ব্রাজিল বনাম উরুগুয়ে কোয়ার্টার ফাইনাল -ম্যাচ রিভিউ ||

in আমার বাংলা ব্লগ8 months ago

আসসালামু আলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালোই আছি। আমি আজকে আরো একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। বর্তমানে ফুটবল সিজন চলছে, কোপা আমেরিকা ও ইউরো একসাথেই চলমান রয়েছে। কোপা ও ইউরোর গ্রুপ পর্ব ও রাউন্ড অফ ১৬ এর পরে কোপা আমেরিকা ও ইউরো দুইটি টুর্নামেন্ট এই টপ ৮ পাওয়া গিয়েছে অর্থাৎ কোয়ার্টার ফাইনাল। আজ কোপার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নামে ইকুয়েডর। আজ আমি আপনাদের মাঝে এই কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ রিভিউ করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন বেশি দেরী না করে শুরু করা যাক।


received_1189958528865127.jpeg

বিশ্বকাপের পরে ফুটবল এর দুইটি বড় আসর হলো ইউরো ও কোপা আমেরিকা। আর আমাদের বেশিরভাগের প্রিয় টিম আর্জেন্টিনা নাহলে ব্রাজিল অর্থাৎ কোপা আমেরিকায়। আজ এই আমেরিকার কোয়ার্টার ফাইনাল ম্যাচে ব্রাজিলের বিপক্ষ দল উরুগুয়ে। আজকের ম্যাচটি যেই জিতবে সে সেমিফাইনালে পৌঁছে যাবে। আর্জেন্টিনা ট্রাইবেকারে ইকুয়েডর কে হারায় অলরেডি সেমিফাইনাল নিশ্চিত করেছে এবং সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হলো কানাডা। আজ ব্রাজিল জিতলে সেমি ফাইনালে খুব সম্ভবত তাদের প্রতিপক্ষ পরতো কলম্বিয়া।

বাংলাদেশ সময় সকাল ৭ টায় এই ম্যাচটি শুরু হয়। ম্যাচের প্রথম থেকেই দুই দল প্রচুর এগ্রেসিভ খেলছিলো, কিছুক্ষণ পরপর ফাউল হচ্ছে এমন। দুই দলের কোনো দলেই প্রথম হাফে ভালো খেলতে ও সেরকম গোলের সুযোগ করে উঠতে পারে না। ব্রাজিলের বর্তমানে সেরা প্লেয়ার বলা হয় ভিনিসিয়াস জুনিয়র কে কিন্তু পরপর দুই ম্যাচে হলুদ কার্ড খাওয়ার ফলে ভিনিসিয়াস জুনিয়র আজকের ম্যাচটি খেলতে পারেনা তার জায়গায় সুযোগ পায় এন্ড্রিক কিন্তু আজকে সব থেকে বাজে পারফরম্যান্স এই এন্ড্রিক এর। প্রথম থেকেই বাজে ড্রিব্লিং এ ভুল পাস খেলছিলো এন্ড্রিক। অনেকেই তখজ ফেসবুকেও স্ট্যাটাস দিচ্ছিলো আজকে ব্রাজিল হারলে এন্ড্রিক এর জন্য হারবে। যাইহোক প্রথম হাফে উরুগুয়ে অনেকগুলো ফাউল করে কিন্তু দুই দলের কোনো দলেই গোলের দেখা পায় না। ফলে প্রথম হাফ টাইমে স্কোর দাঁড়ায় ব্রাজিল- ০ উরুগুয়ে -০।


received_276493238854303.jpeg

received_453070867570780.jpeg

এরপর শুরু হয় ২য় অর্ধ এর খেলা। ১ম হাফের তুলনায় ২য় হাফে ব্রাজিল ভালো খেলে। কিন্তু ফিনিশিং অনেক বাজে হচ্ছিলো তারপরেও ১ম হাফের তুলনায় ২য় হাফে ব্রাজিলের খেলা কিছুটা গোছানো ছিলো। ম্যাচের ৭৪ তম মিনিটে উরুগুয়ের প্লেয়ার নানদেজ একটি ফাউল করে লাল কার্ড খায় আর অন্যদিকে আরাহো আগেই ফাউলের স্বীকার হয়ে ইঞ্জুরিতে ছিলো। ব্রাজিল এর কাছে অনেক এডভান্টেজ চলে আসে যখন নানদেজ লাল কার্ড পায় কিন্তু তারপরেও ব্রাজিল সেই সুযোগ কাজে লাগাতে পারে নি উরুগুয়ে ১০ জন নিয়েই ব্রাজিলকে রুখে দিয়েছে এবং ফুল টাইম শেষে ম্যাচটি ০-০ গোলে ড্র হলে ম্যাচটি ট্রাইবেকারে চলে যায়। উরুগুয়ে টোটাল শর্ট নেয় ১২ টি এরমধ্যে অন টার্গেট মাত্র একটি অপরদিকে ব্রাজিল ৭ টি শর্ট নিলেও অন টার্গেট শর্ট ছিলো ৩ টি। উরুগুয়ে ম্যাচে টোটাল ২৬ টি ফাউল করে এবং অপরদিকে ব্রাজিল মাত্র ১৫ টি।

