ইংরেজী ব্যাকরণ চর্চা

in Bulls Mind3 years ago

Pronoun যখন কোনো Noun এর পূর্বে বসে Adjective এর মত কাজ করে তখন তাকে pronominal adjective বলে। Demonstrative Pronoun (this, that, these, those, the same, such) যখন Noun এর পূর্বে বসে তখন adjective এর মত কাজ করে। One of থাকায় এখানে plural হিসেবে those বসবে।Quantitative adjective, Noun এর quantity বা পরিমাণ নির্দেশ করে। Some, enough, much, more, little, no, none, any, sufficient, great, loss, plenty etc. quantitative adjective হিসেবে use হয়। কতগুলো adjective আছে যাদের নিয়মানুসারে comparative ও superlative হয় না। যেমনঃ hind-hinder-hindermost.

Linking-verbs-connect-the-subject-with-the-rest.webp

Positive degree এর ক্ষেত্রে as + adjective এর positive form + as একত্রে থাকবে। বাক্যে the opportunities এর pronoun হিসেবে those ব্যবহৃত হয়েছে। এখানে point of comparison হলো the opportunities.

late এর superlative form হলো last. এর comparative form later/latter এবং superlative form latest/last. Worse, less এবং further হলো comparative form যাদের positive form যথাক্রমে Bad, little এবং far. One of the + adjective-এর superlative form + noun এর plural form হলো সঠিক ধারা। এটি superlative degree থেকে positive degree তে রূপান্তরের সময় one of the এর পরিবর্তে very few ব্যবহৃত হয়। এক্ষেত্রে verb সর্বদা plural হয়। very few + superlative degree এর পরবর্তী অংশ+ verb এর plural form + so + superlative degree এর positive form + as + প্রদত্ত sentence এর subject বসে।

Comparative বাক্যটির positive রূপ হলো: Than পরবর্তী noun + verb- এর Negative form + as + adjective- এর positive form + as প্রদত্ত বাক্যটির sub. সুতরাং সঠিক positive form হলো Honesty is not as much as it. Most other যুক্ত comparative sentence কে superlative করার জন্য- subject + verb + one of the + superlative form + মূল sentence এর বাকী অংশ বসে। Comparative degree তে than এর পর any other অথবা most other ব্যবহৃত হয়। সুতরাং any machine এর স্থলে any other machine বসবে। Superlative degree বোঝাতে adjective এর superlative form এবং তার আগে the বসে।

যত-তত বা আনুপাতিক হ্রাস-বৃদ্ধি বুঝাতে দুইটি adverb comparative এর প্রত্যেকটির পূর্বে the বসে। অর্থাৎ The + comparative + ....., the + comparative + ..... structure টি ব্যবহৃত হয়। Possessive Pronoun (my, his, her, your, their, its) যখন Noun এর পূর্বে বসে adjective এর মত কাজ করে।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.25
JST 0.031
BTC 85121.49
ETH 1583.11
USDT 1.00
SBD 0.81