"PUSS Token নিয়ে কবিতা ||"মজার অনুভূতি" ||~~

in আমার বাংলা ব্লগ6 months ago

আসসালামু আলাইকুম/আদাব

স্বরচিত কবিতা


সকলকে শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আপনারা সবাই সব সময় ভালো থাকবেন,এটাই প্রত্যাশা করি।

1000018916.png


আজ আবার ও স্বরচিত $puss কয়েনকে ঘিরে একটি গদ্য কবিতা নিয়ে হাজির হলাম। আশা করছি আমার আজকের কবিতাটিও আপনাদের কাছে ভালো লাগবে।

কবিতার মূলভাব

কবিতার মাধ্যমে $PUSS Token কে হাস্যরস এবং মুক্তির প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। এটি প্রযুক্তির মজার দিকটি উপস্থাপন করে যেখানে সবার অংশগ্রহণে একটি ডিজিটাল বিনোদন তৈরি হচ্ছে। কমিউনিটির সকলে মিলে লোগো ও ব্যানার তৈরি করে, পোস্টে ফুটার হিসেবে ব্যবহার করে একে প্রচারণা করছে। নতুন নতুন ডিজাইন এবং সৃষ্টিশীলতা এখানে পুরস্কৃত হয়, যা আরও বেশি মানুষকে উদ্বুদ্ধ করছে মজার এই অভিযাত্রায় যুক্ত হতে। কবিতাটি মুলত ডিজিটাল মজা ও সৃজনশীলতার মাধ্যমে একে অপরের সাথে সংযোগ স্থাপনের আনন্দ প্রকাশ করছে, যেখানে $PUSS টোকেন একটি অভিন্ন চেতনার প্রতীক।

1000018912.png

"PUSS Token নিয়ে মজার অনুভূতি"

কলমে- সেলিনা সাথী

টোকেনের নাম শুনেই মুচকি মুচকি হাসি।
কী এক অদ্ভুত মজার একটি নাম —
একফোঁটা হাস্যরসের ঝরনা যেন!
ট্রন ব্লকচেইনের পথে হেঁটে আসা $PUSS,
যে কয়েনের নেই কোনো দাম্ভিকতা,
নেই মালিকানার শিকড়।
স্বাধীনতায় ভরা, প্রতিটি কণা কিনতে হয়,
ক্রিয়েটরের হাতেও পড়েনি কোনো ফ্রি কণা।

এ এক মজার অভিযান,
যেখানে প্রত্যেকটি লোগো আর ব্যানার
সাজানো হচ্ছে হাসির মোড়কে।
আমরা শুধু শেয়ার করি,
সেই হাসি, সেই আনন্দ আর ক্রিপ্টোর
চমকানো আলোকে।

ব্লগের পোস্টের শেষে লেগে থাকে
এক টুকরো ডিজিটাল মজা,
কমিউনিটির প্রত্যেকটি পোস্টের
পাদটীকায় $PUSS যেন এক লুকানো রত্ন।
নতুন ডিজাইন আসে, প্রতিভার ঝলক মেলে,
আর ভোটে ভাসে সেই মেধা, সেই ক্রিয়েটিভিটি।

টুইটারে শোরগোল,
টেলিগ্রামে মেসেজের জোয়ারে ভাসা,
মজার এই টোকেনের প্রচারণায় অংশ নিয়ে
আমরা সবাই মিলে এক হয়ে যাই,
হাসি আর মজার এক অদ্ভুত
ডিজিটাল জগতের ভেতর।
$PUSS টোকেন আমাদের সকলের হাত ধরে
উঁচুতে উঠে—
হাস্যরস আর সৃজনশীলতার এক
অনন্ত অভিযাত্রা।


এই কবিতা কেবলমাত্র $PUSS-এর জন্য নয়, বরং আমাদের কমিউনিটির প্রতিটি সদস্যের প্রচেষ্টার প্রতিফলন, যেখানে প্রতিটি মুহূর্তে মজা এবং আনন্দের সাথে সংযোগ স্থাপন করা হবে।



