ক্লে প্রজাপতি🥰
হ্যালো
আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও সৃষ্টিকর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।
আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো ক্লে দিয়ে চমৎকার সুন্দর একটি প্রজাতির তৈরি পদ্ধতি।
ক্লে দিয়ে যে কোন কিছু বানাতে আমার খুব ভালো লাগে। কোনকিছু বানানোর সময় যদি সুন্দর না হয় তাহকে আবারও ভেঙ্গে বানানো যায়।
আজ অনেক দিন পর সস্তির বৃষ্টি হয়েছে আবহাওয়া তাই অনেক ঠান্ডা।প্রচন্ড গরমে জনজীবন অস্তিত্বের মধ্যে পড়েছিলো।গরমের কারণে নানা রকম রোগজীবাণু বেড়ে গেছে। প্রায় প্রতিটি বাড়িতেই অসুস্থতা।আমার বাড়ির প্রতিটি সদস্যই অসুস্থ। ক্লে দিয়ে বর্ষাকালীন প্রাকৃতিক দৃশ্যেরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম এবং বেশ কিছু ক্লে কিনেছিলাম। বেশ কিছু ক্লে বেচে গেছে তাই ভাবলাম এই ক্লে দিয়ে কিছু বানানো যাক।যে ভাবনা সেই কাজ ক্লে নিয়ে বসে পড়লাম ও বানিয়ে ফেল্লাম সুন্দর একটি রঙ্গিন প্রজাতি।
প্রজাপতি তৈরি করার সময় শুধু মনে পড়ছিলো ছড়া গানটি "প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই রঙ্গিন এই পাখা" আজকে আমি প্রজাপতি কে দেবো বানিয়ে তার রঙ্গিন পাখা।
তো চলুন দেখা যাক কি ভাবে বানিয়েছি ক্লে দিয়ে রঙ্গিন প্রজাপতি টি।
ক্লে |
---|
ক্লে টুলস |
আর্ট পেপার |
সবুজ জল রং |
সাইন পেন |
প্রথম ধাপ
প্রথমে আমি একটি আর্ট পেপার গোল করে কেটে নিয়েছি।
দ্বিতীয় ধাপ
এরপর প্রথমে পিংক কালারের প্রজাতির পাখা বানানো জন্য ক্লে গোল করে নিয়েছি ও তা বসিয়েছি আর্ট পেপারে।ক্লে গুলো বসানোর পর আঙ্গুলের সাহায্যে নিচের দিকটি চাপ দিয়ে বসিয়ে দিতে হবে তাহলে মাথার দিকটা উচু ও নিচটা চ্যাপ্টা হবে।
তৃতীয় ধাপ
এরপর নীল কালারের ক্লে দিয়ে গোল করে নিয়েছি ও আর্টপেপারে বসিয়েছি।
চতুর্থ ধাপ
এরপর সবুজ ও হলুদ কালারের ক্লে বসিয়েছি একে একে একই পদ্ধতিতে।
পঞ্চম ধাপ
একই পদ্ধতিতে দুপাশে প্রজাতির পাখা বানিয়ে নিয়েছি।
ষষ্ঠ ধাপ
এখন প্রজাপতির বডি বানিয়েছি লাল কালারের ক্লে দিয়ে।
সপ্তম ধাপ
এখন লাল কালারের ক্লে দিয়েই প্রজাপতির মাথা বানিয়ে নিয়েছি।
অষ্টম ধাপ
এখন সাদা কালার ক্লে দিয়ে প্রজাতির চোখ বানিয়ে নিয়েছি ও বসিয়ে দিয়েছি।
নবম ধাপ
এখন নীল কালারের ক্লে দিয়ে প্রজাতির শুর বা দাড়ি বানিয়ে নিয়েছি ও লাগিয়ে দিয়েছি।
দশম ধাপ
এখন প্রজাপতির চোখের মনি বানিয়েছি সাইনপেন দিয়ে ও হাস্যজ্বল ঠোঁট বানিয়ে নিয়েছি।
একাদশ ধাপ
এখন প্রজাপতির নিচে আর্ট পেপারে ঘাস বানিয়ে নিয়েছি সবুজ কালার দিয়ে।
দ্বাদশ ধাপ
এখন ঘাসফুল বানিয়ে নিয়েছি সাদা,হলুদও গোলাপি কালারের ক্লে দিয়ে কয়েক প্রকারের ঘাসফুল। প্রথমে ক্লে গোল করে নিয়েছি ও তারপর ক্লে টুলস দিয়ে মাঝে দাগ কেটে নিয়ে ফুলের আঁকার দিয়েছি।
ত্রয়োদশ ধাপ
এখন প্রজাপতির লেজ বানিয়ে নিয়েছি।
চতুর্দশ ধাপ
পুরাপুরি ভাবে আমার ক্লে দিয়ে বানানো প্রজাপতি তৈরি হয়েছে।
ফাইনাল লুক
এই ছিলো আমরা আজকের সুন্দর ক্লে দিয়ে বানানো প্রজাপতি। আমার মেয়ে ভীষণ খুশি। সে ক্লে প্রজাপতিটি কখনো দেয়ালে কোথায় কোথায় রাখছে তার কোন ঠিক নেই।
আমার ক্লে দিয়ে প্রজাপতিটি অনেক সুন্দর হয়েছে দেখতে।সরাসরি আরো সুন্দর। দেয়ালে লাগানোর পর আরো বেশি সুন্দর লাগছে প্রজাপতি টি।আপনাদের কেমন লেগেছে আমার ক্লে দিয়ে বানানো প্রজাপতি টি তা অবশ্যই জানাতে ভুলবেন না।
আজকের মতো এখানেই শেষ করছি।আবারও দেখা হবে অন্যকোন পোস্টের মাধ্যমে।সে পর্যন্ত সবাই ভালো থাকুন। সুস্থ ও নিরাপদে থাকুন।
টাটা
পোস্ট | বিবরণ |
---|---|
