শহর ও গ্রাম

mountains-615428_1920.jpg

Source

শহর ও গ্রাম জায়গা দু টো যেমন ভিন্ন ঠিক তেমনি এ দু জায়গায় জীবন যাপন ও পরিবেশের ব্যাপক ভিন্নতা রয়েছে। আমরা ছোটবেলায় সবাই কম বেশি গ্রামেই বড় হয়েছি, কিন্তু দিন শেষে জীবিকার উদ্দেশে এখন প্রায় সবাই শহরমূখী হয়েছি। কিন্তু এখনও অনেক মানুষ রয়েছে যারা শহরের জীবন থেকে সরে যেতে চায় সেই চিরো চেনা গ্রামীন পরিবেশে কিন্তু অনেকেই যেতে পারে না কারন জীবিকা নির্বাহের জন্য আমরা যে সব কাজ করি তা পুরোটাই শহরমূখী।

বর্তমানে যারা আমরা শহরে বসবাস করছি তাদের জীবন অনেকে যান্ত্রিক হয়ে গেছে। জীবনটা এমনভাবে হয়ে গেছে প্রতিদিন একটি রুটিন মাফিক চলতে হয়। প্রতিদিন সকালবেলা উঠে অফিসের জন্য রেডি হও, এছাড়াও ঢাকা শহরের যানবাহনের চাপ সব। মিলিয়ে একটু গাদাগাদি করে অফিসে যাওয়া পরবর্তীতে অফিসে কাজ করে আবার গাদাগাদি করে বাসে উঠে বাসায় ফেরা। এটাই হচ্ছে বর্তমানে শহরের জীবন। আর যারা শহরে বসবাস করে তাদের এমন পরিস্থিতির হয়ে যে, পরিবার নিয়ে যে একদিন বের হবে সেই শক্তিটা তাদের হয় না। হয়তো মাসে কোন একদিন বিকেলে পরিবারসহ শহরের বিভিন্ন স্থানে ঘুরতে যাওয়া এটাই হচ্ছে শহরে যারা বসবাস করে তাদের জীবনেরর রুটিন। কিন্তু অপর প্রান্তে যারা গ্রামে বসবাস করে তাদের জন্য জীবনটা কিন্তু ভিন্ন রকম।

বিষয়টা আবার এমন না যে গ্রামে এখনো আধুনিকতার ছোঁয়া যায়নি সেটা অনেক আগেই চলে গেছে কিন্তু গ্রামীণ যে পরিবেশটা রয়েছে শত কোটি টাকা দিলেও শহরের মতো পরিবেশে তৈরি করা সম্ভব নয়। শহরে যেখানে চারিদিকে দূষণ এবং যানবাহনের কোলাহল অপরদিকে গ্রামে সুখ শান্তি এবং শান্ত পরিবেশ। যেখানে আপনি বুক ভরে নিশ্বাস গ্রহণ করতে পারবেন।

আমারও অনেক ইচ্ছা হয় সবকিছু ছেড়েছুড়ে আবার সেই চেনা চির গ্রামে ফিরে যেতে। গ্রামের সেসব পরিবেশগুলো আবারো উপভোগ করতে। কিন্তু জানি না সেটা কখনো হয়ে উঠবে কিনা। তাদের যদি কখনো সামর্থ হয় তাহলে সেটাই করব। আজকের মত এখানে বিদায় নিচ্ছি। তবে যাওয়ার আগে একটি প্রশ্ন রেখে যেতে চাই, আপনাদের কাছে কোনটা বেশি সুবিধা কর মনে হয়? গ্রামের জীবন নাকি শহরের জীবন? সেটা অবশ্যই মন্তব্যে লিখতে পারেন, ধন্যবাদ।।

ABB.gif

Sort:  
 3 months ago 

সবচেয়ে সুখের ঠিকানা হচ্ছে গ্রাম। এক বেলা খেয়ে না খেয়ে থাকলেও জানে শান্তি থাকে। আমি বেশ কিছুদিন শহরে থেকে গ্রাম এবং শহরের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পেরেছি। তাই এটা সিদ্ধান্ত করেছি কখনো শহরে বসবাসের চিন্তা করব না।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.24
JST 0.030
BTC 82238.60
ETH 1635.86
USDT 1.00
SBD 0.71