং আর্জেন্টিনাকে লীদ এনে দেয়। এরপর আর্জেন্টিনা আরও বেশ কয়েকটি অ্যাটাক দেয় কিন্তু গলের দেখা পায় না। প্রথম হাফ শেষে স্কোর দাঁড়ায় আর্জেন্টিনা ১ কানাডা ০।
স্ক্রিনশর্টটি SportzfyApp থেকে নেওয়া
এরপর ব্রেক শেষে দ্বিতীয় হাফের খেলা শুরু হয়। দ্বিতীয় হাতের প্রথম দিকে কানাডা বেশ ভাল পাস খেলে কিন্তু ম্যাচের ৫১ তম মিনিটে মেসি একটি চমৎকার গোলটি করে, এ গোলটি হলো মেসির কোপা আমেরিকা ২০২৪ এর প্রথম গোল। এই গুলের মাধ্যমে মেসি কোপা আমেরিকার ছয়টি আসলে গোল করা প্লেয়ার হয়ে যায়, এবং ম্যাচটিতে চমৎকার ভাবে খেলছিলো মেসি। ম্যাচের শেষ এর দিকে কানাডা দুইটি ভালো এটাক দেয় কিন্তু আর্জেন্টিনার গোলরক্ষক মাটিনে চমৎকারভাবে সেগুলো রুখে দেয়। ম্যাচের ৯০ মিনিট শেষে স্কোর দাঁড়ায় আর্জেন্টিনা ২ ও কানাডা ০। আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করে জুলিয়ান আলভারেজ ও দ্বিতীয় গোলটি করেন লিওনেল মেসি।
স্ক্রিনশর্টটি SportzfyApp থেকে নেওয়া
এই ম্যাচে তার মাধ্যমে আর্জেন্টিনা কোপা আমেরিকা ২০২৪ এর ফাইনালে পৌঁছে যায়। এর আগের কোপা আমেরিকা অর্থাৎ ২০২১ এর কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে ব্রাজিলের মাঠে ১-০ গোলে হারিয়ে আর্জেন্টিনা কোপা আমেরিকা জিতে নেয়। এরপর থেকে যেন আমরা এখন নয় আর্জেন্টিনাকে দেখছি। প্রথমে কোপা আমেরিকা এরপর ফিনালেসিমিয়া এবং সর্বশেষ বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা তার ফ্যানদের উপহার দিয়েছে আর মাত্র একটি ম্যাচ জিতলে ২০২৪ এর কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা। ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া বা উরুগুয়ের মধ্যে একটি দল হবে। আমি আশা করি ফাইনালে যেই আসুক না কেন আর্জেন্টিনা তাদের হারিয়ে ২০২৪ সালের কোপা আমেরিকা জিতে নেবে।
স্ক্রিনশর্টটি SportzfyApp থেকে নেওয়া
আজকের মতো এখানেই। এতোক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার পোস্টটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র । আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
এই ম্যাচের ফলাফল সম্পর্কে আগেই ধারণা ছিল আমার কী হতে পারে। এবং সেরকম ভাবেই আর্জেন্টিনা জিতে যায়। আর্জেন্টিনা নামের পাশে কানাডা খুব বড় একটা নাম না। এখন দেখা যাক ফাইনালে কী হয়। ফাইনালে কলম্বিয়া ছেড়ে কথা বলবে না।
হুম ভাই ২৮ ম্যাচ ধরে আনবিটেন কলম্বিয়া কিন্তু কলম্বিয়া শেষ যে ম্যাচটি হেরেছিলো সেটি এই আর্জেন্টিনার বিপক্ষেই।
ফিটার পোস্টে দেখার পর এই পোস্টটি পুরো পড়লাম। ভীষণ ভালো লিখেছ এবং নিউজ কভার করেছ। খেলার রিভিউ খুব ভালো লাগলো। তুমি আর্জেন্টিনা সাপোর্টার জেনে এই কারনে ভালো লাগলো কারণ বর্তমানে এই দলটি বিশ্ব চ্যাম্পিয়ন। আশা করি তোমার স্বপ্ন পূরণ করে আর্জেন্টিনা এই কোপা আমেরিকাতেও ভালো ফল করতে পারবে। খুব ভালো থেকো।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমার পোস্টটি পড়ে এতো সুন্দর একটি মন্তব্য করার জন্য।
এখন যেন আর্জেন্টিনা ফুটবল দলের কোনো হার নেই। দীর্ঘ দিন ধরে তারা শুধু জয়ী হয়ে যাচ্ছে। মনে হচ্ছে বর্তমান সময়ে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ের সিজন চলতেছে। কানাডার সাথে আর্জেন্টিনা ফুটবল টিম বেশ ভালোই খেলেছে। আজকে আপনি খুবই সুন্দর করে আর্জেন্টিনা বনাম কানাডা সেমি ফাইনাল ম্যাচ টি খুবই সুন্দর করে রিভিউ করার চেষ্টা করেছেন। দেখে বেশ ভালো লাগলো আমার কাছে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে এতো সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্য।
সোর্স হবে T Sports