গ্রামের প্রকৃতির সঙ্গে কাটানো একটি দিন

in CCS2 years ago


HELLO

I am Sadikul from #Bangladesh



IMG_20230719_220706.jpg

হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমার পোস্ট নিয়ে অনেক দিন পর শহর থেকে নিজ গ্রামে এসেছি প্রকৃতির সঙ্গে একটি দিন কাটিয়েছি। আমি গ্রামে ফিরে আসার পর এই মাটির রাস্তা দেখে আমার কত স্মৃতি মনে পড়ে যাচ্ছে। আমি যখন ছোট ছিলাম তখন এই মাটির রাস্তা দিয়ে অনেকবার চলাফেরা করেছি। এই মাটি রাস্তা দিয়ে দুইপাশ দিয়ে রয়েছে তালগাছ। কত সুন্দর মুগ্ধ পরিবেশে গ্রামের মানুষ বসবাস করে। নিরিবিলি জায়গা গ্রামের পরিবেশ সেখানে অনেক সুন্দর ভাবে জীবন যাপন করতেছে। গ্রামের মানুষ অনেক সুন্দর ভাবে জমিতে ফসল ফলায় এবং শাকসবজি চাষ করে। অনেক সুন্দর ভাবে সেই খাবার খেয়ে থাকে। এজন্য গ্রামের মানুষ সব সময় সুস্থ থাকে যেরকম ছোটবেলায় দেখেছি গ্রামের মানুষকে তার থেকে আরো উন্নত হচ্ছে দিন দিন।

IMG_20230719_220637.jpg

এছাড়াও আমার একটি প্রিয় খেলা রয়েছে। যা আমি গ্রামে আসলে যদিও না খেলতে পারি কোনো কারনে । তবে এই খেলা আমি দেখে উপভোগ করি। ফুটবল খেলা কয়েক মাস আগে। আমার গ্রামে খেলার আয়োজন করা হয়েছিল। সেই সময় আমি নিজের গ্রামে ছিলাম। আমি এই ফুটবল খেলায় অংশগ্রহণ করেছিলাম। নিজের গ্রামের হয়ে অনেক সুন্দর ভাবে আমি এই খেলাটি খেলেছিলাম। এবং আমরা সেদিন ম্যাচটি জিতে ছিলাম। যখখনই কোন খেলাধুলা কিংবা কোনো কাজ মনোযোগ দিবেন। এবং অনেক পরিশ্রম করতে হয়। এবং নিজের ভেতর সাহস রাখতে হয়৷ তাহলে সেই কাজে আপনি অবশ্যই সফল হবেন। ঠিক তেমনি আমি নিজের ওপর খুবই বিশ্বাস রেখে খুব ভালোভাবে খেলাধুলা করেছি। এবং অনেক আনন্দ পেয়েছি ম্যাচটি জেতার পর।

IMG_20230719_220730.jpg

যখন গ্রামে থাকি সন্ধ্যার সময় আকাশের ফটোগ্রাফি করতে আমি আরো বেশি আনন্দ উপভোগ করি। আমি নীল আকাশের নিচে থাকি সেই প্রকৃতি ঘীরে রয়েছি। আপনি যে স্থানে থাকেন না কেন। যদি আপনি আকাশকে ভালোবাসেন অবশ্যই যেকোনো স্থান থেকেই ছবি উঠালে সুন্দর দেখাবে। বিশেষ করে সন্ধ্যার সূর্য ডোবার আগে ছবি উঠালে অনেক সুন্দর দেখায়। আমার এই পোষ্টের ভিতর কোন ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.24
JST 0.033
BTC 89027.86
ETH 2190.14
SBD 0.79