মজার ফটোগ্রাফি প্রতিযোগিতার ফলাফল। #৪৫

in আমার বাংলা ব্লগyesterday

Cover_20230704_085111_0000.png

হ্যালো বন্ধুরা।
কি অবস্থা সবার? গত দিন আমি আরো একটা ছোট্ট কনটেস্টের আয়োজন করেছিলাম। কনটেস্টের থিম ছিল: গাছে থাকা ফলের ফটোগ্রাফি। এ সপ্তাহে ১২ জন ইউজার পার্টিসিপেট করেছে।

কনটেস্ট টি পিন করা হয়নি। এর দুটি কারণ ছিলো। প্রথমত এটি কোন অফিসিয়াল কনটেস্ট নয়। দ্বিতীয়তঃ শুধুমাত্র কমেন্ট করে অংশগ্রহণ করতে হবে। এরপর আবার আমি চেয়েছিলাম যারা পোস্ট ভিজিট করে ইন্টারেস্ট ফিল করবে শুধু তারাই পার্টিসিপেট করুক। এসবের জন্যই আমি পোস্টটি পিন করিনি আর কোনরকম প্রচারও করিনি।

এ সপ্তাহে ১২ জন পার্টিসিপেট করেছে । ১২ জন পার্টিসিপেন্ট থেকে সেরাদেরকে বাছাই করা হবে। চলুন প্রথমে অংশগ্রহণ এক নজরে দেখে নিই।



By: @joniprins (Disqualified)

বিবরণ: আমাদের গ্রামের মাদ্রাসার সংলগ্ন মসজিদের সামনে বেশ কয়েকটা কাঁঠাল গাছ রয়েছে। কাঁঠাল আমাদের জাতীয় ফল, বৎসরে একবার ফলন পাওয়া যায়। তবে সৃষ্টিকর্তার অশেষ রহমতে মসজিদের সামনের গাছগুলোতে প্রতিবছর প্রচুর পরিমাণে কাঁঠাল পাওয়া যায়। প্রতিবছর কোনো এক শুক্রবারে নামাজের শেষে সে কাঁঠাল নেওয়ার জন্য নিলাম করা হয়। গত বছর ঈদের সময় বাড়িতে গিয়ে ফটোগ্রাফি করেছিলাম।





By: @shahid540

বিবরণ:- দেখতে পাচ্ছেন আপনারা ফটোগ্রাফিতে আমাদের বাংলাদেশের জাতীয় ফল কাঁঠালের ফটো। কাঁঠাল দেখতে যেমন সুন্দর দেখায় খেতেও কিন্তু ভীষণ মজা লাগে। বিশেষ করে মিষ্টি জাতীয় কাঁঠালগুলো খেতে খুবই ভালো লাগে। এই ফটোগ্রাফি টি আজকেই করেছি সকালের দিকে। বর্তমানে অধিকাংশ কাঁঠাল গাছগুলোতে মোচা আসতে শুরু করেছে কিন্তু এই কাঁঠালটি একটু আগেই বড় হয়ে গিয়েছে। আপনাদের কাছে কাঁঠালের ফটোটি কেমন লাগলো বন্ধুরা?





By: @mohinahmed

এই ফটোগ্রাফিটা অনেকদিন আগে ক্যাপচার করেছিলাম। তখন আমের সাইজ বেশ ছোট ছিলো। আম আমার খুব পছন্দের একটি ফল। যদিও কাঁচা আমের চেয়ে পাকা আম খেতে আমার বেশি ভালো লাগে। তবে মাঝেমধ্যে কাঁচা আমের ভর্তা খেতে দারুণ লাগে।





By: @selina75

এই ফটোগ্রাফিটা কিছুদিন আগে একটি নার্সারী থেকে করা। ছোট কাঁঠালের ফটোগ্রাফি যাকে প্রচলিত ভাষায় মুচি বা এঁচোড় বলে। কাঁঠালে আছে প্রচুর পরিমাণে এ ভিটামিন যা আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে। এ ছাড়া কাঁঠাল আমাদের জাতীয় ফল।





