ভার্সিটিতে ব্যস্ততম একটি দিন || লাইফস্টাইল পোস্ট ||

in আমার বাংলা ব্লগ3 months ago

আসসালামু আলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আমি আজকে আরো একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ আমি আপনাদের মাঝে আমার ইউনিভার্সিটি'র একটি ব্যস্ততম দিন আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভাল লাগবে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক।


IMG20241208170532.jpg

আজকে ইউনিভার্সিটিতে আমার মোট তিনটি ক্লাস ছিল। আমার প্রথম ক্লাসটি ছিল সকাল ১১ টা ১১ মিনিট থেকে। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রায় সকাল ১০ঃ৩০ মিনিটে ইউনিভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেই। আবার ইউনিভার্সিটি থেকে ইউনিভার্সিটি কাছেই। তাই দশ মিনিটের মধ্যেই আমি ইউনিভার্সিটি তে পৌঁছে যাই। সেখানে গিয়ে সকালের নাস্তা করি ও আমার বন্ধুদের সাথে দেখা করে একসাথে ক্লাসে যাই। আমাদের প্রথম ক্লাসটি ছিল ফিজিক্স। আমাদের আজকে তিনটি ক্লাস ছিল এবং তিনটি ক্লাসেই ক্লাস টেস্ট ছিল। প্রথম ক্লাসে পৌঁছে যাই এবং নিজেদের আসন গ্রহণ করি। কিছুক্ষণের মধ্যেই ম্যাম আসে ও আমাদের সবাইকে প্রথমে খাতা দেয় এবং এর কিছুক্ষণ পরে প্রশ্ন দেয়। আমাদের সকলের ফিজিক্স প্রিপারেশন খুব একটা ভালো ছিল না তবুও ফিজিক্স পরীক্ষাটি আমাদের সকলের মোটামুটি ভালোই হয়। ক্লাস টেস্ট নেওয়ার পরে ম্যাম আমাদের কিছু টপিক পড়ায় ও দুপুর ১২ টা ৩০ মিনিটে ক্লাসটি শেষ হয়।

আমার দ্বিতীয় ক্লাসটি ছিল দুপুরে ১'৫০ মিনিটে অর্থাৎ মাঝখানে এক ঘন্টা বিশ মিনিটের একটি ব্রেক ছিল। আমরা প্রথমেই ভার্সিটির ক্যাটিনে যাই। সেখানে গিয়ে আমরা সবাই মিলে ভার্সিটির ক্যান্টিন এর খিচুড়ি খাই। খিচুড়ি খাওয়ার পর আমিও আমার বন্ধুরা মিলে ভার্সিটির স্টাডি রুমে যাই। কারণ আমাদের পরের দুটি ক্লাসেও ক্লাস টেস্ট ছিল। আমরা ক্লাস টেস্টের টপিক গুলো সবাই মিলে আলোচনা করছিলাম ও যার যেখানে সমস্যা সেগুলো সলভ করছিলাম। আমাদের পরবর্তী ক্লাস ছিল দুপুরে ১'৫০ মিনিটে। ক্লাস শুরু হওয়ার পাঁচ মিনিট আগে আমরা ক্লাসে যাই ও নিজেদের আসন গ্রহণ করি। কিছুক্ষণ পর ম্যাম আমাদের প্রশ্ন দেয় প্রশ্নের মাঝেই উত্তর দেওয়ার জায়গা রয়েছে। আমাদের দ্বিতীয় ক্লাসটি ছিল ভেক্টর। ম্যাম টোটাল তিনটি কোশ্চেন দিয়েছিল তাদের মধ্যে দুইটি বেশ ভালোভাবেই এনসার করেছি।কিন্তু একটি প্রশ্ন আমার কাছে কঠিন ছিল তারপরও আনসার করার চেষ্টা করেছি এখন বাকিটা আল্লাহ ভরসা। ক্লাস টেস্টের পরে ম্যাম আমাদের কিছু টপিক পড়ায় ও বিকেল ৩:১০ এ আমাদের ক্লাসটি শেষ হয়।


IMG_20241208_231725.jpg

আমার পরবর্তী ক্লাস ছিল বিকেল তিনটা ১০ থেকেই। তাই ক্লাস শেষ করে আমরা তাড়াতাড়ি পরবর্তী ক্লাসের দিকে চলে যাই। আমাদের পরবর্তী ক্লাসটি ছিল ইলেকট্রিক সার্কিট। এই ক্লাসেও আমাদের ক্লাস টেস্ট ছিল। ম্যাম এসে আমাদের প্রশ্ন দেয়, এখানেও প্রশ্নের মধ্যেই উত্তর করতে হবে। ইলেকট্রিক সার্কিট এর উপর আমাদের দুইটি সার্কিট সলভ করতে দেয়। মোটামুটি বিডি সার্কিট সলভ করে দিয়েছি আশা করি ঠিক হবে। পরীক্ষা শেষ হওয়ার পরে ম্যাম আমাদের কিছু গুরুত্বপূর্ণ টপিক পড়ায় এবং সেই টপিকের উপরে কিছু সার্কিট সলভ করায়। এরপর বিকেল ৪'৩০ মিনিটে আমাদের ক্লাসটি শেষ হয়।

ক্লাস শেষে আমরা সবাই মিলে ভার্সিটির মাঠে যাই। আমরা ভার্সিটির মাঠে গিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি। ভার্সিটির মাঠে ভার্সিটি শিক্ষার্থীরা খেলাধুলা করছিল। ভার্সিটির মাঠে টোটাল চারটি ব্যাডমিন্টনের কোড কেটে দেয়া হয়েছে সেখানে শিক্ষার্থীরা ব্যাডমিন্টন খেলছিল। অপরদিকে কিছু শিক্ষার্থীরা মাঠে ফুটবল খেলছিল। অন্যদিকে ভার্সিটিতে গেম বল ক্রিকেট টুর্নামেন্ট চলছিল সেটির ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছিল। সেখানে বাংলাদেশের বিশিষ্ট ক্রীড়াবিদ অনফিল্ডের সামী এসেছিলো। এগুলো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমরা সবাই ভার্সিটি থেকে বের হয়ে বাসার দিকে ফিরে আসি। আজকের দিনটি আসলেই অনেক ব্যস্ততার মধ্যে কেটেছে। আশা করি আবার ফটোগ্রাফিটি আপনাদের ভালো লেগেছে।


IMG20241208170323.jpg

IMG20241208165949.jpg

IMG20241208165401.jpg


আজকের মত এখানেই এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ব্লগটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

IMG-20230608-WA0000.jpg

আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র । আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

বাহ ভাই। ৩ ক্লাসের ৩ টাতেই মেডাম দেখি। আর আমাদের কি কপাল। লাস্ট দুই সেমিস্টার কোনো মেডাম এর দেখা নাই। সব স্যার। আপনার ভার্সিটি তো বিশাল বড়। ক্লাস গুলোর সময়কাল ও কম। এতে করে পড়তে ভালো লাগে। আমাদের এক এক ক্লাস ২ ঘন্টা করে। একদম বিরক্ত লেগে যায় এতে।

 2 months ago 

হুম ভাই আপনি একদম ঠিক বলেছেন।

 3 months ago 

1000035326.jpg

 3 months ago 

1000035328.jpg

 3 months ago 

1000035335.jpg

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96484.42
ETH 2765.60
SBD 0.65