স্বরচিত কবিতা "মায়েরা এমন মিথ্যাবাদী হয় কেন"-?
স্বরচিত কবিতা
সকলকে শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আপনারা সবাই সব সময় ভালো থাকবেন,এটাই প্রত্যাশা করি।
কবিতা নিয়ে কিছু কথা
কবিতার মূলভাবটি হলো, মায়েরা তাঁদের সন্তানের সুখের জন্য অনেক সময় সত্যকে আড়াল করে মিথ্যা বলেন। এই মিথ্যাবাদীতা মূলত তাঁদের অসীম ভালোবাসা ও আত্মত্যাগের প্রতিফলন।
মায়েদের ভেতরের অনুভূতি: কবিতায় বলা হয়েছে যে, মায়েরা নিজেদের বেদনা, উদ্বেগ এবং খিদে লুকিয়ে রেখে সন্তানের মুখে হাসি ফোটাতে চান। তাঁরা যখন বলেন, "সব ঠিক আছে," তখন তাঁদের ভেতরে চলতে থাকে নানা দুশ্চিন্তা। এটি মায়েদের নিঃশর্ত প্রেমের নিদর্শন।
সন্তানের জন্য আত্মত্যাগ: মায়েরা নিজেদের স্বার্থকে উপেক্ষা করে সন্তানের জন্য প্রয়োজনীয়তা অনুভব করেন। তাঁরা নিজেদের খাবার না খেয়ে সন্তানদের খাওয়ান এবং সন্তানের শিক্ষার জন্য নিজের সঞ্চয় ও সম্পত্তি ব্যবহার করেন। এটি তাঁদের নিরলস পরিশ্রম ও ত্যাগের চিত্র।
ভালোবাসার শক্তি: মায়েদের হাসি এবং মিথ্যা সন্তানদের জন্য আশার একটি উৎস হয়ে ওঠে। যখন মায়েরা হাসেন, তখন তা সন্তানদের জন্য এক ধরনের সুরক্ষা ও আনন্দের অনুভূতি তৈরি করে।
মিথ্যার রূপ: কবিতাটি বোঝায় যে, মায়েদের মিথ্যা কখনও কখনও দরকারি, কারণ তা তাদের সন্তানদের মনে সুখের পরিবেশ বজায় রাখতে সাহায্য করে। এই মিথ্যা এক ধরনের নীরব প্রতিজ্ঞা, যেখানে মা নিজেকে ত্যাগ করে সন্তানের জন্য সবার আগে থাকেন।
মোট কথা, কবিতাটি মায়েদের অন্তর্নিহিত শক্তি, প্রেম ও ত্যাগের বিষয়টি গভীরভাবে তুলে ধরে, যা আমাদের সমাজে তাঁদের অবদানের গুরুত্ব ও মহানুভবতা উপলব্ধি করায়।
?
