শ্রীলংকা, আফগানিস্তান ও দক্ষিণ-পূর্ব এশিয়া

in Bulls Mind3 years ago

শ্রীলংকা

শ্রীলংকার ইতিহাস শুরু আজ থেকে ৩০, ০০০ বছর আগে যখন প্রথম এই দ্বীপে জনবসতি স্থাপিত হয়। মহাবংশ (পালি: মহাবংশ), দীপবংশ (পালি:দীপবংশ), কুলবংশ এবং রাজাভেলিয়া সহ বিভিন্ন ঘটনাপঞ্জিতে ৬ খ্রিষ্টপূর্বাব্দের সিংহলী রাজতন্ত্র থেকে শুরু করে, ১৬ শতকে ইউরোপীয়ান ঔপনিবেশিক শক্তির আগমন এবং ১৮১৫ সালে রাজতন্ত্রের অবসান পর্যন্ত বিভিন্ন ঘটনাবলীর উল্লেখ আছে। শ্রীলংকার ঐতিহাসিক কাল শুরু হয় তৃতীয় শতাব্দীতে। উত্তর ভারত থেকে সিংহলিদের আগমনের কথা পালি ইতিহাসে রয়েছে।

****

রাজধানীশ্রী জয়াবর্ধেনেপুরা কোট্টে (প্রশাসনিক) কলম্বো (বাণিজ্যিক) ৬°৫৬′ উত্তর ৭৯°৫২′ পূর্বরাষ্ট্রপতিগোতাবায়া রাজাপক্ষ
বৃহত্তর শহরকলম্বোপ্রধানমন্ত্রীমহিন্দ রাজাপক্ষ
স্বীকৃত ভাষাইংরেজিআইনসভার বক্তামহিন্দ ইয়াপা আবেওয়ার্দেনা
জাতীয়তাসূচক বিশ্লেষণশ্রীলঙ্কীয়প্রধান বিচারপতিজয়ন্ত জয়সুরিয়া
সরকারি ভাষাসিংহলি তামিলআইন-সভাআইনসভা
জাতিগোষ্ঠী (2012)৯.২% মুর ৭৪.৯% সিংহলি ১১.২% শ্রীলঙ্কীয় তামিল ৪.২% ভারতীয় তামিল ০.৫% অন্যান্যমুদ্রাশ্রীলংকান রুপি (LKR)
সরকারএকক অর্ধ রাষ্ট্রপতি শাসিত প্রজাতান্ত্রিক রাষ্ট্রআয়তন৬৫,৬১০ বর্গকিলোমিটার (২৫,৩৩০ বর্গমাইল) (১২০তম)

আফগানিস্তান

আফগানিস্তানের সরকারি নাম আফগানিস্তান ইসলামি প্রজাতন্ত্র। → আহমদ শাহ দুরানি ১৭৪৭ খ্রিষ্টাব্দে আধুনিক আফগানিস্তান প্রতিষ্ঠা করেন। তখন এর রাজধানী ছিল কান্দাহার। → দক্ষিন-পশ্চিম এশিয়ার এ রাষ্ট্রটি ইরান, পাকিস্তান, চীন, তাজিকিস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তানের মধ্যস্থলে একটি ভূ বেষ্টিত মালভূমির উপর অবস্থিত। এর পূর্বে ও দক্ষিণে পাকিস্তান, পশ্চিমে ইরান, উত্তরে তুর্কমেনিস্তান, উজবেকিস্তান ও তাজিকিস্তান এবং উত্তরপূর্বে গণচীন। → আফগান ও স্তান-এ দুটি পৃথক শব্দের সমন্বয়ে আফগানিস্তান। আফগান একটি জাতির নাম। স্তান ফার্সি প্রত্যয় যার অর্থ দেশ, রাজ্য, জনপদ বা এলাকা। বাংলা ভাষায় এটাকে স্থানের সাথে তুলনা করা যায়। তাঁর মানে যে স্থানে আফগান জনগোষ্ঠীর লোক বসবাস করে সেটি আফগানিস্তান। → আফগানদের দেশকে ষোড়শ সতকে ফার্সিভাষায় লিখিত বাবরনামা গ্রন্থে আফগানেস্তান লেখা হয়েছে। দশম শতকে লিখিত হুদুদ-উল-আলম গ্রন্থে উল্লেখ আছে যে, হিন্দুকুশ পর্বতের দক্ষিণাংশে আফগান নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর লোকেরা বসবাস করত। মূলত পশতু জনগোষ্ঠীর লোকদের একটি অংশ আফগান নামে পরিচিত ছিল। → আফগানিস্তানের রাজধানী কাবুল। মুসলিম দখলের পর শহরটি প্রাচীন স্থান থেকে সরিয়ে কৌশলগত কারনে বাগরাম এলাকায় নিয়ে যাওয়া হয়। → ঊনবিংশ শতকের পূর্ব পর্যন্ত আফগানিস্তান নামক জনপদটি হিন্দুকুশ ও সিন্ধু নদীর মধ্যবর্তী এলাকায় বসবাসরত পশতু উপজাতীয় লোকদের রাজ্য হিসেবে পরিচিত ছিল।

