রোমান্টিক প্রেমের গান কথা সুর ও কণ্ঠঃ সেলিনা সাথী||~~
সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালে আছি। আর আপনারা সবাই সবসময় ভালো থাকবেন এটাই প্রত্যাশা করি।
বন্ধুরা আজ অনেকদিন পর নিজের লেখা গান সুর করে গান কভার করেছি এবং তা আপনাদের মাঝে শেয়ার করছি। আশাকরি আপনাদের মন্দ লাগবে না।
এক সময় আমি অনেক গান লিখতাম। ইদানিং আবারও বেশ কিছু গান লিখেছি। তার মধ্য থেকে এই একটি গান আপনাদের সাথে শেয়ার করছি।রোমান্টিক প্রেমের গান।আমি যে সুরে গানটি লিখেছি, সেই সুরটাই আপনাদের সাথে মেলে ধরলাম। অন্যকেউ প্রফেশনাল সুরকার যখন শুরু করবে, তখন শুরুটা পরিবর্তন ও হতে পারে। আসলেই যারা গানের কথা লেখে তাদের সর্বসাধারণের কথা চিন্তা করে গান লিখতে হয়। পরিবেশ-পরিস্থিতি বুঝে গান লিখতে হয়। তাই যেকোনো পরিবেশের জন্য আলাদা আলাদা গানের কথার বিষয়বস্তু হয়ে থাকে। আমার আজকের গানের কথাগুলো হচ্ছে প্রথম প্রেমে পড়ার অনুভূতি। কিংবা নতুন প্রেমে পড়ার অনুভুতি। সেটি একটি নারীর অনুভূতি তুলে ধরার চেষ্টা করেছি।আপনারা সকলেই জানেন যে, আমি গান গাইতে পারি না।তবে আমার বাংলাবলোগ পরিবারের জন্য মাঝেমাঝে দু'একটি গান কভার করার চেষ্টা করি।ভালো হোক আর মন্দ হোক।সেটা বড় বিষয় নয় আমি চেষ্টা করছি বিনোদন দেয়ার। কারো যদি এতোটুকু ভালো লেগে থাকে, তবেই আমার সার্থকতা। তাছাড়া চেষ্টা করছি সাহস করে সেটাই বা কম কিসে।তবে এই গানটি বেশ কয়েকজন আমার কাছ থেকে নিয়েছেন তারা গাইবে বলে।এবং ও গানের কথাগুলো তারা খুব পছন্দ করেছেন। সত্যি কথা বলতে গানের কথা গুলো আমারও বেশ পছন্দ হয়েছে। কোন প্রফেশনাল শিল্পী যদি গানটি মিউজিকের সাথে গায়, তাহলে সত্যিই অদ্ভুত, অসাধারণ একটি গান হবে বলে আমি বিশ্বাস করি। সেই অনুভূতি দিয়ে'ই গানটি গাইতে হবে। আসলে সবাইকে দিয়ে সব কাজ হয় না।ঠিক যেমন আমাকে দিয়ে গান গাওয়া হয় না। তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন গানটি শুনে আসা যাক,,,
♥☆꧁::.রোমান্টিক প্রেমের গান::꧂☆♥
সুর ও কণ্ঠঃ সেলিনা সাথী
ভিডিও লিংক
ভালোবেসেছি
মনের মতো মন আমি যে
খুঁজে পেয়েছি-
একি করেছি আমি
একি করেছি আমি একি করেছি
তোমার চোখের চাহনিতে
খেলে প্রেমের ঢেউ,
আকুল ব্যাকুল মনটা আমার
বোঝেনা তো কেউ,,
মনের খাঁচায় বন্ধু তোমায়
বন্দি করেছি,,
একি করেছি আমি একি করেছি
মিষ্টি তোমার মুখের কথা
অমর প্রেমের বাণী,
মনের রাজ্যের রাজা তুমি
আমি তোমার রানী,,
তোমায় ভেবে যেন আমি
স্বর্গ পেয়েছি,,,,
একি করেছি আমি একি করেছি
........................♥.....................
