আর্টঃরঙ্গিন থ্রিডি ম্যান্ডালা ।

in আমার বাংলা ব্লগ2 months ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ২৯শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ,হেমন্তকাল। ১৪ই ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ।

m23.jpg

m22.jpg

বন্ধুরা, আমার বাংলা ব্লগে নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হয়েছি একটি ভিন্ন ধরনের রঙ্গিন ম্যান্ডালা আর্ট পোস্ট নিয়ে।সব ধরনের ম্যান্ডালা আর্ট গুলো করতে আমার বেশ ভালো লাগে। তাই রঙ্গিন ম্যান্ডালা আর্ট এর পাশাপাশি সাদা কালো ম্যান্ডালা আঁকতেও বেশ ভালো লাগে।।তাই আজ একটি থ্রিডি রঙ্গিন ম্যান্ডালা আর্ট আপনাদের সাথে শেয়ার করবো।থ্রিডি যে কোন আর্ট এর ক্ষেত্রে ফটোগ্রাফি করা সব থেকে কঠিন। ফটোগ্রাফির উপরই নির্ভর করে থ্রিডি আর্ট এর সৌন্দর্য। আমি সেই চেস্টাই করেছি। যাতে ফটোগ্রাফির মাধ্যমেই থ্রিডি ইফেক্টটা তুলে ধরতে পারি ।আজকের ম্যান্ডালা আর্ট করতে উপকরণ হিসাবে ব্যবহার করেছি সাদা কাগজ ও জেল পেন সহ অন্যান্য আরও কিছু উপকরণ। চলুন দেখে নেই রঙ্গিন থ্রিডি ম্যান্ডালা আঁকার বিভিন্ন ধাপ সমূহ। আশাকরি আজকের ভিন্ন ধরনের রঙ্গিন থ্রিডি ম্যান্ডালা আর্টটি আপনাদের ভালো লাগবে।

উপকরণ

m20.jpg

১।সাদা কাগজ
২।পেন্সিল
৩।স্কেল
৪।কালো রংসাইন পেন
৫। কালো রং এর জেল পেন
৬।গোলাপী রং এর জেল পেন

অংকনের ধাপ সমুহ

ধাপ-১

m18.jpg

প্রথমে সাদা কাগজের চারপাশে পেন্সিল দিয়ে দাগ টেনে নিয়েছি। এর মাঝখানেই থ্রিডি ম্যান্ডালা অংকন করবো।

ধাপ-২

m1.jpg

দাগের মাঝখানে একটি পি্রামিড এঁকে নিয়েছি। এর সাথে কিছু সোজা দাগ টেনে নিয়েছি।

ধাপ-৩

m2.jpg

m3.jpg

আঁকা পিরামিডে বাঁকা করে কিছু দাগ টেনে নিয়েছি। দাগের মধ্যে কিছু পাতার ডিজাইন এঁকে নিয়েছি গোলাপী রং এর জেল পেন দিয়ে।

ধাপ-৪

m4.jpg

m5.jpg

m8.jpg

পিরামিডটিতে একটি ঘর ফাঁক রেখে সম্পূর্ণ পিরামিডটিতে গোলাপী জেল পেন দিয়ে বিভিন্ন ডিজাইন এঁকে নিয়েছি।

ধাপ-৫

m10.jpg

m11.jpg

m12.jpg

m13.jpg

এবার ফাঁকা ঘরগুলোতে কালো রং এর জেল পেন দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন এঁকে নিয়েছি।

ধাপ-৬

m14.jpg

এবার পিরামিডটিতে থ্রিডি ইফেক্ট আনার জন্য পিরামিডের নিচের দিকে পেন্সিল দিয়ে হাল্কা করে শেড দিয়ে নিয়েছি।এবং পেন্সিলের দাগগুলো গোলাপী ও কালো সাইন পেন দিয়ে ডিপ করে নিয়েছি। যাতে দেখতে সুন্দর লাগে।

ধাপ-৭

m24.jpg

নিজের স্টিমিট আইডি সিগনেচার করে ম্যান্ডালা আর্ট অংকন শেষ করেছি।

উপস্থাপন

m19.jpg

m21.jpg

m22.jpg

আশাকরি আজকের রঙ্গিন থ্রিডি ম্যান্ডালা আর্টটি আপনাদের ভালো লেগেছে।আমি সব সময় চেষ্টা করি নতুন নতুন ধরনের ম্যান্ডালা শেয়ার করতে।আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। এই শীতে নিজের যত্ন নিন ও পরিবারের বৃদ্ধ ও শিশুদের প্রতি বিশেষ যত্নশীল হন। শুভ রাত্রি

