তৃতীয় বারের মত চ্যাম্পিয়ান ট্রফির স্বাদ নিলো ভারত।।
বাংলা ভাষার কমিউনিটি
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সামনে একটি খেলাধুলা বিষয়ক ব্লগ নিয়ে হাজির হয়েছি। গতকাল ২০২৫ চ্যাম্পিয়ন ট্রফির পর্দা নামলো। তৃতীয় বারের মত চ্যাম্পিয়ন ট্রফির স্বাদ নিলো ভারত।
২০১৭ সালে লাস্ট চ্যাম্পিয়ন ট্রফির আসর জমেছিল ইউরোপের ইংল্যান্ডে। ২০১৭ সালে প্রথম বারের মত চ্যাম্পিয়ন ট্রফির স্বাদ গ্রহন করেছিল পাকিস্তান। দুই বছর পর পর চ্যাম্পিয়ন ট্রফি আয়োজনের কথা থাকলেও ২০১৩ সালের পর ২০১৭ সালে পাঁচ বছর পরে অনুষ্ঠিত হয়েছিল চ্যাম্পিয়ন ট্রফির আসর। তারপর সাত বছর পরে এই বছর ফেব্রুয়ারিতে পাকিস্তানে বসে চ্যাম্পিয়ান ট্রফির জমজমাট আসর। তবে ফাইনাল সহ বেশ কিছু ম্যাচ দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছিল।
গতকাল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ড দল টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলো। তাদের ওপেনিং জুটিতে ব্যাটিং করেছে উইল ইয়াং ও রচিন রবীন্দ্র। দুইজনে মোটামুটি ভালোই শুরু করেছিল। তবে বেশি দুর এগিয়ে যেতে পারে নাই। তাদের প্রথম উইকেটের পতন হয় ৫৭ রানে। উইল ইয়াং ২৩ বলে ১৫ রান তুলে আউট হয়ে যায়। রবীন্দ্রও বেশি দুর যেতে পারে নাই, ২৯ বলে ৩৭ রান সংগ্রহ করে কুলদীপ যাদবের শিকার হয়।
উইলিয়ামসন আফ্রিকার সাথে খুবই ভালো করেছিল। তবে ভারতের সাথে ১৪ বলে ১১ রান করে কট লেগে ফিরে যায়। নিউজিল্যান্ডের ৭৫ রানে ৩ উইকেটের পতন হলে রানের গতি কমে যায়। টম ল্যাথামের ব্যাটও জ্বলে উঠতে পারে নি। সে ৩০ বলে ১৪ রান করে। তবে ছোট একটি জুটি গড়ে তুলেছিল ডারিল মিচেল ও ফিরিপস। মিচেল ১০১ বোল মোকাবেলা করে ৬৩ রান তুলে। যার মধ্যে মাত্র তিনটি চারের বাউন্ডারি ছিল। ফিলিপস ৫২ বলে ৩৪ রান করলেও কিছুটা সফল হয়েছে মাইকেল ব্রেসওয়েল। সে ৪০ বলে ৫৩ রান করে। যার মধ্যে ৩ টি চার ও ২টি ছয় ছিল। সব মিলিয়ে ৫০ ওভার মোকাবেলা করে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান তুলতে সক্ষম হয় ওশেনিয়া মহাদেশীয় দেশ নিউজিল্যান্ড।
দ্বিতীয় পর্বে ২৫২ রানের টার্গেট নিয়ে মাঠের নামে এশিযার দেশ ভারতের ক্যাপটেন রোহিত শর্মা ও সুবমান গিল। তারা দারুন ভাবে ইনিংসটা শুরু করেছিল। রোহিত শর্মা দারুণ ব্যাটিং করেছে। তাদের প্রথম উইকেটের পতন হয়েছিল ১০৫ রানে। সুবমান গিল ৫০ বলে ৩১ রান করে। তবে রোহিত শর্মা ৮৩ বলে ৭৬ রান করে। যার মধ্যে ৭টি চার ও ৩ টি ছয়ের বাউন্ডারি ছিল। কিন্তু বিরাট কোহেলি সম্পুর্ণ ব্যর্থ হয়। সে ২ বলে ১ রান করে এলবিডব্লিউর শিকার হয়।
তারপর শ্রেয়াস লাইয়ার ও অক্ষর প্যাটেল দলের হাল ধরে। শ্রেয়াস লাইয়ার দুটি চার ও দুটি ছয় মেরে ৬২ বলে ৪৮ রান করে। প্যাটেল করে ৪০ বলে ২৯ রান। হার্দিক পান্ডে ১৮ বলে ১৮ রান করে। তবে টিকে যায় কে এল রাহুল ও জাদেজা। দুইজন জয় নিয়ে মাঠ ছাড়ে। রাহুল ৩৩ বোলে ৩৪ রান ও জাদেজা ৬ বলে ৯ রান করে অপরাজিত থাকে। ফলাফল চার উইকেটে জয় পায় ভারত।
ভারতের কুলদীপ ও বরুনের বোলিং ভালো হয়েছে। দুই জনে দুটি করে উইকেট পায়। নিউজিল্যান্ডের পক্ষে মিচেল ও ব্রেসলেস দুটি করে উইকেট পায়। নিউজিল্যান্ড দলের আরেকটু একটিভ হওয়ার দরকার ছিল। যায়হোক রোহিত বাহিনীকে অভিনন্দন।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
@joniprins, [12/30/2024 3:52 PM]
Click Here For Join Heroism Discord Server
ধন্যবাদ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server
টিম ভারতের জন্য শুভকামনা রইল। আসলে তারা সেই শুরু থেকেই বেশ ভালো খেলছিলেন। বিশেষ করে ভারতের রোহিত শর্মার খেলা আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। আশা করছি তারা ভবিষ্যতে আরো অনেক বড় বড় কাপ অর্জন করতে পারবে।
রোহিত শর্মার ব্যাটিং আমার কাছেও অনেক ভালো লাগে।