By: @ah-agim

বিবরণ: ফটোগ্রাফিটি হচ্ছে জাম্বুরা ফলের। জাম্বুরা গাছটি আমাদের ঘরের পাশে প্রায় সাড়ে তিন বছর আগে রোপণ করা হয়েছে। এই বছর গাছে অনেক জাম্বুরা ধরেছে । ঝুলন্ত অবস্থায় জাম্বুরা দেখতে খুব সুন্দর লাগছে। জাম্বুরা গুলো যাতে নিচের দিকে বেশি ঝুঁকে না যায় এজন্য বাঁশের খুঁটি বেঁধে দেওয়া হয়েছে।





By: @kazi-raihan

বর্ননা: ফটোগ্রাফিতে যে ফলের দৃশ্যটি দেখতে পাচ্ছেন সেটা সবার কথাই পরিচিত তবে এটা কোন জাতের কলা সেটা আমার নিজেরও জানা নেই। তবে এটা একটা পাহাড়ি কলা যেটা অন্যান্য কলার চেয়ে একটু বেশিই সুস্বাদু। বান্দরবান ঘুরতে গিয়ে এই কলার ফোটোগ্রাফি করেছিলাম সেই সুবাদে এখন আপনাদের সাথে শেয়ার করার মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলাম।





By: @mstevan (Disqualified)

বিবরণ: বর্ণনা: এটি একটি পেয়ারা ফল, যাকে প্রায়ই জ্যামাইকান পেয়ারা বলা হয়। এই পেয়ারা গাঢ় লাল হলে খুব মিষ্টি হয়, যদি এটি এখনও গোলাপী বা সামান্য গাঢ় হয়, এই পেয়ারা এখনও টক। প্রতিটি ডাঁটা মাত্র একটি বা দুটি ফল ধরে, তবে ফলটি খুব বড় হওয়ার প্রবণতা থাকায়, ফলটি একটু বাড়লেও পরিবারের জন্য এটি যথেষ্ট।.





By: @nevlu123

বিবরণ: ডিভাইস- Samsung m32
ফোকাল ল্যান্থ-5.70 mm
ফ্ল্যাশ- ফ্ল্যাশ নেই
ইডিটেড ওর নন ইডিটেড-নন ইডিটেড
ছাদের উপরে টবে লেবু গাছের চারা লাগানো হয়েছে। সেই চারায় যখন প্রথম লেবু ধরেছে তখনকার ফটোগ্রাফি।





By: @edu-chemist (Disqualified)

বিবরণ: My choice of fruit is centered on the fact that these sets of fruit are always least talked about by members of the society. While many others do not even consider them to be fruits, others do not even know how their tree looks like. All these prompted my entry. Thanks so much for having me





By: @hafsasaadat90 (Disqualified)

বিবরণ: جبکہ اس تصویر میں لیموں ابھی پکنے کے مراحل میں داخل نہیں ہوا





By: @bijoy1

বিবরণ: এই ফলটি হলো আম৷ এর ফটোগ্রাফি আমি অনেক আগে করেছিলাম৷ যখন এই আম এই গাছের মধ্যে অবস্থান করছিল এটি অনেক বড় হওয়ার কথা ছিল৷ তবে বড় হওয়ার সময়ে দেখি গাছের মধ্যে সেই আমটি আর নেই৷ তাই বড় আমের ফটোগ্রাফি আজকে শেয়ার করতে পারলাম না৷ তাই প্রথমে যে ফটোগ্রাফি করেছিলাম সেটি শেয়ার করে দিলাম।



