জনপ্রিয় স্বরচিত কবিতা ||শুভাকাঙ্ক্ষী||

in আমার বাংলা ব্লগ8 months ago


আসসালামু আলাইকুম/আদাব


স্বরচিত কবিতা


বন্ধুরা সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আপনারা সবাই সব সময় ভালো থাকবেন এটাই প্রত্যাশা করি।

1000013332.jpg


বন্ধুরা আজ আমি আমার স্বরচিত আরেকটি কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আমার আজকের কবিতাটিও আপনাদের কাছে ভালো লাগবে। এই কবিতাটি আমি গতকালকে দেখেছিলাম অর্ধেক।আর আজকে লিখেছি অর্ধেক।
গতকাল সেই অর্ধেক কবিতাটি ফেসবুকে পোস্ট করেছিলাম। এবং আজকে বাকি অর্ধেক সংযোজন করেছি। ইতিমধ্যে ইতিমধ্যে প্রায়ই ২৯ হাজার রিচ হয়েছে। রিয়েকশন দিয়েছে প্রায় ১ হাজার ১ শত লোকেরও বেশি। আর মন্তব্য ৩০৮৭ টি। শেয়ার ২ টি।
তাই ভাবলাম আমার বাংলা ব্লগ পরিবারের সাথে ও কবিতাটি শেয়ার করে নেই।

এর আগে আমার আরো বেশ কয়েকটি কবিতা প্রায় 2.5 লক্ষ পর্যন্ত রিস হয়েছে। অর্থাৎ আমার কবিতা মানুষের মনে স্থান পেয়েছে। যারা আমাকে এত বেশি ভালোবাসে এবং আমাকে উৎসাহ এবং অনুপ্রেরণা দিয়েই যাচ্ছেন,,, সত্যি তাদের প্রতি আসলেই আমি অনেক বেশি কৃতজ্ঞ।🙏
পাঠক মহলে সমাদৃত হওয়া এত সহজ বিষয় নয়। ফেসবুকে আমার কিছু ভক্ত পাঠক আছেন যারা একদিন আমার কবিতার না পড়লে বারবার নক করেন। তারা আমার কাছে আবদার করেন প্রতিদিন অন্তত চার লাইন করে হলেও কবিতা যেন পোস্ট করি। ভক্ত পাঠকদের এই চাহিদা আমাকে উজ্জীবিত করে বারংবার। আমি নিজেকে ধন্য এবং গর্বিত মনে করি কিছু মানুষের মনে হলেও আমার লেখা স্থান পেয়েছে।। এটা আমার জন্য পরম পাওয়া। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন।
আমি যেন আগামীতে আরো ভালো লিখে মানুষের মন জয় করতে পারি।

1000013333.jpg

কবিতার শিরোনাম -"শুভাকাঙ্খী"

কলমে- সেলিনা সাথী


কেউবা ডাকে ছন্দরানী
কেউবা কাব্যকন্যা,,
সবার উৎসাহ অনুপ্রেরণায়
আমি যে অনন্যা 💕

কারো কাছে কবি আপু
কারো কাছে কবি,
কারো কাছে আমি নাকি
সদ্য উঠা রবি।

কারো কাছে পরি আমি
কারো কাছে ফুল,
কেউবা আবার বন্ধু হয়ে
ধরিয়ে দেয় ভুল।

কারো কাছে কবিতা আমি
কারো চোখের স্বপ্ন,
কেউবা আবার আমার প্রেমে
সারাটিক্ষণ মগ্ন।

কেউবা ডাকে অপরূপা
কেউবা ডাকে মায়া,
কেউবা আবার অকারণে
হয়ে থাকে ছায়া।

কেউবা ডাকে স্মার্ট লেডি
কেউবা হিরোইন,
কেউবা নাকি আমার সাথে
রবে চিরদিন।

সবাই আমার শুভাকাঙ্খী
অতি প্রিয়জন,
উৎসাহ আর অনুপ্রেরণায়
ভরিয়ে দেয় মন। 💕


বন্ধুরা আমার আজকের কবিতটি, নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লেগেছে। আর আপনাদের ভালোলাগাই আমার সার্থকতা ও পরম পাওয়া। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারো সুন্দর সুন্দর কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হব।

♥♥

বিশেষ দ্রষ্টব্য: ফেসবুক থেকে ছবিগুলো স্ক্রিনশট নেয়া।

photo_2021-06-30_13-14-56.jpg

photo_2023-07-07_17-27-00.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ" এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: কবিতা

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......


