কিছুতেই তোমার আপন হতে পারলাম না।

কিছুতেই তোমার আপন হতে পারলাম না।

IMG20210816134947.jpg

ছোটবেলায় শুনেছিলাম স্কুলেই অনেক পড়তে হয়। কলেজে উঠে নাকি পড়াশোনা তেমন করতে হয় না কিন্তু বাস্তব তার উল্টোটা। কলেজ জীবনে সবচেয়ে বেশি পড়াশোনা করতে হয়। কলেজ জীবনে পড়াশোনা করতে গিয়ে কলেজের প্রতিটি ইটের সঙ্গে পরিচিত হওয়া যায় কিন্তু আমরা ২০২১ তা করতে পারলাম না।একটা মহামারী আমাদের অনেক কিছু থেকে পর করে দিয়েছে কলেজের আনন্দ স্বাদ কিছুই পেলাম না।যে কয় মাস ক্লাস হয়েছে ততক্ষণে শিক্ষকদের সঙ্গে ভালো সম্পর্ক হয়ে ওঠেনি। কড়া নজরে রেখেছিল প্রথমদিকে যেন আমরা উগ্র না হই। তাদের কড়া শাসনে কেটেছিল কয়েকটি মাস এবং শিখেছিলাম অনেক নিয়ম কানুন।অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে শহরের কলেজে ভর্তি হয়েছিলাম।কিন্তু ভাগ্যের পরিহাস বড়ই বোকা কিছুই করতে পারলাম।গ্রামের স্কুলে যখন পড়াশোনা করেছিলাম সেখানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম। আমি বিতর্ক প্রতিযোগিতায় খুব ভালো বিতর্ক করতে পারতাম। কলেজে একবার বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম এবং সেখানে তিনটি দলের মধ্যে শ্রেষ্ঠ বক্তাও হয়েছিলাম। অনেক ভালো লেগেছিল তখন মনে হয়েছিল পরবর্তীতে অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করব এবং প্রথম স্থান অধিকার করব এবং আমার নাম অর্থাৎ আমার সুনাম আমি আমার গ্রাম অঞ্চল এবং স্কুলের প্রতিটি কোনায় কোনায় পৌছে দিব কিন্তু তার কিছুই হলো না সবকিছুই কাল্পনিক থেকে গেলো। তবে এখন গুঞ্চহি ভর্তি পরীক্ষার দিন গুলি এবং ভবিষ্যৎ নিয়ে অনেকটাই বিভ্রান্ত, জানিনা কখন কি করতে পারব তবে খুব তাড়াতাড়ি কিছু একটা করা দরকার ছিল। কারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম আমাদের। কিছু একটা না করলে জীবনে অসহায়ত্ব নেমে আসবে বার বার যা অন্ধকারে পরিণত হবে।

IMG20210816134955.jpg

প্রিয় কলেজ আর্ম পুলিশ ব্যাটালিয়ন অনেক ইচ্ছা ছিল তোমার হৃদয় আমার হৃদয় রাঙিয়ে দেবো কিন্তু তা কিছুতেই সম্ভব হলো না কারণ তোমাকেই তো বুঝে উঠতে পারলাম না কিছুতেই। রং দেবো কোথায় তবুও কদিনের ভালোবাসায় তুমি আছো আমার পুরো হৃদয় জুড়ে। তোমাকে সম্মান শ্রদ্ধা জানাই।

Sort:  
 4 years ago 

মহামারীর এই সময়টার কারণে আসলে আমরা জীবনের অনেক কিছু থেকেই বঞ্চিত হয়েছে। তারপরও এটা অনেক আনন্দের বিষয় যে আমরা আজও পৃথিবীতে বেঁচে আছি আমাদের পাশের অনেকেই এই পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছেন এই মহামারিতে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে অন্য কোন নতুন জায়গায় আবার নতুনভাবে আপনার বিতর্ক প্রতিযোগিতা পরবর্তীতে করবেন এবং সেই অংশগুলো আমাদের সাথে শেয়ার করবেন আশা করি। ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.23
JST 0.031
BTC 81466.13
ETH 2149.10
USDT 1.00
SBD 0.64