বড়বেলায় বদলে যাওয়ার ধুম

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

এখন এমন একটা বয়সে চলে এসেছি যে। এখন নিজের ছোটবেলা এবং নিজের বড় বেলা দুটোই খুব ভালোভাবে অনুভব করতে পারি এবং সবচেয়ে বড় ব্যাপার হল্প স্মৃতিগুলো খুব ভালোভাবে মনে করতে পারি। আসলে মানুষ যত বড় হতে থাকে তত তার পেছনের দিককার স্মৃতিগুলো মলিন হতে থাকে আবছা হতে থাকে। হয়তো অনেক অনেক বছর পরে অনেকগুলো স্মৃতি হয়তো মানুষের আর মনেই পরেনা।

আমার এই স্মৃতিগুলো থেকে যদি একটা ব্যাপার বলি যে, আমাদের ছোটবেলায় ভাই-বোনদের সম্পর্কের মতো আমাদের মানুষদের বড় বেলার ভাই-বোনদের সম্পর্ক গুলো কখনোই এক হয় না। এ ব্যাপারে আমার মনে হয় যে আমাদের ছোটবেলার ভাই-বোনদের সম্পর্ক গুলো যেমন থাকতো। আমাদের বড় বেলায় ভাই-বোনদের সম্পর্ক গুলোও যদি ঠিক তেমনই থাকতো। তাহলে হয়তো পৃথিবীটা অনেক বেশি সুন্দর হতো এবং এতো বেশি সুন্দর হতো যতোটা হয়তো আমরা কল্পনাও করতে পারি না।

এই ব্যাপারটা নিয়ে লেখালেখি করার একটা কারণ হলো, এই যে আমি আমার ছোট ভাই বোনদের এতো বেশি ভালবাসি অর্থাৎ নিজের প্রাণের চেয়েও যেখানে বেশি ভালবাসি। তাদের জন্য দু হাতে টাকা খরচ করতে যেখানে আমার কখনো গায়ে লাগেনা। সেখানে, অপর পাশে দেখি যে হয়তো দুই ভাইয়ে ভাইয়ে এমনকি খুনাখুনি পর্যন্ত হয় শুধুমাত্র সামান্য জায়গা জমি কিংবা ব্যাংক ব্যালেন্সের জন্য। এই ব্যাপারটি আসলে আমার তখনই মাথায় আসে যে, তাহলে কি এই ছোটবেলার ভাই বোনের সম্পর্কটা বড় বেলায় যেতে যেতে অনেক বেশি তিক্ততায় ভরে যায়? এবং যদি তিক্ততায় ভরেও যায়। তাহলে কেনো এতো তিক্ততা ভর করে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য?

আর যদি স্বার্থের জন্য হয়েও থাকে। তাহলে নিজের স্বার্থের জন্য কি নিজের ভালোবাসাকে জলাঞ্জলি দেওয়া যায়? কারণ ছোটবেলায় তো ভাই-বোন গুলোই আমাদের সবচেয়ে বেশি আপনজন এবং সবচেয়ে বেশি ভালোবাসার মানুষ ছিলো।

ব্যাপারগুলো বেশ জটিল ভাবতে গেলে। তাই না? অন্তত আমার তো তাই মনে হয়। এসব ভাবতে গেলেই কেমন করে যেনো মাথার মধ্যে জট পেকে যায়। হাজার জট পাকলেও একটা প্রশ্নই আমার মনে বারবার ঘুরপাক করে যে, ছোটবেলায় যদি আমরা এতো মিলেমিশে থাকতে পারি। তবে বড় বেলায় কেনো পারি না?
Sort:  
 9 months ago 

প্রতিটা মানুষ অতীতের কথা ভুলে যায়। বর্তমান নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আমরা আস্তে আস্তে আমাদের অতীতের স্মৃতিগুলো মন থেকে মুছে ফেলি। বড় হতে লাগলে আমরা আস্তে আস্তে সত্যিই বদলে যাওয়া এই ধুম লাগিয়ে দি।ছোটবেলায় ভাই বোনের সম্পর্ক বেশি মধুর হয় কিন্তু বড়বেলায় ভাই ভাইকে খুন করতেও দ্বিধাবোধ করে না। ভাই ভাইকে দেখলে অন্য রাস্তা দিয়ে চলে যায় আমি এমনও দেখেছি। সময়ের সাথে সাথে প্রতিটা মানুষ স্বার্থপর হয়ে যায়। স্বার্থের জন্য নিজের রক্ত বেইমানি করে।

 9 months ago 

ছোটবেলার ভাই বোনের সম্পর্ক গুলো বড় হতে হতে অদৃশ্য হয়ে যায়। একটা সময় স্বার্থের জন্যই ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব। সম্পত্তির ভাগাভাগির জন্য ভাই-বোনের সাথে দ্বন্দ্ব। তবে আপনি যে আপনার ছোট ভাইদের জন্য উৎসর্গিত সেটি জেনেই ভালো লাগলো।
আপনার সাথে একমত পোষণ করেই বলছি, আসলে মানুষ যত বড় হতে থাকে তত তার পেছনের দিনকার স্মৃতিগুলো মলিন হতে থাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95727.04
ETH 2787.96
SBD 0.67