By: @green015

বিবরণ:এটা হচ্ছে ছোট জাতের কমলা লেবু ফলের গাছ।এই গাছটি শুধুমাত্র মানুষের দর্শনের জন্য মেলায় রাখা হয়েছিল।একটি গাছে অনেকগুলি কাঁচা ও পাকা কমলা লেবু ছিল।মনে হচ্ছিলো একটি টুপ করে পেড়ে নিয়ে খেয়ে ফেলি যেটা একেবারেই অসম্ভব।যাইহোক গাছভর্তি এই রসালো ফলগুলো দেখতে কিন্তু ভারী ভালো লাগছিলো।।



উক্ত ১২ টি এন্ট্রি থেকে ৬ জনকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হচ্ছে। প্রত্যেকেই দারুন দারুন সব ফটোগ্রাফি শেয়ার করেছেন। সেরা'রা পাচ্ছেন নির্ধারিত পুরস্কার। নিম্নে বিজয়ীদের নাম ঘোষণা করা হলো:




IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Posted using SteemPro Mobile

Polish_20240825_125322804.png

Sort:  
 23 hours ago 

এই মজার ফটোগ্রাফি প্রতিযোগিতার ফলাফল শেয়ার করেছেন দেখে খুব ভালোই লাগছে৷ এখানে আমি দেখেছিলাম যে অনেকেই অংশগ্রহণ করেছেন এবং সবাই খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছিলেন৷ তাই আমিও চেষ্টা করেছি একটি ফটোগ্রাফি শেয়ার করার৷ আর আজকে আপনি সবকিছু যাচাই-বাছাই এবং কষ্ট করে যেভাবে বেস্ট কিছু ফটোগ্রাফারকে তালিকায় এনেছেন তা দেখে খুব ভালো লাগলো৷ শুভকামনা রইল সকল প্রতিযোগী এবং বিজয়ীদের প্রতি।
পরবর্তী প্রতিযোগিতার অপেক্ষায় রইলাম৷

 23 hours ago 

প্রতিযোগিতায় বিজয়ীদের নাম প্রকাশ করা হয়েছে। যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন।

 20 hours ago 

এই সপ্তাহে তো দেখতেছি ১২ জন অংশগ্রহণ করেছে। প্রত্যেকেই চমৎকার চমৎকার ফটোগ্রাফি শেয়ার করেছে। আমার অবস্থানকে দ্বিতীয় জায়গায় দেখে খুবই ভালো লাগলো। যথারীতি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাই প্রতিনিয়ত আমাদের মাঝে এরকম চমৎকার কনটেস্ট গুলির আয়োজন করার জন্য।

 15 hours ago 

ফটোগ্রাফি প্রতিযোগিতায় বিজয়ী হওয়া সবাই কে অভিনন্দন। সকলেই খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছে। আশা করছি পরবর্তী সময়ে আমরা আরো সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পারবো আপনার এই ফটোগ্রাফি প্রতিযোগিতার মাধ্যমে।

 11 hours ago 

এই প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আসলেই এটি মজার একটি প্রতিযোগিতা।আর আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এই প্রতিযোগিতাটি সবসময় সবার মাঝে চলমান রাখার জন্য।

 11 hours ago 

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যারা বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সবাই বেশ ভালো ফটোগ্রাফি করেছে। আমাকে বিজয়ী নির্বাচিত করার জন্য এবং এই পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 8 hours ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন ।সকলে বেশ সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছে।বিজয়ী হিসাবে নিজের নামটি দেখতে পেয়ে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য ।

 7 hours ago 

এবারের ফটোগ্রাফি প্রতিযোগিতায় দেখছি ১২ জন অংশগ্রহণ করেছে। যারা বিজয়ী হয়েছে তাদের জন্য অভিনন্দন রইল। প্রত্যেকের ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। বিজয়ী নির্বাচন করে ফলাফল প্রকাশ করেছেন দেখে ভালো লাগলো ভাইয়া। প্রত্যেক সপ্তাহে এরকম সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পাই আপনার এই ছোট্ট কনটেস্টের মাধ্যমে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96648.24
ETH 2769.90
SBD 0.64