মায়েরা কখনও কখনও সত্যের আড়ালে
দক্ষ অভিনেত্রীর মত মিথ্যে বলেন
যেন নিঃশব্দে তাদের হৃদয় সন্তানদের জন্য
কিছু গোপন করে।
সকালবেলা, যখন মায়েরা বলে—
“সব ঠিক আছে,”
যদিও তাঁদের ভেতরে শতশত
বেদনার আশঙ্কা।
তাদের চোখের অতলে,
ছলে ছলে প্রিয়জনের সুখের খোঁজে,
মিথ্যা হয়ে ওঠে যেন, এক প্রহেলিকা।
“আমি ভালো আছি,”
তবু মনে হাজার রং-এর গাথা,
ঠোঁটের কোণে হাসির ঝংকার
যন্ত্রণার আবরণ ঢেকে।
নিজে ক্ষুধার্ত অবস্থায় থেকে
যখন সন্তানের মুখে খাবার তুলে দেন
তখনও কি সুন্দর করে মিথ্যে করে বলে
বাবা আমার খিদে নেই।
সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করার জন্য
প্রতিষ্ঠিত মানুষের মত মানুষ করে
গড়ে তোলার জন্য, মায়েরাই
অদম্য চ্যালেঞ্জ করেন।
নিজের গহনা জমি জায়গা
এমনকি অক্লান্ত পরিশ্রম করে
সন্তানদের লেখাপড়ার খরচ যোগান দেন
এই মিথ্যেবাদী মায়েরা।
মায়েরা এটা খুব ভালো করে বোঝেন
মায়েদের মুখের হাসি, সন্তানদের জন্য
আলোর প্রতীক হয়ে ওঠেন।
যখন তারা হাসেন,তাদের সন্তানদের
মুখেও হাসির আভা ছড়িয়ে পরে,
এমনকি যখন রাতের নিস্তব্ধতায়,
মায়েদের একাকীত্বের বিষাদ প্রচন্ড
ভাবে গ্রাস করে,তখনো তারা বলবেন,
“সব ঠিক আছে।”
এটি শুধু মাত্ৰ তাদের প্রয়োজনে,
নিজেদের জন্য নয়,
বরং আমাদের স্বার্থে।
মায়েরা মিথ্যা বলেন,
কারণ তারা জানেন,
কখনও কখনও সত্য তীব্র কষ্ট দেয়।
তাদের মিথ্যা একটি আশ্রয়,
যেখানে ভালোবাসা ও মমতার
বন্ধন আরও দৃঢ় হয়।
মায়েরা এমন মিথ্যেবাদী হয়- যেন
তাদের তেমন কোন চাহিদা নেই,
তাদের চূড়ান্ত চাওয়া—
আমাদের সুখ, সন্তানদের সুখ।
তাহলে, বুঝি তাদের মিথ্যা,
কেবল একটি নীরব প্রতিজ্ঞা,
যেখানে তারা নিজের দুঃখ ভুলে যায়,
তাদের সন্তানদের হাসির জন্য।
মায়েরা এমন মিথ্যেবাদী হয়,
এটাই তাদের অসীম ভালোবাসার
অনবদ্য নিখুঁত ভাষার বহিঃপ্রকাশ।
১২ অক্টবর ২০২৪
সময় দুপুর -১:৩০
কবিতা কুটির -নীলফামারী।
বন্ধুরা আমার আজকের কবিতটি, নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লেগেছে। আর আপনাদের ভালোলাগাই আমার সার্থকতা ও পরম পাওয়া। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারো সুন্দর সুন্দর কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হব, আমি সেলিনা সাথী...
আমি সেলিনা সাথী। ছন্দের রাজ্যে, ছন্দরাণী কাব্যময়ী-কাব্যকন্যা বর্তমান প্রজন্মের নান্দনিক ও দুই বাংলার জনপ্রিয় কবি সেলিনা সাথী। একধারে লেখক, কবি, বাচিক শিল্পী, সংগঠক, প্রেজেন্টার, ট্রেইনার, মোটিভেটর ও সফল নারী উদ্যোক্তা তার পুরো নাম সেলিনা আক্তার সাথী। আর কাব্যিক নাম সেলিনা সাথী। আমি নীলফামারী সদর উপজেলায় ১৮ মার্চ জন্মগ্রহণ করেন। আমার বাবা পিতা মরহুম শহিদুল ইসলাম ও মাতা রওশনারা বেগম। ছড়া কবিতা, ছোট গল্প, গান, প্রবন্ধ, ব্লগ ও উপন্যাস ইত্যাদি আমার লেখার মূল উপজীব্য। আমার লেখনীর সমৃদ্ধ একক এবং যৌথ কাব্যগ্রন্থের সংখ্যা ১৫ টি। আমার প্রথম প্রকাশিত কবিতার বই অশ্রু ভেজা রাত, উপন্যাস মিষ্টি প্রেম, যৌথ কাব্যগ্রন্থ একুশের বুকে প্রেম। জীবন যখন যেমন। সম্পাদিত বই 'ত্রিধারার মাঝি' 'নারীকণ্ঠ' 'কাব্যকলি'সহ আরো বেশ কয়েকটি বই পাঠকহমলে বেশ সমাদৃত। আমি তৃণমূল নারী নেতৃত্ব সংঘ বাংলাদেশ-এর নির্বাচিত সভাপতি। সাথী পাঠাগার, নারী