আর্ট:বৃত্তে রঙ্গিন ম্যান্ডালা।
শুভেচ্ছা সবাইকে
আমার বাংলা ব্লগের বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন?প্রত্যাশা করি যেন সবসময় ভালো থাকেন।আমিও ভালো আছি।আজ ১৬ই শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ, ৩১শে জুলাই ২০২৪ খ্রিষ্টাব্দ।
আজ থেকে পুরোদমে অফিস শুরু হয়েছে।দেশে এখনও কারফিউ বলবৎ আছে।যদিও সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এখনও আন্দোলন চলছে।আজও তাদের কর্মসূচি ছিল "মার্চ ফর জাষ্টিস"।মানুষ এখনও আতংকে আছে।তবে সবকিছুর পরও ভালো খবর হল ফেসবুক দহ সকল সোশ্যাল মিডিয়া ১৩দিন বন্ধ থাকার পর আজ খুলে দেয়া হয়েছে।
বেশ কয়েক দিন পর আজ একটি রঙ্গিন ম্যান্ডালা আপনাদের সাথে শেয়ার করবো।আমি ম্যান্ডালাটি এঁকেছি একটি বৃত্তের মধ্যে।যদিও ম্যান্ডালা অংকন করতে সময় লাগে,তবুও আমার ম্যান্ডালা করতে বেশ ভালো লাগে।আজকের ম্যান্ডালা আর্ট করতে উপকরণ হিসাবে ব্যবহার করেছি রঙ্গিন জেল পেন সহ অন্যান্য উপকরণ। আশাকরি আজকের বৃত্তে রঙ্গিন ম্যান্ডালা আর্টটি আপনাদের ভালো লাগবে।
উপকরণ
১.সাদা কাগজ
২।নীল রং এর জল রং
৩।তুলি
৪।গোলাপী রং এর জেল পেন
৫।পেন্সিল
৬।পেন্সিল কম্পাস
অংকনের ধাপ সমুহ
ধাপ-১
প্রথমে সাদা কাগজের চারপাশে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি।দাগের মাধ্যে একটি বৃত্ত এঁকে নিয়েছি।
ধাপ-২
বৃত্তটি নীল জল রং দিয়ে রং করে নিয়েছি।নীল বৃত্তের মধ্যে গোলাপী রং এর জেল পেন দিয়ে বিভিন্ন সাইজের কিছু বৃত্ত এঁকে নিয়েছি।
ধাপ-৩
এরপর সবচেয়ে ছোট বৃত্তটিতে একটি ফুল এঁকে নিয়েছি। এবং কিছু অংশ ভরাট করে নিয়েছি।
ধাপ-৪
এরপরের বৃত্তে একইভাবে আরও কিছু ডিজাইন এঁকে নিয়েছি।
ধাপ-৫
অন্যান্য বৃত্তগুলোতে ভিন্ন ভিন্ন ডিজাইন এঁকে ভরাট করে নিয়েছি।
ধাপ-৬
সব শেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে ম্যান্ডালা আর্ট শেষ করেছি।
উপস্থাপন
আশাকরি আজকের বৃত্তে রঙ্গিন ম্যান্ডালা আর্টটি আপনাদের ভালো লেগেছে।আমি সব সময় চেস্টা করি নতুন নতুন ধরনের ম্যান্ডালা শেয়ার করতে।আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।
পোস্ট বিবরণ
শ্রেনী | আর্ট |
---|---|
ক্যামেরা | Redmi note A-5 |
পোস্ট তৈরি | @selina75 |
তারিখ | ৩১ শে জুলাই |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
Upvoted! Thank you for supporting witness @jswit.
