সুস্থ হয়েও যেনো সুস্থ হতে পারছি না।🥺😢😢

in CCS2 years ago

সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার আরেকটা নতুন পোষ্ট নিয়ে৷ আজকে আমি আমার অসুস্থতা নিয়ে আবারও কিছু কথা শেয়ার করব৷ চলুন শুরু করি-

syringe-1884784_1280.jpg

ছবির উৎস

আপনারা যারা আমার গত দিনের পোষ্ট পড়েছিলেন, তারা হয়ত জানেন আমি একটু অসুস্থতার মধ্যে আছি৷ তবে ডাক্তারের পরামর্শ মতো ঔষুধ খাচ্ছি এবং নিয়ম মেনে চলার চেষ্টটা করতেছি, তবুও যেনো শরীরটা সুস্থ হচ্ছে না। আজ প্রায় ৬ টা দিন হয়ে গেল, আমি অসুস্থ। ভালো ভাবে খেতে পারছি না, কোনো কাজ করতে পারতেছি না। এমন কি আমার পোষ্টগুলোও ভালো ভাবে করতে পারতে ছিলান। যেটা আপনারা আমার পোষ্ট দেখে বুঝতে পেরেছেন। আল্লাহ তায়ালা কোন পরিক্ষা নিচ্ছেন আমি জানি না। তবে হয়ত তিনি শিঘ্রই আমাকে সেফা দান করবেন।

বর্তমানে আমার জ্বরটা অনেকটাই কম। শুধু কাশি এবং শরীর দূর্বল আছে। আশা করি কয়েক দিনের মধ্যে এগুলোও সেরে যাবে। আসলে বর্তামন সময়ে ঋতু পরিবর্তনের জন্য বেশির ভাগ মানুষেরই শরীরে জ্বর, ঠান্ডা, মাথা ব্যাথা দেখা দিয়েছে। কিছু কিছু মানুষের আবারও এটা ব্যতিক্রম হয়ে ডেঙ্গু বা টায়ফয়েড এও চলে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এজন্য আমাদের সবারই নিজের প্রতি সচেতন হতে হবে৷ সুস্থ থাকবেন হবে৷ যাতে কোনো ধরনের রোগ শরীরে বাসা বাধতে না পারে।

সবাই আমার জন্য দোয়া করবেন। যাতে আমি তারাতারি পুরো পূরি সুস্থ হয়ে যায়৷ আবারও আপনাদের মাঝে আমার রেসিপি পোষ্ট গুলো শেয়ার করতে পারি৷ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার পরের কোনো পোষ্ট নিয়ে।

সবাইকে অনেক ধন্যবাদ আমার আজকের পোষ্টটা পড়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.25
JST 0.031
BTC 84900.19
ETH 1582.40
USDT 1.00
SBD 0.78