ট্রাইবেকারে ব্রাজিল তাদের প্রথম শর্টে গোল দিতে ব্যর্থ হয়, উরুগুয়ের গোলকিপার চমৎকার একটি সেভ দেয়। ব্রাজিলের হয়ে প্রথম গোলটি মিস করে মিলিটাও। উরুগুয়ের হয়ে প্রথম শর্টটি মারতে আসেন ভালভারদে এবং চমৎকার একটি গোল করেন। এরপরের শর্টটিতে দুই দলেই স্কোর করে কিন্তু ৩য় নাম্বার শর্টে ব্রাজিলের লুইজ গোল দিতে ব্যর্থ হয় এবং উরুগুয়ের গোলকিপার আরেকটি চমৎকার সেভ দেয়। এরপর এলিসন উরুগুয়ের ৪ নাম্বার পেনাল্টিটি সেভ দেয় কিন্তু শেষ পেনাল্টিতে গোল করার মাধ্যমে উরুগুয়ে ৪-২ গোলে ট্রাইবেকারে ব্রাজিলকে হারিয়ে কোপার আমেরিকার সেমিফাইনালে চলে যায় এবং ব্রাজিল এর কোপা আমেরিকা এখানেই শেষ হয়ে যায়।


received_1461828157770273.jpeg

আজকের মতো এখানেই। এতোক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ব্লগটি করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।


IMG-20230608-WA0000.jpg

আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর একজন ছাত্র । আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 8 months ago 

যদিও আমি আর্জেন্টিনা ফুটবল টিমকে সাপোর্ট করি তারপরেও আজকে ব্রাজিল বনাম উরুগুয়ের ম্যাচটি দেখেছিলাম। আজকের পুরো খেলা উরুগুয়ে এবং ব্রাজিল দুই দলই বেশ গোল মিস করেছিলো। পেনাল্টিতে ম্যাচ টা যাওয়ার পরে ভেবেছিলাম যে, ব্রাজিল হয়তো জিতবে। কিন্তু উরুগুয়ের গোলরক্ষক দারুন দুইটি সেভ দিয়ে উরুগুয়েকে জিতিয়ে দেয়। আজকের ম্যাচটি বেশ উপভোগ করেছিলাম। আপনি অনেক সুন্দর করে রিভিউ করেছেন পড়ে বেশ ভালো লাগলো। অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 8 months ago 

অনেক সুন্দর একটি খেলা আজকে আপনি আমাদের মাঝে রিভিউ করে দেখিয়েছেন। আসলে খেলাধুলায় হার-জিত থাকবে এটাই স্বাভাবিক। আজকের এই খেলাতেও ঠিক তেমনি হয়েছে। তবে এটা বিনোদন। বেশ ভালো লেগেছে খেলাটা।

 8 months ago 

গতকাল আমি খেলাটা দেখেছিলাম কিন্তু খুব একটা ভালো লাগেনি। দুইটা দলই অনেক ভালো ছিল কিন্তু কেউই তাদের প্রকৃত খেলা উপহার দিতে পারেনি। ব্রাজিল শেষ পর্যন্ত প্রত্যেকবারের মতো এবারও হেরে বাড়িতে চলে আসলো।

 8 months ago 

ব্রাজিল বনাম উরুগুয়ে খেলাটি আমি পুরো উপভোগ করি নাই।তবে হাফ টাইমের পর খেলাটি দেখছিলাম দেখে ভালো লাগছিল। আর আমাদের দেশের অধিকাংশ সাপোর্ট হচ্ছে আর্জেন্টিনা না হয় ব্রাজিল। কিন্তু আমি একটা বিষয়ে লক্ষ্য করছিলাম উরুগুয়ের গোলপিকার অনেক ভালো ছিল।যাইহোক শেষে হয়তো ব্রাজিলের কপালে হার লেখা ছিল তাই তারা ম্যাচটি হেরে গেছে।ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে পুরো খেলাটির রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 8 months ago 

আজ প্রায় এক যুগ ব্রাজিল সাপোর্ট করি। এমন খারাপ সময় ব্রাজিলের কখনও আসতে দেখিনি। ভাইরে কী বলব একটা খেলোয়ারেরও দলের প্রতি কোন ডেডিকেশন নেই ভালো করার ইচ্ছা নেই। এখন ব্রাজিলের জন্য না নিজের জন্য কষ্ট হয়। এরা মাঠে এখন ফাজলামি করতে নামে। আর কিছু বলার নেই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96556.01
ETH 2826.36
SBD 0.69