শৈশব স্মৃতিচারণ !! @shy-fox 10% beneficiary
আজ - ২৭ই, কার্তিক |১৪২৯ , বঙ্গাব্দ | হেমন্তকাল |
নমস্কার - আদাব । মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
বয়স আর কত হবে ২০ কুড়ি আর এর মাঝেই জীবনের অর্ধেকটা সময় চলে গিয়েছে ঠিক এমনটাই মনে হয় ৷ আর এখন মনে হয় আসলেই জীবনটা অনেক ছোট ৷ আর ভাবছি জীবন ফুরলো না কি ৷ মাঝে মধ্যে ভাবি সেই ছোট্টবেলার জীবনটাই অনেক ভালো ছিল৷ কিন্তু সেই সময়টাতে আমরা ভেবেছিলাম কবে একদিন বড় হবো৷ বড় হয়ে ঘুরবো জানবো দেখবো ৷ কিন্তু একটাসময় ঠিকই আজ বড় হয়ে গিয়ে মনে হচ্ছে যে আসলেই এগুলো জীবন খুব একটা বড় বিষয় বা দরকারী জিনিস নয় তুচ্ছ৷ যেটা আসলে সেই সময়টাতে ভেবেছিলাম বর্তমান সময়ে তা আসলে অনেকটাই বিপরীত৷ আর এখন সেই দিনের কথাগুলোই অনেক মনে পড়ে ৷ যে আসলে হয়তো বা জীবন সেটাই ছিল ৷
ঠিক গত কালকের ঘটনা আসলে এখন তো বাংলাদেশেও অনেকটাই নতুন নিয়ম তৈরি হয়েছে ৷ বলতে গেলে এখন সাপ্তাহিক ছুটি দুই দিন তাই অনেকটাই স্বাচ্ছন্দে সময় কেটে যায় ৷ বিশেষ করে ছোট বাচ্চাদের দুদিন স্কুল বন্ধ থাকায় অনেক সুন্দর সময় পার করে ৷ তো গতকাল বিকেল বেলা গ্রামের রাস্তার ধারে বেশ অনেকগুলি ছোট্ট ছেলে মেয়েগুলো খেলা করছিল ৷ আর গ্রামে আসলে পাড়ার সকল ছেলে-মেয়ে একসাথে হয়ে যে খেলা করতে কি আনন্দ৷ বলতে এটা আসলে মজার অনুভূতি কাউকে বলে বোঝানো সম্ভব নয়৷ যারাই এই গ্রামের শৈশব জীবনটা কেটেছিল তারাই একমাত্র এই অনুভূতিগুলো অনুভব করতে পারবে৷
প্রথমে আপনাদেপ কাছ থেকে কিছু কথা বলে নেই ৷ যে আসলে গ্রামের এই শৈশব জীবনটাতে কাটানো অনেক অনেক মধুর বলতে গেলে এই মধুর সময় গুলো কাটানোর মাধ্যম ছিল খেলাধুলা ৷ আর এই খেলাধুলার মধ্যে বিভিন্ন ধরনের খেলা ছিল ৷ বিশেষ করে গ্রামের সবচেয়ে বেশি যে খেলা গুলো এখনও জনপ্রিয়তা লাভ করেছে ৷ যেমন: বউচি, গল্লার ছুট ,মালা লুকনো, রুমাল চোর, কানামাছি, দারিয়াবান্দা, মারবেল বা গুলতি, ও কুতকুত ৷ আরো অনেক নাম না জানা খেলা ৷
তো আমি বিকেল বেলা বাইরে বের হয়ে একটু প্রকৃতির সান্নিধ্য পেতে চাচ্ছিলাম৷ ঠিক এমন পর্যায় চোখে পড়ল ছোট্ট ছোট্ট বাচ্চারা সবাই মিলে কি আনন্দে খেলা করছিল ৷ দেখে বেশ ভালই লাগলো বেশ কিছুক্ষণ তাদের খেলা উপভোগ করলাম। আর তাদের এই মধুর সময় আর আনন্দের সাথে কাটানো মুহূর্তগুলো দেখে৷ আমার ফেলে আসা সেই পুরনো স্মৃতিচারণ শৈশবের দিনগুলো খুবই খুবই মনে পড়ছে ৷ আসলে জীবন কি এটাই৷ বেশ অনেকক্ষণ দাঁড়িয়েই দেখছিলাম তাদের খেলা গুলো৷
