একুশে বইমেলা ( পর্ব -৬ )!!
আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
আমার সাথে থাকা বন্ধু ততক্ষণে বেশ অধৈর্য্য হয়ে গিয়েছে। এবং এটা একেবারেই স্বাভাবিক। মোটামুটি ওকে আমি একপ্রকার জোর করেই বইমেলায় নিয়ে যায়। অবশ্য ঐভাবে জোর করে না। বলতে পারেন একটু ব্ল্যাকমেইল করে। সেমিষ্টার ফাইনালে ও আমার পিছনে বসে। আর প্রতি পরীক্ষায় আমার থেকে ও একটু সাহায্য নেয়। ঐ অবস্থায় আমি কিছু বললে সরাসরি কখনও না করতে পারে না হা হা। বুঝতেই পারছেন ব্যাপার টা ঠিক কোথায় গিয়ে থেমেছে। এইজন্য ওর ইচ্ছা না থাকার পরেও বেশ কয়েকবার বলে আমি ওকে বইমেলায় নিয়ে যায়। ততক্ষণে সন্ধ্যা হয়ে গিয়েছে। মেলায় মানুষের ভীড় বাড়তে শুরু করেছে। আমি আমার জায়গাটা হারাতে চাইনি। এইজন্য আবার বই দেখা শুরু করি। এবং ঐ মূহূর্তে অন্য স্টলে যাওয়ার কথাও চিন্তা করিনি।
মোহাম্মদ নাজিম উদ্দিন নিজের মৌলিক উপন্যাস বা থ্রীলার লেখার আগে অনুবাদ গ্রন্থ লিখতেন। বিদেশী অসংখ্য জনপ্রিয় থ্রীলার বাংলা ভাষায় অনুবাদ করতেন। এরপর উনি যখন নিজের মৌলিক থ্রীলার লিখতে শুরু করেন বাংলাদেশে বেশ ভালো জনপ্রিয়তা পেয়ে যান। এবং বাংলাদেশে এখন উনাকে থ্রীলার সম্রাট বলা হয়। গার্ল ড্রাগন ট্যুাটু উনার এইরকম একটা অনুবাদ করা বই। রজত পালের কোন বই আমার একেবারেই পড়া নেই। তবে বীরভূমির বজ্র রহস্র বইটা দেখে একটু কৌতূহল তৈরি হয়। এটা গোয়েন্দা কাহিনী টাইপ বই। এবং আমি গোয়েন্দা কাহিনী একটু কম পড়ি। সত্যি বলতে আমি এখনও সন্তু কাকাবাবুতেই আটকে আছি শার্লক হোমস পযর্ন্ত আর যেতে পারিনি হা হা।
বলছিলাম মোহাম্মদ নাজিম উদ্দিন এর অনুবাদ করা বইগুলোর কথা। উনার এমনই একটা অনুবাদ করা বই হলো দ্যা ডে অব দি জ্যাকেল। এটাও একটা জনপ্রিয় থ্রীলার বই। মোটামুটি নিজের কৌতূহল থেকেই দেখছিলাম। তবে এগুলো আমি সংগ্রহ করিনি। ঐগুলোর দাম তুলনামূলক বইমেলায় অনেক বেশি হয়ে থাকে। অনলাইন বুকশক গুলো থেকে কিনলে ৪০-৫০% পযর্ন্ত ছাড় পাওয়া যায়। শুধুমাত্র নিজে নেড়েচেড়ে দেখছিলাম। দ্যা মিস্ট বইটাও একটা থ্রীলার বই। তবে এটা অনুবাদ করেছে মোহতাসিম হাদি রাফি। উনার অনুবাদ আমি কখনও পড়িনি। আপনারা যারা অনুবাদ গ্রন্থ পড়েন একটা ব্যাপার লক্ষ্য করবেন নির্দিষ্ট কয়েকজন বা একজনের অনুবাদ বেশি ভালো লাগে। তার বাইরে অন্য কোন লেখকের অনুবাদ আপনি কখনোই পড়তে চান না।
কাঠগড়া সামসুল ইসলাম রুমির লেখা। এটা একটু অন্য ধরনের বই। থ্রীলার তবে ক্রাইম থ্রীলার না। লেখক অন্যরকম এক গল্প প্রকাশ করেছেন বইটার মধ্যে। কখনও কখনও আপনি নিজেকে চিনতে পারবেন না। মনে হবে আমি কী সেই আমি যে আগে ছিলাম। নিজেকেই মনে হবে এক অপরিচিত মানুষ। লেখক সামসুল হক রুমি আমার অচেনা আমি বই টাতে এইরকম একটা গল্পই লিখেছেন। বইটার ভূমিকা পড়ে আমার কাছে বেশ ভালো লেগেছিল। দারুণ একটা বই এটা। নিজেকে হারিয়ে যারা খুজতে থাকে তাদের অসহায়তা সবাই বুঝতে পারবে না। রজত পালের অন্য একটা গোয়েন্দা কাহিনী বই রসরন্তাকর। এটা দেখলাম পাঠক মহলে এবার বেশ সাড়া ফেলেছে। আমার সামনে বেশ কয়েকজন এটা সংগ্রহ করল। আমার সামনে আরও বেশ কিছু বই ছিল। একে একে ঐগুলো নিয়ে আমি দেখতে থাকলাম।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Daily task
Upvoted! Thank you for supporting witness @jswit.