ঝালমুড়ি মাখা।

in আমার বাংলা ব্লগ5 months ago
সবাই কে আমার নমস্কার /আদাব। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি ও ভালো আছি ও সুস্থ আছি। আজ আপনাদের মাঝে আবার ও আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি টি একটি মুখরোচক খাবার। অনেক দিন কলেজ যাই না তাই ঝাল মুড়ি মাখা আর খাওয়া হয় না। সন্ধ্যা লাগতেই কেমন ঝালমুড়ি মাখা খাইতে ইচ্ছে করলো।তাই মা কে বললাম একটু ঝালমুড়ি মাখা বানায় দিতে।মা দেখি বানায় দিলো।

IMG_20240920_201044.jpg

চলুন এখন শুরু করা যাক আমার আজকের মুখরোচক রেসিপি ঝাল মুড়ি মাখা।

প্রয়োজনীয় উপকরণপরিমাণ
মুড়ি২০০গ্রাম
চানাচুর২ কাপ
বাদাম১ কাপ
আদা ও রসুন কুচি১চামচ
কাঁচা মরিচ৪-৬ টি
পেঁয়াজ২ টি
সরিষার তেল, লবনস্বাদমতো
নুডলস মসলা১প্যাকেট
শশা১ টি

IMG_20240920_200245.jpg

|তৈরি পদ্ধতি|

১: শুরুতে পেঁয়াজ, রসুন, আদা ও শশা এবং কাঁচা মরিচ গুলো কুঁচি কুঁচি করে কেটে নিতে হবে।

IMG_20240920_195009.jpg
২:এবার কড়াই এ তেল গরম করে তাতে কাঁচা বাদাম গুলো ভেজে নিতে হবে।

Messenger_creation_119F5E29-BB54-494D-9524-016C62EB7193.jpeg
৩:এখন একটি বড় বাটিতে পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ কুচি এবং আদা, রসুন কুঁচি নুডলস মসলা দিতে হবে ও চটকাতে হবে।

IMG_20240920_200337.jpg

৪:এবার কুঁচি করে কেটে রাখা শশা ও চানাচুর গুলো দিয়ে মাখতে হবে।

IMG_20240920_200518.jpg
৫:এখন ভেজে রাখা বাদাম ও সরিষার তেল দিয়ে ভালো করে মাখতে হবে।

IMG_20240920_200532.jpg
৬:সবশেষে মুড়ি গুলো দিয়ে দিতে হবে।

IMG_20240920_200624.jpg
৭:এখন ভালো ভাবে মাখিয়ে নিতে হবে ও পরিবেশন করতে হবে।

IMG_20240920_200806.jpg

এভাবে শেষ করলাম আমার আজকের ঝাল মুড়ি মাখা।

IMG_20240920_201040.jpg

IMG_20240920_200951.jpg

IMG_20240920_200920.jpg
আজ আর নয় । আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের পোস্ট টি। ভুল এুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ে আপনার মতামত জানাবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 months ago 

ঝাল মুড়ি খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কম রয়েছে। এটা আমার বেশ ফেভারিট একটি খাবার। খুব সুন্দরভাবে ঝাল মুড়ি মাখিয়েছেন এবং তা আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনি। সুন্দর একটি রেসিপি নিয়ে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ।

 5 months ago 

আসলে ভাইয়া ঝাল মুড়ি মাখা দেখলে লোভ সামলানো যায় না। যদিও আজকে আমি বাজারে গিয়ে অনেক ঝাল মুড়ি খেয়েছি। তবে আপনার পোষ্টের মাধ্যমে ঝালমুড়ির রেসিপি দেখতে পেয়ে আরো ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ ভাইয়া রেসিপিটি শেয়ার করার জন্য।

 5 months ago 

এইভাবে মুড়ি মাখিয়ে খেতে আমার খুবই ভালো লাগে। আদা ও নুডুলস এর মসলা দিয়ে মুড়ি খেতে দারুন লাগে।সাথে এক কাপ চা হলে বেশ জমে যায়।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 5 months ago 

ঝালমুড়ি আমার অনেক পছন্দের একটা খাবার। বিশেষ করে সুযোগ হলে বাড়িতে তৈরি করি আমি এটা। ঝালমুড়ি টা দেখে বেশ লোভনীয় লাগছে। সবকিছুই দিয়েছেন মোটামুটি। সবমিলিয়ে দারুণ ছিল আপনার পোস্ট টা।

 5 months ago 

আপনার ঝাল মুড়ি মাখার পোস্ট দেখতে দেখতে আমার মুখের ভিতরে জল চলে এলো। আসলে এই ধরনের খাবারগুলো সাধারণত সন্ধ্যার দিকে করা হয়। যদিও আপনি খুব সুন্দরভাবে বিভিন্ন উপকরণ দিয়ে এ ঝালমুড়ি মাখিয়ে ছিলেন। এছাড়াও আপনি খুব সুন্দর ভাবে প্রতিটা ধাপ আমাদের মাঝে উল্লেখ করেছেন যার মাধ্যমে আমরা খুব সহজে এই ধরনের ঝালমুড়ি তৈরি করতে পারি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.23
JST 0.032
BTC 85899.17
ETH 2128.83
USDT 1.00
SBD 0.63