Sort:  
 8 months ago 

তোমার ছন্দ কবিতা আমায় ভীষণ টানে। কবিতার প্রতি চরণে এমন দোলা লাগাও যা ভীষণ ভাবে পাঠককে নাড়া দেয়। ছন্দ এবং অন্ত্যমিলের কবিতার এমনই তো রূপ হওয়া উচিত। ছোট ছোট পংক্তি এবং তাতে ছন্দের দোলা। আহা বড় সুন্দর লিখেছো। তোমার লেখার প্রতি আমার অনেক শুভকামনা রইল। প্রতিনিয়ত তোমার লেখা পড়ি এবং ভালো লাগে।

 8 months ago 

আমার অন্তমিলের কবিতা গুলো অনেকেই খুব বেশি পছন্দ করে। তুমি জানলে অবাক হবে দাদা, ফেসবুকে আমার লেখা কিছু কিছু কবিতা প্রায় দুই লক্ষ প্লাস মানুষ রিচ করে। তখন কিযে ভালো লাগে।
আমার অন্তমিলের কবিতা যখন তোমার হৃদয়ও দোল খেয়েছে, তখন নিজেকে সার্থক মনে করছি। তুমিও অসম্ভব সুন্দর লেখো। তোমার লেখাও আমি নিয়মিত পড়ি, অনেক ভালো লাগে। অনেক শুভকামনা তোমার জন্য🌹

 8 months ago 

তুমি ছন্দে একদম মাহির। আর আমিও সামান্য শিখছি তোমার সাথে কথা বলে বলে। ওই হয় না, চন্দন গাছের পাশে থাকা গাছের গায়েও চন্দনের গন্ধ লাগে৷ সেরম।

সহজ সরল করে কত কথাই না বলে দাও৷ এমনিই লিখে চলো৷ কবিতাই যাপনের কেন্দ্র৷ কবিতাই আলো করে রাখুক আমাদের৷

 8 months ago 

কবিতাই আমাদের আনন্দ,আমাদের বেদনা,আমাদের অনুভূতি, আমাদের অভিজ্ঞতা।
কবিতার মাঝে লুকিয়ে আছে আমাদের আত্মতৃপ্তি। কবিতার টানেই আমরা দুজন দুজনকে পেয়েছি।
তবে কি জানো তো -
অন্তু মিলের কবিতায় আমি প্রাণ পাই। হাজারো ভক্ত পাঠক আছে আমার অন্ত কবিতার। ইদানিং তোমার ছোট ছোট চেষ্টা গুলো আমাকে আপ্লুত করছে। ভালো থেকো, খুব বেশি ভালো থেকো শুভ কামনা। 🌹

 8 months ago 

আপু চমৎকার কবিতা উপহার দিলেন। আপনার কবিতা পড়ে আমি রীতিমতো মুগ্ধ হলাম। প্রতিটি লাইন সাবলীল ভাষায় ছন্দ মিলিয়ে উপস্থাপনা করেছেন। আমিও আপনার কবিতার অপেক্ষায় থাকি এবং কবিতা লিখতে চেষ্টা করি। আপনার জন্য শুভকামনা রইল, আপনি অনেক দূর এগিয়ে যান।

 8 months ago 

একজন কবির তখনই সার্থকতা আসে, যখন তার লেখা কবিতা অন্য কাউকে মুগ্ধতা ছড়িয়ে দিতে পারে।
তার কাব্যশৈলী অন্যের হৃদয় স্পর্শ করতে পারে। আমি নিজেকে ধন্য মনে করছি আমার কবিতা আপনাকে মুগ্ধ করেছে বলে। 🌹

 8 months ago 

আপু আপনার কবিতা মানে ভিন্ন কিছু। আপনার কবিতা পড়ে আমরা সবাই অনেক কিছু শিখি। আপনার কবিতা মানেই হচ্ছে আমাদের মনের খোরাক। আমি আপনার কবিতাগুলো পড়ার চেষ্টা করি।শুভাকাঙ্ক্ষী কবিতাটিও একদম অসাধারণ। সত্যি আপু আপনি সব সময় আমাদের মাঝে চমৎকার কবিতা লেখে থাকেন। খুব চমৎকার মনোমুগ্ধকর কবিতা লিখে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

আসলে আমি চেষ্টা করি আমার প্রতিটি কবিতায় কিছু মেসেজ দেয়ার জন্য, আপনি খুব মনোযোগ সহকারে পড়েন বলেই প্রতিটি কবিতা থেকে কিছু না কিছু শিখার চেষ্টা করেন বা শিখতে পারেন। আর এটা আমার বড় প্রাপ্তি। 🌹

 8 months ago 

মন্তব্য ৩০৮৭ টি।

আপু,কিন্তু আপনার ছবির নীচে মন্তব্য সংখ্যা 392 টি দেখলাম।যাইহোক আপনার কবিতা বরাবরই দারুন।আপনার কবিতা পড়ে আমরাও অনেক উৎসাহ পাই।আজকের কবিতাটিও তেমনি সুন্দর হয়েছে, যেটি আসলে পাঠকের মতামতের উপর ভিত্তি করে লেখা হয়েছে।ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

এখন ফেসবুকে ওই কবিতাটিতে মন্তব্যের সংখ্যা 6 শত প্লাস। আর রিচ হয়েছে প্রায় ৬০,হাজারের ও বেশি। আমার কবিতা আপনার মনে উৎসাহ জোগাতে পারে জেনে খুশি হলাম। সেই সাথে অনুপ্রাণিত হলাম অনেক বেশি। 🌹

 8 months ago 

অসম্ভব সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। খুবই ছন্দময় একটি কবিতা যা পড়ে খুবই মুগ্ধ হলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 8 months ago 

আমার কবিতা আপনাকে মুগ্ধ করেছে জেনে অনেক বেশি খুশি হলাম। একজন লেখক কিংবা কোভিদ এটাই হচ্ছে বড় প্রাপ্তি। উৎসাহ এবং অনুপ্রেরণা দেয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। 💕

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96556.01
ETH 2826.36
SBD 0.69