বাসায় তৈরি আমার পছন্দের চকলেট পিনাট কেক !! @shy-fox 10% beneficiary
বাসায় তৈরি আমার পছন্দের চকলেট পিনাট কেক। চকলেট কেক আমার অনেক পছন্দের তাই আমি প্রায় বাসায় ভিবিন্ন ভাবে এই চকলেট কেক তৈরি করে থাকি। আজকে আমি আরেকটু ভিন্ন ভাবে চকলেট কেকের মধ্যে পিনাট বাটার ব্যবহার করে চকলেট পিনাট কেক তৈরি করেছি। এটি খেতেও অনেক মজাদার ও টেস্টি। বাহিরের খাবার খেতে আমার তেমন পছন্দ না তাই আমি চেষ্টা করি সবকিছুই নিজে থেকে বাসায় স্বাস্থ্যকর পরিবেশে তৈরি করতে। আর নিজে নতুন কিছু তৈরি করার মধ্যে আনন্দ খুঁজে পাই। আমার পরিবারের সকলেই এই চকলেট কেক পছন্দ করে। আজকে আমি আমার এই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো কি ভাবে আমি এই চকলেট পিনাট কেক তৈরি করেছি। আমি চেষ্টা করেছি প্রতিটি ধাপে ধাপে চকলেট পিনাট কেক তৈরির পদ্দতি শেয়ার করার জন্য। আমি প্রতিটি ছবিতে সুন্দর ভাবে লিখে দিয়েছি ও ধাপে ধাপে ছবিগুলো শেয়ার করেছি। আশাকরি আপনাদের বুঝতে সুবিধা হবে ও আমার আজকের বাসায় তৈরি চকলেট পিনাট কেক ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক ...........

























তৈরি হয়ে গেলো আমার পছন্দের চকলেট পিনাট কেক। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে ও আমার এই পোস্ট দেখে আপনারাও আপনাদের বাসায় এভাবে তৈরি করতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ।
অনেক সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন আপু।খুব সুস্বাদু হয়েছে মনে হচ্ছে।ছবি গুলোর মধ্যে এভবে না লিখে পোস্ট হিসেবে লিখলে ভালো হবে মনে হচ্ছে।এটা আমার ব্যাক্তিগত মতামত।
শুভ কামনা রইলো আপনার জন্য।
অনেক ধন্যবাদ আয়নার মতামতের জন্য। আমার কাছে এভাবেই ভালো মনে হয়।
বাহ আপু একদম এ টু জেড বানানো টা দেখিয়ে দিলেন।দারুন বানিয়েছেন মনে হয়।তা সব একাই সাবাড় করে ফেলেছেন মনে হয়।হি হি হি
ভাইয়া আপনাকে অনেক দিন পর এখানে দেখে অনেক ভালো লাগলো। আমি একা কি আর এতো গুলা সাবাড় করতে পারবো?পরিবারের সবাই মিলেই করছে হা হা। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
অসাধারণ আপু। বাসায় খুব ভালো পিনাট কেক তৈরি করেছেন। আপনি দেখি এই ধরনের রেসিপি তে খুবই পটু। বরাবর এগুলো বাড়িতে করতে কেউ সাহস পায়না। কিন্তু আপনি তা খুব সহজেই করেন। আপনার জন্য শুভকামনা।।
অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।
কেক দেখতে তো জিভে পানি চলে আসছে আপু। আপনি এত সুন্দর কেক বানাতে পারেন আগে জানতাম না তো। আপনার জন্যে শুভকামনা রইলো।
অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।
খুব সুন্দর হয়েছে আপু।চকলেট কেক আমার খুব ভালো লাগে।সুন্দর বানিয়েছেন আপনি ধাপে ধাপে।ধন্যবাদ আপনাকে।
অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আপনি ছবিগুলো দিয়ে পুরো প্রণালীটা ফুটে উঠিয়েছেন আর এই ছবি দেখে যে কেউ এটা বানাতে পারবে। তবে আমি চেষ্টা করব আপু।
অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।
অনেক সুন্দর হইছে।আমিও বানানোর চেষ্টা করব। আপু আমাকে খাওয়াবেন না?
চলে আসেন আমাদের বাড়িতে। যত ইচ্ছা খেয়ে যান। অনেক ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।