আফগানিস্তান রাজ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য

আফগানিস্তানে রাজতন্ত্রের অবসান ঘটে → ১৯৭৩ ।আফগানিস্তানে ইসলামি বিপ্লব হয় → ১৯৭৩ সালে । সোভিয়েত – আফগান যুদ্ধ শুরু হয় → ১৯৭৯ সালে । সোভিয়েত আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করে নেয় → ১৯৮৯ সালে → বিশ্বে সর্বাধিক আফিম উৎপাদনকারী দেশ → আফগানিস্তান। → পৃথিবীর সর্বোচ্চ বৌদ্ধমূর্তি অবস্থিত → আফগানিস্তানের বামিয়ান শহরে ।→ আফগানিস্তানের কয়েকটি শহরের নাম → কান্দাহার, তোরাবোরা পাহাড়, কুন্দুজ, মাজার-ই শরীফ, ধূসল, কারবালা, হিন্দুকুশ, মুসাকালা । → ‘কারবালা’ শহরটি।→ ফোরাত নদীর তীরে অবস্থিত। → সার্কভুক্ত সর্বশেষ দেশ → আফগানিস্তান। ১৯৯৪-এ নববর্ষের দিনে তালেবান কাবুল শহর আক্রমণ করে → আবদুর রশিদ দোস্তামের নেতৃত্বে


image.png

দক্ষিণ-পূর্ব এশিয়া

দক্ষিণ-পূর্ব এশিয়া হলো এশিয়া মহাদেশের একটি অঞ্চল; যা গণচীনের দক্ষিণে, ভারতীয় উপমহাদেশের পূর্বে ও অস্ট্রেলিয়ার উত্তর-পশ্চিমে অবস্থিত দেশ ও অঞ্চলগুলি নিয়ে গঠিত। দেশ সমূহ:

০১. মিয়ানমার০২ মোলয়েশিয়া
০৩. সিঙ্গাপুর০৪. থাইল্যান্ড
০৫. ব্রুনাই০৬, ফিলিপাইন
০৭. লাওস০৮, ভিয়েতনাম
০৯. কম্বোডিয়া১০. ইন্দোনেশিয়া
১১. পূর্ব তিমুর

মিয়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ব্রুনাই ব্রিটিশ; লাওস, কম্বোডিয়া ও ভিয়েতনাম ফ্রান্সের; ইন্দোনেশিয়া, নেদারল্যান্ডসের; ফিলিপাইন যুক্তরাষ্ট্রের এবং পূর্ব তিমুর পর্তুগালের উপনিবেশ ছিল।

ভিয়েতনাম

দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ ভিয়েতনাম। ভিয়েতনামের সরকারি নাম ভিয়েতনাম সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র। হো চি মিন সিটি সবচেয়ে বৃহত্তম শহর। ভিয়েতনাম প্রথম ইন্দোচীনের (১৯৪৬ – ৫৩) মাধ্যমে স্বাধীনতা লাভ করে এবং দুইভাগে বিভক্ত হয়ে যায় ১৯৫৪ সালে।
ভিয়েতনাম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য :

ভিয়েতনামকে যে সীমারেখা বরাবর ভাগ করা হয়েছিল → ১৭° অক্ষাংশ বরাবর ‘দ্যা টাইগার অব বাই সাইকেল’ বলা হয় → ভিয়েতনামকে ভিয়েতনামের উপর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করে →৪ ফেব্রুয়ারি, ১৯৯৪ উত্তর ভিয়েতনামের স্বাধীনতাকামী নেতা → হো চি মিন ‘আঙ্কেল হো’ নামে পরিচিত । দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভিয়েতনাম → জাপানের অধীনে ছিল।