পোস্ট তৈরি | @shapladatta |
শ্রেণী | ক্লে আর্ট |
ডিভাইস | OppoA95 |
লোকেশন | বাংলাদেশ |
আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।
চমৎকার একটি ডাই প্রজেক্ট তৈরি করলেন আপু আপনি ক্লে দিয়ে। সত্যি বলতে ক্লে দিয়ে যে কোন কিছু তৈরি করতে খুব ভালো লাগে কারণ যে কোন ভাবে শেপ দেওয়া যায় খুব নরম হওয়ার কারণে। আপনি খুব সুন্দর একটি প্রজাপতি তৈরি করে নিলেন আমার দেখতে খুবই ভালো লেগেছে।
হ্যাঁ আপু ক্লে দিয়ে কিছু বানাতে খুব ভালো লাগে।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
লিংক সোর্স
গরমের কারণে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েছিল। তবে যাই হোক এখন বৃষ্টি হচ্ছে। আজকে আপনি ক্লে দিয়ে খুব চমৎকার একটি প্রজাপতি বানিয়েছেন। আসলে ক্লে দিয়ে কিছু বানালে দেখতে এমনিতে বেশ ভালো লাগে। তবে আপনার ক্লে দিয়ে প্রজাপতি টি দেখে মনে হচ্ছে মনের সুখে উড়ে বেড়াচ্ছে। সুন্দর একটি ক্লে প্রজাপতি বানিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
আপনার ক্লে দিয়ে প্রজাপতিটি চমৎকার হয়েছে। আপনি ঠিক বলেছেন আপু ক্লে দিয়ে কিছু তৈরি করলে ভালো না হলে আবার ভেঙে বানানো যায়। কালারটা দারুণ হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়া জন্য।
অসুস্থতা যখন ছড়িয়ে পড়ে তখন চারপাশে একই অবস্থা হয়ে যায়। ঘরে ঘরে মানুষ অসুস্থ হয়ে যায়। আপু আপনার তৈরি করা প্রজাপতি অসাধারণ হয়েছে। প্রজাপতি তৈরীর পদ্ধতি ধাপে ধাপে উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকেও ধন্যবাদ ভাইয়া।
বাহ, আপু অনেক সুন্দর ভাবে প্রজাপতি তৈরি করেছেন আপু। এই বৃষ্টিময় মুহূর্তের মধ্যে প্রজাপতিটি দেখতে ভীষণ ভালো লাগছে। অনেক সুন্দর ভাবে প্রতিটি ধাপ আপনি উপস্থাপন করছেন। ধন্যবাদ আপু।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
বাহ্ আপু আপনি তো ক্লে দিয়ে অনেক চমৎকার একটি প্রজাপতি তৈরি করেছেন। ক্লে দিয়ে কিছু বানালে দেখতে এমনিতে অনেক সুন্দর লাগে। কালারটা অনেক দারুন লাগছে। আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন আমাদের মাঝে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
স্বাদুবাদ।
আরে বাহ্, আপনি তো দেখছি ক্লে ব্যবহার করে অনেক সুন্দর দেখতে একটা কিউট প্রজাপতি তৈরি করেছেন। আপনার তৈরি করা এই প্রজাপতিটাকে দেখতে খুব ভালো লেগেছে। এরকম ভাবে প্রজাপতি তৈরি করলে কিন্তু দারুণ হয়। ক্লে দিয়ে এভাবে অনেক কিছুই তৈরি করা যায়। ক্লে দিয়ে বিভিন্ন রকম জিনিস তৈরি করতে তো আমি অনেক বেশি পছন্দ করি। বিভিন্ন কালারের ক্লে এটাতে ব্যবহার করার কারণে বেশি সুন্দর লাগতেছে। এটা আপনি দেয়ালে লাগানোর পর তো আরো ভালো লাগতেছে দেখতে।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।
কি দারুন সুন্দর হয়েছে প্রজাপতিটি। আমি আশা করব আপনার মেয়ের সবথেকে বেশি ভালো লেগেছে। এমন রংবেরঙের ক্লে দিয়ে বানিয়েছেন বলেই এত উজ্জ্বল দেখতে লাগছে।
এক আকাশ শুভেচ্ছা জানাই।
একদম দিদি আমার মেয়ে তো প্রজাতি টি নিয়ে এদেয়াল ওদেয়াল লাগিয়ে বেড়াচ্ছে। আপনাকে এক সাগর ভালোবাসা।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
ক্লে ব্যবহার করে চমৎকার একটি প্রজাপতি তৈরি করেছেন আপু। যা দেখতে অসাধারণ লাগছে।ক্লে দিয়ে তৈরি করা জিনিস গুলো দেখতে অনেক সুন্দর দেখা যায়।আমি নিজেও চেষ্টা করছি গিয়ে ব্যবহার করে কিছু একটা তৈরি করার।যাইহোক ক্লে দিয়ে এত সুন্দর একটি প্রজাপতি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।
আপনাকেও ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।