এই ধরনের আর্ট করতে বা দেখতে আমার অনেক ভালো লাগে।আজকে আপনি দুর্দান্ত একটি আর্ট শেয়ার করেছেন আপু।আপনার আর্ট টি দেখে বেশ মুগ্ধ হলাম।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপু আপনি আজকে আমাদের মাঝে বৃত্তের মধ্যে রঙিন ম্যান্ডালা আর্ট তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি ম্যান্ডালা আর্ট দেখতে আমার কাছে বেশ চমৎকার লেগেছে। বৃত্তের মাঝে সুন্দর ডিজাইন করে রং করে আর্ট তৈরি করার কারণে দেখতে সবথেকে বেশি ভালো লেগেছে। এত সুন্দর ভাবে প্রত্যেকটি স্টেপ শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
একটু ভিন্ন ধরনের ম্যান্ডালা করার চেস্টা করেছি।যাইহোক আমার আঁকা ম্যান্ডালা আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।
বৃত্তের মধ্যে আজ আপনি অনেক সুন্দর দেখতে একটা ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন। আমার কাছে আপনার অংকন করা এই ম্যান্ডেলা আর্ট দেখতে খুব ভালো লেগেছে। ম্যান্ডেলা আর্টগুলো অনেক বেশি নিখুঁতভাবে অঙ্কন করা লাগে। আর এগুলো অংকন করতে প্রচুর সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। আপনি অনেক সময় ব্যবহার করে এবং ধৈর্য ধরে পুরো ম্যান্ডেলা আর্টটি কমপ্লিট করেছেন এটা তো দেখেই বুঝতে পারছি। আশা করছি আপনি প্রতিনিয়ত সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করবেন।
আমি চেস্টা করবো নতুন নতুন ম্যান্ডালা আর্ট আপনাদের সাথে শেয়ার করতে।ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।
ম্যান্ডেলা আর্টটি ভীষণ সুন্দর হয়েছে। ছবিটিতে কালার কম্বিনেশন খুব উজ্জ্বল। অসাধারণ লাগলো৷ ম্যান্ডেলা আর্ট বিভিন্ন আর্টফর্মের মধ্যে আমার ভীষণ ভালো লাগে। আরও আঁকুন।।আপনার চিত্রকলায় দক্ষতা প্রশ্নাতীত। আরও নতুন নতুন ছবি দেখবার অপেক্ষায় রইলাম।
আমি চেস্টা করবো নতুন নতুন আরও আর্ট আপনাদের সাথে শেয়ার করতে।মন্তব্যের জন্য ধন্যবাদ দাদা।
বৃত্তে রঙ্গিন ম্যান্ডালা দারুণ চমৎকার সুন্দর হয়েছে। ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে ভীষণ ভালো লাগে।ধাপে ধাপে ম্যান্ডেলা আর্ট পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।
আপনার আর্ট করার প্রতিভার দেখছি কোন জবাব নেই৷ খুব সুন্দর কিছু আর্ট আজকে আপনি আমাদের মাঝে ফুটিয়ে তুলছেন৷ খুব সুন্দর ভাবে এই আর্টও আপনি তৈরি করেছেন এবং বৃত্তের ভিতরে এরকম সুন্দর আর্ট তৈরি করতে আপনি অনেক কষ্ট করেছেন এবং অনেক সময় দিয়েছেন৷ একইসাথে এই আর্টের মধ্যে রঙের সংমিশ্রণগুলো খুব ভালোভাবে দিয়েছেন৷ অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷
আমি চেস্টা করেছি সুন্দর করে আঁকতে। মন্তব্যের জন্য ধন্যবাদ।
অনেক সুন্দর হয় আপনার সকল আর্ট।
বাহ আপনি তো আজকে খুব সুন্দর করে বৃত্তে রঙ্গিন ম্যান্ডালা আর্ট করেছেন। আপনার ম্যান্ডেলা আর্ট অসাধারণ হয়েছে। সত্যি বলতে আপনার বৃত্তে রঙ্গিন ম্যান্ডালা আর্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। ধৈর্য ধরে চমৎকার একটি বৃত্তে রঙ্গিন ম্যান্ডালা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ মন্তব্য ভাইয়া করে পাশে থাকার জন্য