বৃত্তের মাঝে প্রকৃতি❤️
হ্যালো,
আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও সৃষ্টিকর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।
আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো বৃত্তের মাঝে প্রকৃতিক সৌন্দর্যের আর্ট।
আমার কাছে এই আর্ট গুলো খুব ভালো লাগে করতে।যেহেতু বেশ কিছু দিন থেকে আমরা ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন তাই অনেক অলস সময় পার করতে হয়েছে আমাকে আর এই অলস সময় গুলোতে বসে বসে আর্ট করেছি।বৃত্তের মাঝে প্রকৃতির দৃশ্য আর্ট ভীষন সুন্দর লাগছে আমার কাছে।বৃত্তের মাঝে ঝারনা,ঝারনার বহমান জল।মনোমুগ্ধকর পাহাড়, নীল আকাশ সবমিলিয়ে অপূর্ব।
তো চলুন দেখা যাক কেমন আর্টটি।
প্রথম ধাপ
প্রথমে বৃত্ত এঁকেছি ও মাঝ বরাবর দাগ কেটে নিয়েছি তবে সমান ভাবে নয় নিচে কম ও উপরে বেশি জায়গা রেখে দাগ কেটে নিয়েছি।
দ্বিতীয় ধাপ
এখন বৃত্তের মাঝে ঝরনা এঁকেছি।
তৃতীয় ধাপ
এখন মেঘ এঁকেছিও ঝরনার জল ধারা এঁকেছি।
চতুর্থ ধাপ
এখন ঝর্ণার নিচের জলধারা এঁকেছি।
পঞ্চম ধাপ
মেঘ কালার করে নিয়েছি নীল কালারের রং পেন্সিল দিয়ে।
ষষ্ঠ ধাপ
একে একে মেঘ,ঝর্ণার জলধারা রং করেছি ও জলাশয় রং করে নিয়েছি।
সপ্তম ধাপ
এখন ঝর্ণার জলাশয়ের নিচে সবুজ পাহাড় এঁকেছি।
অষ্টম ধাপ
এখন জলাশয়ের দু'ধারের ডাঙ্গা হলুদ ও সবুজ কালার করেছি।
নবম ধাপ
সম্পূর্ণ বৃত্তের মাঝে প্রাকৃতিক দৃশ্যের অংকনও কালার করা হয়ে গেছে।
ফাইনাল লুক
এই ছিলো আজকের অংকন পদ্ধতি। আমার তো খুব ভালো লেগেছে এই অংকনটি আঁকতে।আশা করছি আপনাদের ও ভালো লাগবে।আজকের মতো এখানেই শেষ করছি।আবারও দেখা হবে অন্যকোন পোস্টের মাধ্যমে।সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন।
টাটা
পোস্ট | বিবরণ |
---|---|
পোস্ট তৈরি | @shapladatta |
শ্রেণী | অংকন |
ডিভাইস | OppoA95 |
লোকেশন | বাংলাদেশ |
আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।
চমৎকার আর্ট করলেন আপু আপনি বৃত্তের ভিতরে প্রাকৃতিক দৃশ্য। আমারও বেশ ভালো লাগে বৃত্তের ভিতর সুন্দর প্রকৃতি অঙ্কন করতে। বিশেষ করে অঙ্কন করে যখন কালারিং করা যায় আরো অনেক ভালো লাগে। আপনি খুব সুন্দর করে আকাশ, পাহাড়, ঝর্ণা, জলরাশ্মি সবকিছু খুব সুন্দর ভাবে আর্ট করে কালার করতে পেরেছেন। অলস সময়কে খুব সুন্দরভাবে কাজে লাগিয়েছেন আপনি ভালো লাগলো দেখে।
একদম ঠিক বলেছেন আপু অলস সময় খুব ভালো কেটেছে আমার।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
খুব সুন্দরভাবে আপনি বৃত্ত একে তার মধ্যে প্রাকৃতিক পরিবেশের চিত্র ধারণ করার চেষ্টা করেছে। বিভিন্ন কালার রং ব্যবহার করেছেন তাই অনেকটা সুন্দর হয়েছে আপু। খুবই ভালো লেগেছে আপনার এই সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশের চিত্র অঙ্কন করতে দেখে।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
আপু আপনার বৃত্তের মাঝে প্রকৃতির দৃশ্যের চিত্রটা জাষ্ট অসাধন হয়েছে। এমন দৃশ্য বাস্তবে দেখতে পারবো কিনা জানি না। তবে থাকতে পারে। জন-জঙ্গল বেয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হতে দেখা যায়। যেটা সবাইকে মুগ্ধ করে। ধন্যবাদ।
আপনি বৃত্তের ভিতরে প্রাকৃতিক দৃশ্যের খুব চমৎকার একটি আর্ট করলেন দেখে খুবই ভালো লাগলো। কালারটাও অনেক দারুণ হয়েছে। আপনি আর্ট এর প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন আমাদের মাঝে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।