আসলেই জীবন আসলে থেমে নেই জীবন চলছে অনবরত ৷ আর এভাবেই চলতে চলতে একদিন জীবনের শেষ নিশ্বাস চলে আসবে৷ জীবনের সমাপ্তি ঘটে যাবে হয়তো এটাই জীবনের নিয়ম এটাই হয়তো বা নিয়তি৷ তবে হয়তো এই সময়টাতে না আসতে পারলে এই জীবন এই জীবনটা অনুভব হতো না৷ আর এজন্যই হয়তো বলে যে সময়ের মূল্য না বুঝলে ৷ আসলে সময় গেলে আর সেই সময়টাতে ফিরে পাওয়া সম্ভব না ৷ তাই বর্তমান যে সময়টা আছে যেভাবে আছে ঠিক সেভাবেই অনুভব করুন ৷ সেভাবেই ভালবাসতে শিখুন তাহলে জীবন সুন্দর ৷ আর এ জীবনে সুন্দর মুহূর্ত একটা পর্যায়ে এসে আর সুন্দর মনে হবে না৷ তখন মনে হবে বিষাক্ত এক মরুভূমির মতো উৎকেন্দ্র৷ আর জ্বালাময়ী বিভীষিকা চারদিকে লেনাদেনা করছে৷
তো প্রিয় বন্ধুরা এই ছিল আমার ছোট্টবেলার এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো ৷ যা দেখে আসলে খুব ইচ্ছে করছিল যে এগুলো নিয়েই আপনাদের মাঝে একটি ছোট্ট ব্লগ শেয়ার করবো৷ আর তাই তো দেরি না করেই লিখেই ফেললাম৷ শৈশবের স্মৃতিচারণের কিছু মুহূর্তগুলো ৷ জানিনা আপনাদের কতটা ভাল লেগেছে ৷
আশা করি সবার ভালো লেগেছে এমনটাই আশা প্রত্যাশা রেখে ৷ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি৷ আবারও নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হবো ৷ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার বাংলা ব্লগের সাথেই থাকুন৷
ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন!!
ইতি
@gopray
বাচ্চাগুলোর খেলাধুলার ছবি দেখে আমার নিজেরও ছোটবেলার কথা মনে পড়ে গেল। কত হাসি আনন্দে মাটির সাথে মিশে ধুলোবালের সাথে মিশে খেলা করতাম। তখন ভাবতাম কবে যে বড় হব, আর এখন খাচ্ছি যদি ছোটই থেকে যেতাম জীবনটাকে আরেকটু ভালোভাবে উপভোগ করতে পারতাম।
আপনার কথা আমার কথা এক ৷ আসলে জীবনটা ছোট ই ভালো ছিল ৷ তবে বানান ঠিক করবেন ৷
ধন্যবাদ
সত্যি ভাইয়া সময় কত দ্রুত চলে যাচ্ছে। আমরা সময়ের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছি। সেই সাথে হারিয়ে যাচ্ছে আমাদের অতীতের শৈশব স্মৃতিগুলো। ভাইয়া আপনার লেখাগুলো পড়ে ভালো লাগলো। সেই সাথে ফটোগ্রাফি গুলো দেখে শৈশবের স্মৃতি মনে পড়ে গেল। সত্যি ভাইয়া আপনার যেমন শৈশবের স্মৃতি মনে পড়েছে তেমনি ফটোগ্রাফি গুলো দেখে আমারও নিজের শৈশব মনে পড়ে গেল।
প্রিয় আপু খুব চমৎকার সুন্দর মন্তব্য করার জন্য ৷
আসলে ব্যাপার হচ্ছে ছোটবেলা ভালো না,ভালো হচ্ছে পিছনে ফেলে আসা দিনগুলো।এখন থেকে 10 বছর পর আজকের দিনের কথা মনে পড়লে এই দিনগুলা সেরা মনে হবে আপনার কাছে আর এটাই স্বাভাবিক।আর জীবন আসলেই থেমে নাই আর কখনো থামবেও না।যাইহোক ভালো ছিল পোস্ট টা,লেখা গুলো পড়ে অনেকটা নস্টালজিয়া হয়ে গেলাম।
জি ভাই জীবন থেমে নেই চলছে অবিরাম ৷ধন্যবাদ ভাই