ছোট্ট প্রচেষ্টা, বড় পরিবর্তন

in আমার বাংলা ব্লগ7 months ago

প্রকৃতির করুণ রোষে তছনছ হয়ে গেছে আমাদের প্রিয় বাংলার অনেক এলাকা। বন্যার পানি গ্রাস করে নিয়েছে শত শত ঘরবাড়ি, জমির ফসল, আর মানুষের জীবনযাত্রার নিরাপত্তা। চারপাশে শুধু পানির স্রোত, যেখানে একসময় ছিল সবুজের সমারোহ, সেখানে এখন নীরবতার মধ্যে ভেসে বেড়াচ্ছে মানুষের আর্তনাদ। আমাদের এই কঠিন সময়ে একে অপরের পাশে দাঁড়ানো, একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসা খুবই জরুরি। এই সংকটময় পরিস্থিতিতে দাঁড়িয়ে, আমরা ছাত্ররা, আমাদের স্বল্প সামর্থ্য দিয়েই চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়ানোর।

456826888_1288482835472856_7286642503538682848_n.jpg

আমরা কয়েকজন বন্ধু মিলে সিদ্ধান্ত নিয়েছি যে, বন্যা দুর্গত মানুষদের জন্য কিছু একটা করতে হবে। আমাদের কাছে পর্যাপ্ত অর্থ বা সম্পদ নেই, কিন্তু আমাদের ইচ্ছাশক্তি ও মানবিকতা আছে। এই ইচ্ছাশক্তির জোরে আমরা আমাদের পড়াশোনার ব্যস্ততার মধ্যেও সময় বের করে, নিজেদের তাগিদেই মানুষের কাছে গিয়েছি। আমরা বন্যা দুর্গত মানুষের সহায়তায় রাস্তায় নেমেছি, হাতে বক্স নিয়ে দাঁড়িয়েছি, এবং মানুষের কাছ থেকে সাহায্য চেয়েছি। প্রতিটি মানুষের সহযোগিতা ও সহানুভূতি আমাদের অনুপ্রাণিত করেছে। কেউ টাকা দিয়েছেন, কেউ চিৎকার করে আশীর্বাদ করেছেন, কেউ বা শুধু আমাদের কাজকে বাহবা দিয়েছেন। আমাদের কাছে এটা ছিল এক অসম্ভব সুন্দর অনুভূতি।

আমরা যেটুকু সংগ্রহ করতে পেরেছি, তা হয়তো খুব বেশি কিছু নয়, কিন্তু এটা আমাদের জন্য অনেক বড় একটা অর্জন। আমাদের ডোনেশন বক্সে যেটুকু অর্থ জমা হয়েছে, তা দিয়ে আমরা বিভিন্ন ত্রাণ সামগ্রী কেনার পরিকল্পনা করেছি। এই ত্রাণ সামগ্রীগুলির মধ্যে থাকবে শুকনো খাবার, পানি, ওষুধ, এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। আমরা নিজেরাই এগুলি কিনে প্যাকেট করবো, যাতে সবকিছু সঠিকভাবে এবং সুরক্ষিতভাবে বন্যা কবলিত এলাকায় পৌঁছানো যায়। আমরা আশাবাদি, আগামীকাল এই ত্রাণ সামগ্রীগুলি আমাদের ভাই ও বোনদের হাতে তুলে দেব, যারা এই মুহূর্তে চরম কষ্টে আছে।

মানুষের পাশে দাঁড়ানো আসলে কোনো কঠিন কাজ নয়। আমাদের একটু সদিচ্ছা, ইচ্ছাশক্তি এবং মানসিকতা থাকলেই আমরা অনেক কিছু করতে পারি। আমরা হয়তো বড় বড় কাজ করতে পারি না, কিন্তু ছোট ছোট উদ্যোগই বড় পরিবর্তনের সূচনা করতে পারে। আমাদের মতো আরো অনেকেই যদি এইভাবেই এগিয়ে আসে, তাহলে আমরা সবাই মিলে একটি সুস্থ, সুন্দর, এবং মানবিক সমাজ গড়ে তুলতে পারব।

মানুষ মানুষের জন্য—এ কথা আমরা বহুবার শুনেছি। কিন্তু আজ আমরা সত্যিই উপলব্ধি করেছি এর প্রকৃত অর্থ। আমাদের এই ছোট্ট প্রয়াস হয়তো কারো জন্য বড় একটা আশীর্বাদ হতে পারে, এটাই আমাদের পরম শান্তির বিষয়। আমরা আশাবাদী, আমাদের এই কাজ দেখে অন্যরাও অনুপ্রাণিত হবে এবং মানুষের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে আসবে। একসাথে থাকলে আমরা সব বাধা পেরিয়ে যেতে পারব, ইনশাআল্লাহ।


আমার সংক্ষিপ্ত পরিচিতি

IMG_7696.jpg

আমি রিদওয়ান হোসাইন। পরিবারের শেষ সন্তানটি আমি। পড়াশোনা করছি কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি নিয়ে। ভ্রমণ করা, গান গাওয়া ও শোনা এবং ফটোগ্রাফি করা আমার খুবই পছন্দ। আমি পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে লেখা শুরু করি, তাই "আমার বাংলা ব্লগ" আমার গর্ব, আমার ভালোবাসা। নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার মুক্ত প্লাটফর্ম। এখানে নিজের মনের ভেতর জমে থাকা হাজারো কথা তুলে ধরা যায়।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.23
JST 0.031
BTC 86046.04
ETH 1918.71
USDT 1.00
SBD 0.79