সংসদ, সাথী প্রকাশন ও নীলফামারী সাহিত্য ও সংস্কৃতি একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি। এছাড়াও আমি জেলা শাখার সভাপতি উত্তোরন পাবনা ও বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার পরিষদ নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছি। তিনি মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ২০১৪ সালে নীলফামারী জেলা ও রংপুর বিভাগীয় পর্যায়ে সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য শ্রেষ্ঠ জয়িতা অ্যাওয়ার্ড অর্জন করেছি। এছাড়াও সাহিত্যের বিভিন্ন শাখায় ও সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় আমি বহু সম্মামনা পদক অর্জন করেছি। যেমন সাহিত্যে খান মইনুদ্দিন পদক ২০১২। কবি আব্দুল হাকিম পদক ২০১৩। শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র কর্তৃক সম্ভাবনা স্মারক ২০১৩। সিনসা কাব্য সম্ভাবনা ২০১৩। বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে সম্মামনা স্মারক ২০১৩। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৭ তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে সম্মাননা স্মারক ২০১৩। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১১৫ তম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে ২০১৪। দৈনিক মানববার্তার সম্মামনার স্মারক ২০২৩। চাতক পুরস্কার চাতক অনন্যা নারী সম্মাননা ২০২৩ ওপার বাংলা মুর্শিদাবাদ থেকে মনোনীত হয়েছি।
বিষয়: ক্রিয়েটিভ রাইটিং
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......
আসলে মায়েরা মিথ্যা বলে তার সন্তানের সুখের জন্য সন্তানের মুখে হাসি ফোড়ানোর জন্য। খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন, কবিতাটি যেন চরম সত্য তাই প্রকাশ পেয়েছে। ভালো লাগলো কবিতাটি পড়ে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
মায়েরা মিথ্যা বলে সে মিথ্যেগুলো সন্তানের মঙ্গলের জন্য বলে থাকে। মায়েরা মিথ্যা বলে যে মিথ্যা গুলো ভবিষ্যতে নিজের সন্তানের পথ উজ্জ্বল হতে পারে। তাই সে মিথ্যেগুলো কখনো মিথ্যা নয় সেগুলোর সন্তানের ভবিষ্যৎ এর চাবিকাঠি।
আসলে মায়েরা নিজের সন্তানদের জন্য সব সময় মিথ্যা কথা বলে। মায়েরা সব সময় নিজের সুখ কে বিসর্জন দেয় তার সন্তানের জন্য। আসলে, আমাদের সমাজের মধ্যে কিছু কিছু সন্তান রয়েছে যারা আমরা মায়ের কষ্ট কে বুঝতে পারি না। আসলে মায়েরা মিথ্যাবাদী নয়, তারা সত্যকে সন্তানের ভালোর জন্য মিথ্যার আশ্রয় নেয়।
ঠিক বলেছেন আপু মায়েরা সন্তানের জন্য হাজার মিথ্যা বলে থাকে।মা সন্তানের সুখের জন্যই সকল কিছুই করতে পারে।সন্তানের মুখের হাসির জন্য সকল বাঁধা পার করে নিতে পারবে।খুব সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন আপু।পড়ে ভালো লাগলো।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপনি একদম ঠিক কথা বলেছেন আপু মায়েরা যে মিথ্যা কথাগুলো বলে সেগুলো সন্তানের ভালোর জন্যই বলে। আপনি অনেক সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করেছেন। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু অনেক সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করার জন্য।