1000018914.png

বন্ধুরা আমার আজকের কবিতটি, নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লেগেছে। আর আপনাদের ভালোলাগাই আমার সার্থকতা ও পরম পাওয়া। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারো সুন্দর সুন্দর কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হব, আমি সেলিনা সাথী...

photo_2021-06-30_13-14-56.jpg

photo_2023-07-07_17-27-00.jpg

আমি সেলিনা সাথী। ছন্দের রাজ্যে, ছন্দরাণী কাব্যময়ী-কাব্যকন্যা বর্তমান প্রজন্মের নান্দনিক ও দুই বাংলার জনপ্রিয় কবি সেলিনা সাথী। একধারে লেখক, কবি, বাচিক শিল্পী, সংগঠক, প্রেজেন্টার, ট্রেইনার, মোটিভেটর ও সফল নারী উদ্যোক্তা তার পুরো নাম সেলিনা আক্তার সাথী। আর কাব্যিক নাম সেলিনা সাথী। আমি নীলফামারী সদর উপজেলায় ১৮ মার্চ জন্মগ্রহণ করেন। আমার বাবা পিতা মরহুম শহিদুল ইসলাম ও মাতা রওশনারা বেগম। ছড়া কবিতা, ছোট গল্প, গান, প্রবন্ধ, ব্লগ ও উপন্যাস ইত্যাদি আমার লেখার মূল উপজীব্য। আমার লেখনীর সমৃদ্ধ একক এবং যৌথ কাব্যগ্রন্থের সংখ্যা ১৫ টি। আমার প্রথম প্রকাশিত কবিতার বই অশ্রু ভেজা রাত, উপন্যাস মিষ্টি প্রেম, যৌথ কাব্যগ্রন্থ একুশের বুকে প্রেম। জীবন যখন যেমন। সম্পাদিত বই 'ত্রিধারার মাঝি' 'নারীকণ্ঠ' 'কাব্যকলি'সহ আরো বেশ কয়েকটি বই পাঠকহমলে বেশ সমাদৃত। আমি তৃণমূল নারী নেতৃত্ব সংঘ বাংলাদেশ-এর নির্বাচিত সভাপতি। সাথী পাঠাগার, নারী সংসদ, সাথী প্রকাশন ও নীলফামারী সাহিত্য ও সংস্কৃতি একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি। এছাড়াও আমি জেলা শাখার সভাপতি উত্তোরন পাবনা ও বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার পরিষদ নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছি। তিনি মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ২০১৪ সালে নীলফামারী জেলা ও রংপুর বিভাগীয় পর্যায়ে সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য শ্রেষ্ঠ জয়িতা অ্যাওয়ার্ড অর্জন করেছি। এছাড়াও সাহিত্যের বিভিন্ন শাখায় ও সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় আমি বহু সম্মামনা পদক অর্জন করেছি। যেমন সাহিত্যে খান মইনুদ্দিন পদক ২০১২। কবি আব্দুল হাকিম পদক ২০১৩। শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র কর্তৃক সম্ভাবনা স্মারক ২০১৩। সিনসা কাব্য সম্ভাবনা ২০১৩। বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে সম্মামনা স্মারক ২০১৩। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৭ তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে সম্মাননা স্মারক ২০১৩। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১১৫ তম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে ২০১৪। দৈনিক মানববার্তার সম্মামনার স্মারক ২০২৩। চাতক পুরস্কার চাতক অনন্যা নারী সম্মাননা ২০২৩ ওপার বাংলা মুর্শিদাবাদ থেকে মনোনীত হয়েছি।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: ক্রিয়েটিভ রাইটিং

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......


Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 months ago 

$puss টোকেন নিয়ে খুবই মজার একটি কবিতা লিখেছেন আপু। আপনার লেখা কবিতাটি সত্যি অনেক দারুন ছিল। আর এই কবিতাটা আমাদের সকলেরই প্রতিফলন। আপনি খুব সুন্দর ভাবে কবিতার লাইনগুলো উপস্থাপন করেছেন। যা পড়ে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপু একটি পোস্ট শেয়ার করার জন্য।

 6 months ago 

$puss নিয়ে সময়োপযোগী কবিতা লেখার চেষ্টা করেছি। আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক বেশি খুশি হলাম। এভাবেই পাশে থাকবেন সবসময় প্রত্যাশায় রাখছি।

 6 months ago 

আপনার কবিতা মানেই অসাধারণ কিছু। আমাদের সবার প্রিয় puss কয়েন নিয়ে খুব সুন্দর গদ্য কবিতা লিখেছেন আপু। বেশ ভালো লাগলো আপনার কবিতাটা পড়ে। প্রত্যেকটা লাইন সত্যিই চমৎকার লিখেছেন। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর এবং মজার একটা কবিতা লিখে শেয়ার করার জন্য।

 6 months ago 

শুনে ভীষণ ভালো লাগলো আমার কবিতা মানেই অসাধারণ কিছু। এরকম সুন্দর সুন্দর মন্তব্য সবসময় আমাকে অনুপ্রাণিত করে।

 6 months ago 

বাহ্ দারুন লিখেছেন কবি আপু্। এক কথায় অসাধারণ। সত্যি বলতে ভালোবাসার এই কয়েন নিয়ে এমন সুন্দর কবিতা দেখে নিজের মধ্যেই ভালো লাগা কাজ করছে। তবে কবিতার নিচের লাইন কটা বেশ ছিল আপু-

টুইটারে শোরগোল,
টেলিগ্রামে মেসেজের জোয়ারে ভাসা,
মজার এই টোকেনের প্রচারণায় অংশ নিয়ে
আমরা সবাই মিলে এক হয়ে যাই,
হাসি আর মজার এক অদ্ভুত
ডিজিটাল জগতের ভেতর।
$PUSS টোকেন আমাদের সকলের হাত ধরে
উঁচুতে উঠে—
হাস্যরস আর সৃজনশীলতার এক
অনন্ত অভিযাত্রা।

 6 months ago 

অনেক বেশি আপ্লুত হলাম আপু। আমার কবিতা আপনার এত ভালো লেগেছে জেনে। অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

 6 months ago 

দারুণ লাগে আপু আপনার কাছ থেকে সমসাময়িক বিষয়গুলো নিয়ে কবিতা পড়তে পারলে। আপনি চেষ্টা করে থাকেন প্রতিনিয়ত বিষয়ভিত্তিক সুন্দর কবিতা গুলো লিখে আমাদেরকে শেয়ার করার। আজকে $Puss কয়েন নিয়ে লেখা কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগছে। এই লাইনগুলো দারুণ লেগেছে আপু।

লগের পোস্টের শেষে লেগে থাকে
এক টুকরো ডিজিটাল মজা,
কমিউনিটির প্রত্যেকটি পোস্টের
পাদটীকায় $PUSS যেন এক লুকানো রত্ন।
নতুন ডিজাইন আসে, প্রতিভার ঝলক মেলে,
আর ভোটে ভাসে সেই মেধা, সেই ক্রিয়েটিভিটি।

 6 months ago 

সমসাময়িক বিষয়ের উপরে লেখা কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম প্রিয় আপু। আর বিশেষ কিছু শব্দ আপনার মনে দাগ কেটেছে জেনে আরও বেশি ভালো লাগলো। আপনার মন্তব্য আমাকে অনেক বেশি উৎসাহ জুগিয়েছে প্রিয় আপু।

 6 months ago 

$PUSS কয়েন কে নিয়ে হৃদয়ের কিছু অনুভূতি কবিতার ছন্দে প্রকাশ করেছেন। বেশ অসাধারণ হয়েছে আপনার স্বরচিত কবিতা। সত্যি আপনার কবিতা পড়ে খুব ভালো লাগলো। আপনি ঠিক বলেছেন, আমাদের হাসি, আনন্দ আর ক্রিপ্টোর
চমকানো আলোকে নিয়ে। $PUSS কয়েন এখন আমাদের জীবনের সব। এতো সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96335.91
ETH 2788.63
SBD 0.67