পোস্ট বিবরণ

শ্রেনীআর্ট
ক্যামেরাSamsung A-10
পোস্ট তৈরি@selina 75
তারিখ১৪ই ডিসেম্বর, ২০২৪ ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

image.png

image.png

image.png

image.png

Sort:  
 2 months ago 

ওয়াও আপু আপনি রঙিন থ্রিডি ম্যান্ডেলা আর্ট করেছেন দেখতে চমৎকার লাগছে। এ ধরনের আর্ট গুলো করতে অনেক দক্ষতা ও সময়ের প্রয়োজন হয়। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

সময় লাগলেও এই ধরনের আর্ট করতে আমার বেশ ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

Daily task

dt2.png

dt3.png

dt1.png

 2 months ago 

থ্রিডি ম্যান্ডেলা আর্টের সুন্দর্য অসাধারণ সুন্দর হয়েছে। আপনি দক্ষতার সাথে ধৈর্যসহকারে থ্রিডি ম্যান্ডেলা আর্ট পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 2 months ago 

আপু আপনি রেসিপি পোস্ট ভেবে কমেন্ট করেছেন। এডিট করে দিলে ভালো হয়।

 2 months ago 

আমার কাছে ম্যান্ডেলা আর্ট গুলো একটু বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে রঙ্গিন থ্রিডি ম্যান্ডালা আর্ট করেছেন। তবে, বর্তমান সময়ে কমিউনিটির মধ্যে তেমন একটা ম্যান্ডেলা আর্ট দেখতে পাওয়া যায় না। দীর্ঘ দিন পর আপনার আর্ট করা ম্যান্ডেলা আর্ট টি দেখে বেশ ভালো লাগলো।

 2 months ago 

অনেকেই করে ম্যান্ডালা আর্ট মনে হয় আপনার চোখে পরেনি। যাইহোক সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

ম্যান্ডেলা আর্ট এবং থ্রিডি আর্ট দুটোই আমার বেশ ভালো লাগে। আপনি দুটোকে একসাথে করে খুব সুন্দর একটা আর্ট করেছেন আজকে। কালারফুল হওয়ার কারণে আরো বেশি আকর্ষণীয় লাগছে দেখতে। একদম পারফেক্টলি পুরো ড্রয়িংটা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

আমি চেস্টা করেছি দু'টোর সম্বন্বয়ে একটি নতুন আর্ট আঁকার। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 2 months ago 

থ্রিডি ম্যান্ডালা আর্ট অসাধারন হয়েছে। আর এত সুন্দর করে নিখুঁতভাবে আর্ট করেছেন দেখে মুগ্ধ হয়েছি। অনেক অনেক সুন্দর লাগছে দেখতে। অসাধারণ একটি আর্ট শেয়ার করেছেন আপনি। দারুন হয়েছে দেখতে।

 2 months ago 

আমি চেস্টা করেছি নিখুঁত করে আঁকার। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।

 2 months ago 

রঙিন থ্রিডি নকশা শিল্পটি দারুন সুন্দর বানিয়ে ফেললেন। কত রকম রং দিয়ে রঙিন করে তুলেছেন আপনার ছবিটিকে। সবদিক থেকে দারুন সুন্দর একটি ম্যান্ডালা আর্টের সাক্ষী রইলাম। ভীষণ সুন্দর করে প্রতিটি ধাপ উপস্থাপন করলেন পোষ্টের মাধ্যমে। ছবিটির মধ্যে সত্যিই কিন্তু একটি থ্রিডি লুক এসেছে। সেই জন্য দেখতে খুব সুন্দর লাগছে।

 2 months ago 

অনেক চেস্টার পর থ্রিডি ইফেক্ট আনতে পেরেছি ফটোগ্রাফির মাধ্যমে । ধন্যবাদ দাদা।

 2 months ago 

থ্রিডি ম্যান্ডালা আর্টটি চমৎকার হয়েছে। সত্যি এই আর্ট গুলো করতে একটু সময় আর ধৈর্যের প্রয়োজন। পিরামিড এর কালারটা দারুণ এসেছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

ছোট ছোট ডিজাইন আঁকার জন্য ম্যান্ডালা আর্ট করতে কিছুটা সময় বেশি লাগে। তবে আঁকা শেষ হওয়ার পর বেশ ভালো লাগে। ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96428.85
ETH 2753.27
SBD 0.65