সিঙ্গাপুর

সিঙ্গাপুর হলো দক্ষিণ-পূর্ব এশিয়ার এক দ্বীপ রাষ্ট্র এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি নগররাষ্ট্র। সিঙ্গাপুর প্রতিষ্ঠিত হয় ১৯১৯ সালে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা স্যার স্ট্যামফোর্ড রাফেলস এটি প্রতিষ্ঠা করেন। এটি মালয় উপদ্বীপের নিকটে অবস্থিত। সরকার ব্যবস্থা সংসদীয় প্রজাতন্ত্র।

সিঙ্গাপুর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য

বর্তমান রাষ্ট্রপতি → হালিমা ইয়াকুব বৈশ্বিক বাণিজ্য সূচকে ১ নম্বরে (বর্তমানে) আছে → সিঙ্গাপুর চাঁদ-তারা রয়েছে → সিঙ্গাপুরের পতাকায় এর অধিকাংশ লোক → বৌদ্ধ সালে স্বাধীন সার্ব পর্যটনখাতে সর্বোচ্চ মাথাপিছু আয়ের দেশ → সিঙ্গাপুর বর্তমান প্রধানমন্ত্রী → লা সিয়েন লুং সিঙ্গাপুরের বর্তমান ক্ষমতাসীন দল → পিপলস অ্যাকশন পার্টি

ইন্দোনেশিয়া

১৯৪৯ সালে ইন্দোনেশিয়া নেদারল্যান্ডের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। সুকর্ণ ছিলেন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি এবং স্বাধীনতা সংগ্রামের সফল নেতৃত্বদানকারী নেতা। তিনি ব্যাংকর্ন (Bung Karno) নামেও পরিচিত ছিলেন।

ইন্দোনেশিয়া সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য :
→ ইন্দোনেশিয়া গঠিত → ৩৩টি প্রদেশ নিয়ে
বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ → ইন্দোনেশিয়া
দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র → ইন্দোনেশিয়া
ইন্দোনেশিয়ায় দ্বীপের সংখ্যা → প্রায় ১৭৫০৮ টি
মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট → মেঘবর্তী সুকর্ণপুত্রী (ইন্দোনেশিয়া)
ইন্দোনেশিয়ার স্বাধীনতাকামী প্রদেশ → আচেহ ও ইরিয়ান জায়া
আচেহ প্রদেশের গেরিলা বাহিনীর নাম → • ফ্রি আচেহ মুভমেন্ট
ইন্দোনেশিয়ার একটি বিমান সংস্থার নাম → গারুদা
পশ্চিম তিমুর ছিল → ইন্দোনেশিয়ার একটি অঙ্গরাজ্য
ইন্দোনেশিয়ার (এশিয়ার) সর্ববৃহৎ দ্বীপ → বর্নিও
বান্দুং শহরটি অবস্থিত → ইন্দোনেশিয়ায়
‘বান্দা আচেহ’ অবস্থিত → ইন্দোনেশিয়ায়

ফিলিপাইন

ফিলিপাইন একটি দ্বীপরাষ্ট্র। স্বাধীনতার পূর্বে ফিলিপাইন স্পেনীয় (১৫২১ খ্রি: - ১৮৯৮ খ্রি:) এবং মার্কিন সাম্রাজ্যের (১৮৯৮ খ্রি: – ১৯৬৪ খ্রি:) অন্তর্ভুক্ত ছিল। ফিলিপাইনের প্রেসিডেন্ট কোরাজন একিনো ছিলেন এশিয়া মহাদেশের প্রথম মহিলা রাষ্ট্রপ্রধান।

→ ফিলিপাইনের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম মালকানাং প্রাসাদ
→ ফিলিপাইন উপনিবেশ ছিল → স্পেনের
মার্কিন নৌ ঘাঁটি ‘সুবিক বে’ ছিল → ফিলিপাইনে
এশিয়ার একমাত্র খ্রিস্টান রাষ্ট্র → ফিলিপাইন
ফিলিপাইন নামকরণ করা হয়েছে → স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপের নামানুসারে
ফিলিপাইনে মুসলিম অধ্যুষিত দ্বীপের নাম → মিন্দানাও
ফিলিপাইনের ভাষা → ঠোগালগ

****

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95787.87
ETH 2804.41
SBD 0.67