১১ এপ্রিল ২০২৩
সময়-ভোর ৫ টা
কবিতা কুটির, নীলফামারী
আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।
আপনার গান কবিতা দুটোই আমার কাছে অনেক ভালো লাগে। আজ আপনার লেখা গান আপনার এই মধুর কণ্ঠে শুনে অনেক ভালো লাগলো। আপনি যেমন ভালো কবিতা আবৃত্তি করেন তেমনি সুন্দর গান গাইতে পারেন। আপনার এই গান আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর প্রেমের গান লিখে এভাবে কভার করার জন্য।
আমার লেখা গান আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশী হলাম। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু♥
গান নিজে লিখেছেন সুর দিয়েছেন এবং নিজেই গেয়েছেন, এক কথায় অসাধারণ প্রতিভা আপনার। গানের কথাগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে লিখেছেন। গানের সুর ভালো লেগেছে। আপনি গেয়েছেন ও খুব সুন্দরভাবে। ধন্যবাদ আপু।
আমার লেখা গান আছে অনেক। কিন্তু সুর করে গাওয়া হয় না কখনো।তাছাড়া আমি তো গান গাইতে পারি না।তবুও আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।উৎসাহ পেলাম প্রেরণা পেলাম।♥♥
রোমান্টিক প্রেমের গান টাইটেল দেখে আমি গান শুনতে আসলাম আপু। রোমান্টিক গান বলে কথা আমি আবার রোমান্টিক গান গুলো একটু বেশি পছন্দ করি। কবিতার পাশাপাশি গান লিখেছেন বাহ্ দারুন।
মনের রাজ্যের রাজা তুমি
আমি তোমার রানী,, বাহ্ দারুন গানের লাইন গুলো। আপনার কন্ঠে গানটি শুনে মুগ্ধ হয়ে গেলাম। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।
রোমান্টিক প্রেমের গান আপনি খুব পছন্দ করেন সেটা আগে জানা ছিল না। যাইহোক আমার গানটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। এভাবেই উৎসাহ দিয়ে পাশে থাকবেন সব সময়। প্রত্যাশা রাখছি।♥♥
ভীষণ ভালো লেগেছে আপনার গানের এরকম একটা কভার। খুবই সুন্দর একটা গানের কভার করেছিলেন আপনি যা শুনে মনটা একেবারে ভরে গিয়েছে আমার। আপনার কন্ঠে গান শুনলে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার গান কভারের টাইটেল পড়ে আমি আপনার গান শোনার জন্য চলে এসেছি। ভীষণ ভালো লেগেছে আমার কাছে আপনার আজকের এই গানটা। এরকম গানগুলো আপনার কাছ থেকে আরো শুনতে চাই।
আমার গান আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম। আসলে এত সুন্দর গঠনমূলক মন্তব্য, সবসময় আমাকে অনেক বেশি অনুপ্রাণিত এবং প্রফুল্ল করে। অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা আপনার জন্য। নিশ্চয়ই আগামীতে আরো আমার নিজের লেখা গান কভার নিয়ে আসবো। ♥♥
আপনি ঠিক বলছেন আপু সবার দ্বারা সবকিছু সম্ভব না। এই যে আপনি অনেক সুন্দর গানের কথা লিখেছেন। আবার সেই গানের সুরও দিয়েছেন। কিন্তু কোন প্রফেশনাল শিল্পী যদি সে গানকে ভালো করে সুর দিয়ে গাওয়া হয় গানটি অসাধারণ সুন্দর লাগবে। কিন্তু আপনার কণ্ঠে গানটি শুনতে আমার অনেক ভালো লেগেছে। অসাধারণ গান লিখেছেন আপু আশা করি আপনার সব লেখা গানগুলো আমরা শুনতে পারব আপনার কন্ঠে।
চেষ্টা করব আমার লেখা গানগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। এত চমৎকার মন্তব্য করে আমাকে উৎসাহ দেয়ার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় আপুমণি।♥♥
আপু আপনার লেখা এবং আপনার সুরে গানটি আপনি খুবই চমৎকার ভাবে গিয়েছেন। আপনার লেখা গানটি আপনার মিষ্টি কন্ঠে শুনতে পেরে আমি খুবই আনন্দিত। এত সুন্দর একটি গান আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার কন্ঠে যাই শুনি না কেন সেটাই আমার খুব ভালো লাগে, কারণ আপনার কন্ঠের মধ্যে এক মায়াবী শব্দ রয়েছে। যেই সুন্দর শব্দগুলো গান বা কবিতায় দারুন রূপ প্রদান করে থাকে। ঠিক তেমনভাবে আজকের আপনার কন্ঠের গাওয়া গানটা অপরূপ লেগেছে।
এত চমৎকার করে উৎসাহ দেয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইয়া। আপনার উৎসাহ
আমার কাছে, আগামীদিনের অনুপ্রেরণা স্বরূপ।
♥♥