ক্লে-আর্টঃ ক্লে দিয়ে আয়না সাজানো।

in আমার বাংলা ব্লগ4 months ago

আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশাকরি ভালো আছেন। আজকে আমি একটা নতুন ক্লে-আর্ট পোস্ট নিয়ে হাজির হয়েছি।

ক্লে-আর্টে আমি মোটেও সিদ্ধহস্ত না। আমার স্ত্রী এই কাজগুলো ভালো পারে। যেহেতু তার অনুমতি আছে, সেহেতু তার হয়ে আমিই আর্টটি এখানে দিচ্ছি।


2024-10-29-23-33-53-257.jpg

প্রয়োজনীয় উপকরণ


IMG-20241028-WA0000.jpg

  1. বিভিন্ন রঙের ক্লে।
  2. একটি ছোট আয়না।
কাজের ধাপ ১

IMG-20241028-WA0001_1.jpg

IMG-20241028-WA0022.jpg

প্রথমেই বিভিন্ন রঙের ক্লে দিয়ে গোল গোল কয়েকটি শেপ তৈরি করা হয়।

কাজের ধাপ ২

IMG-20241028-WA0012_1.jpg

IMG-20241028-WA0002.jpg

গোল গোল শেপগুলোকে চ্যাপ্টা করে তাতে কিছু নকশা করা হয়।

কাজের ধাপ ৩

IMG-20241028-WA0003.jpg

IMG-20241028-WA0014_1.jpg

চ্যাপ্টা করে নকশাকৃত শেপগুলোকে একসাথে জোড়া দিয়ে ফুলের আকৃতি দেয়া হয়।

কাজের ধাপ ৪


IMG-20241028-WA0017.jpg

তৈরিকৃত ফুলের মধ্যখানে একটি গোল শেপ বসিয়ে ফুলের গর্ভাশয় তৈরি করা হয়।

কাজের ধাপ ৫

IMG-20241028-WA0023.jpg

IMG-20241028-WA0024_1.jpg

IMG-20241028-WA0025.jpg

সবুজ রঙের পাতা তৈরি করে তা ফুলের সাথে জুড়ে দেয়া হয়।

কাজের ধাপ ৬


IMG-20241028-WA0026.jpg

প্রস্তুতকৃত ফুলগুলোকে আয়নার সাথে বসিয়ে আয়নাটিকে সাজানো হয়।

ফাইনাল প্রেজেন্টেশন


2024-10-29-23-33-53-257.jpg


IMG-20241028-WA0028.jpg


IMG-20241028-WA0033.jpg


এই ছিল আমার আজকের ক্লে-আর্ট। কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।

PUSS_gif.gif

নিজের সম্পর্কে

আমি মুহাম্মদ সাব্বির আকিব। জন্মসূত্রে একজন বাংলাদেশি। জেলাঃ চাঁদপুর, থানাঃ ফরিদগঞ্জ। থাকি ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানাধীন দক্ষিণ গাজীরচট নামক স্থানে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রসায়নে স্নাতক (সম্মান) সম্পন্ন করেছি। বর্তমানে একটি ফার্মেসিতে ফার্মাসিস্ট হিসাবে কর্মরত রয়েছি। বিবাহিত এবং আল্লাহ একটি পুত্র সন্তানের জনক করেছেন, আলহামদুলিল্লাহ।

Sort:  
 4 months ago 

ক্লে দিয়ে অনেক সুন্দর করে আপনি এই আয়নাটা সাজিয়েছেন। আয়নাটা এত সুন্দর করে ফুল দিয়ে সাজানোর পর দেখতে অনেক দারুন লাগছে। আয়নাটা সৌন্দর্য অনেক বেশি বেড়ে গিয়েছে। বিভিন্ন কালারের ফুল তৈরি করে দেওয়ায় বেশি সুন্দর লাগছিল।

 4 months ago 

ধন্যবাদ আপু আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য। খুবই উৎসাহ পেলাম।

 4 months ago 

ক্লে দিয়ে আয়না সাজালে দেখতে বেশ ভালো লাগে। আমি নিজেও ক্লে কিনে নিয়ে এসেছি আপনাদের দেখাদেখি। আমিও ক্লে দিয়ে আয়না সাজাবো ভাবছি। এই কাজগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে পোস্টেটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 4 months ago 

অবশ্যই। ক্লে-র কাজগুলো আমারও পছন্দ। আপনিও চেষ্টা করে দেখুন। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 4 months ago 

বৌদি এই কাজটিও খুব সুন্দর করেছেন, এইভাবে যেকোনো পুরনো জিনিস কে নতুন ভাবে সাজিয়ে নেওয়া যায়। আর কি ভীষণ কালারফুল লাগছে দেখতে। বৌদিকে আমার তরফ থেকে অভিনন্দন শুভেচ্ছা এবং ভালবাসা জানাবেন।

 4 months ago 

সে শুনে খুব খুশি হবে। আপনাকেও ধন্যবাদ দিদি। বেশ দারুণ উৎসাহমূলক মন্তব্য করেছেন।

 4 months ago 

ক্লে দিয়ে খুব সুন্দর ভাবে আয়নাটা সাজিয়ে আছে আয়না টা সাজিয়েছেন। ক্লের তৈরি ফুলগুলো অনেক বেশি ভালো লাগছে দেখতে। দারুন হয়েছে আপনার আজকের এই ডাই প্রজেক্ট টা। পুরাতন আয়নাটাকে খুব সুন্দর ভাবে সাজিয়েছেন। ভালো লাগলো দেখে।

 4 months ago 

ধন্যবাদ আপু। আপনার পছন্দ হয়েছে জেনে ভালো লাগলো। সুন্দর উৎসাহমূলক মন্তব্য করেছেন। আবারো ধন্যবাদ।

 4 months ago 

বাহ ভাই বেশ চমৎকার লাগছে। দারুণ করেছেন কিন্তু। ক্লে দিয়ে ফুল তৈরি করে আয়না টা দারুণ সাজিয়েছেন। পাশাপাশি পোস্ট টা চমৎকার উপস্থাপন করেছেন। সবমিলিয়ে দারুণ ছিল আপনার পোস্ট টা। ধন্যবাদ আপনাকে।।

 4 months ago 

অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য। অনেক উৎসাহ পেলাম।

 4 months ago 

আজকে আপনি অনেক সুন্দর করে ক্লে দিয়ে ফুল বানিয়ে আয়না সাজিয়েছেন। তবে ক্লে দিয়ে ফুল পাতা খুব সুন্দর করে বানিয়ে আয়নার মধ্যে সাজানো কারণে সৌন্দর্য অনেক গুণ বেড়ে গেল। আর ক্লে দিয়ে কিছু বানালে দেখতে এমনি তো বেশ ভালো লাগে। আর এই আয়না যদি ঘরের মধ্যে সাজিয়ে রাখেন দেখতে বেশ ভালোই লাগবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে ক্লে দিয়ে আয়না সাজিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 months ago 

ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96328.68
ETH 2809.86
SBD 0.67