রক্তের গ্রুপ নির্ণয়ের পরীক্ষা
নমস্কার বন্ধুরা
আজ আমি আপনাদের মাঝে হাজির হলাম আবারও নতুন একটি পোস্ট নিয়ে। আমি আজকে একেবারেই ভিন্ন ধরনের একটি পোস্ট করতে চলেছি। আশা করি পোস্টটি পড়ে আপনাদের ভালো লাগবে।
আমার পাঠ্য বিষয়ের মধ্যে যেহেতু প্রাণিবিদ্যা রয়েছে। তাই প্রাণিবিদ্যা সম্পর্কে প্রতি সপ্তাহেই নতুন নতুন কিছু পরীক্ষা করে শিখতে পারি। তবে এই সপ্তাহে যেটা শিখতে পারলাম সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আসলে এই বিষয়টা আমাদের সকলেরই কাজে লাগে। আমি আজকে মূলত "রক্তের গ্রুপ নির্ণয়ের পরীক্ষা" সম্পর্কে আলোচনা করব। গত দুইদিন ধরে কলেজের প্রাক্টিক্যাল ক্লাসে ম্যাম আমাদের এই বিষয়ে শেখাচ্ছেন আর সেটিকে হাতে কলমে দেখিয়ে দিচ্ছেন। নতুন নতুন কোন বিষয় শিখলে আমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগে। সেরকম আমাদের সকলের ও খুব ভালো লাগছে আবার একটু ভয়ও করছে।
কিভাবে এই রক্তের ব্লাড গ্রুপ নির্ণয় করা যায়? চলুন সে বিষয়ে আজ আলোচনা করি।
এবার রক্তের গ্রুপটি পজেটিভ না নেগেটিভ সেটা কিভাবে বুঝব ??? জেনে নেওয়া যাক।
চলুন তাহলে একটি পরীক্ষার মাধ্যমে পদ্ধতিটি দেখে নেওয়া যাক।
এর জন্য প্রথমে আমরা একটি পরিষ্কার জীবাণুমুক্ত কাঁচের স্লাইড নিয়ে নিয়েছিলাম। তারপর মধ্যমা বা অনামিকা আঙুলটিকে স্পিরিটযুক্ত তুলো দিয়ে ভালোভাবে মুছে নিয়ে বাতাসে শুকিয়ে নিয়েছিলাম ।একটি বিশুদ্ধ নিডিলের সূচালো প্রান্ত দিয়ে আঙ্গুলের মাথাটা চেপে ধরে আস্তে করে নিডিলটাকে ফুটিয়ে দিয়েছিলাম। তারপর রক্ত বার হওয়ার পর স্লাইডের উপর তিনটি আলাদা আলাদা পজিশনে রক্তের নমুনাটি নিয়ে নিয়েছিলাম ।
তিনটি আলাদা আলাদা পজিশনে রক্তের নমুনা নিয়েছিলাম কারণ প্রথম ধাপে রক্তের গ্রুপ নির্ণয় করার জন্য দুটি জায়গার একটিতে অ্যান্টি - a সিরাম এবং অপরটিতে অ্যান্টি - b সিরাম মিশিয়েছিলাম। যেহেতু আমার রক্তের নমুনা অ্যান্টি-b সিরাম এর সঙ্গে জমাট বেঁধেছিল ,তাই খুব সহজেই বলা যায় এটি অ্যান্টি -b গ্রুপের রক্ত।
তারপর তিন নম্বর রক্তের স্যাম্পেল টিতে আর rh স্যাম্পেল মিশিয়ে দেখলাম রক্তটি জমাট বেঁধে গেল ।এর থেকেই বুঝে নিলাম এটি rh পজেটিভ রক্ত।
সুতরাং, দেখা গেল রক্তের গ্রুপটি B+ ।
আজ এই পর্যন্তই শেষ করছি ।ভালো থাকবেন আর সকলে সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।
ডিভাইস | realme 8i |
---|---|
ফটোগ্রাফার | @pujaghosh |
লোকেশন | বনগাঁ |
সময় | দুপুর ১:০০ টা |
তারিখ | ০৪/০৫/২০২৩ |
পোস্টের বিবরণ | জেনারেল রাইটিং |
রক্তের গ্রুপ নির্ণয় সম্পর্কে আমারও কিছু ধারণা আছে। এই বিষয়গুলো শিখতে এবং জানতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনি আজকে পোষ্টের মাধ্যমে গুরুত্বপূর্ণ কিছু কথা তুলে ধরেছেন। লেখাগুলো পড়ে আমার কাছে খুবই ভালো লাগলো।
আপনারও রক্তের গ্রুপ নির্ণয় সম্পর্কে বেশ কিছু ধারণা আছে জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
ঠিক বলেছেন আপু, নতুন কিছু শিখতে পারলে তার আনন্দের অনুভূতিটাই আলাদা। আর তাইতো আজ আপনি রক্তের গ্রুপ নির্ণয়ের পরীক্ষা শিখতে পেরে খুবই আনন্দিত হয়েছেন। সেই সাথে গ্রুপ নির্ণয়ের পরীক্ষা কিভাবে করা হয় সে বিষয়ে সকল তথ্য তুলে ধরেছেন। তাই আপনার পোস্ট পড়ে খুবই ভালো লাগলো। রক্তের গ্রুপ পরীক্ষা করা নিয়ে দারুন একটি পোস্ট উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
একদমই তাই ভাই ,নতুন কিছু শিখতে পারলে আমাদের তার মধ্যে একটা সুন্দর অনুভূতি কাজ করে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
দিদি আপনি দেখি প্রাণিবিদ্যা সম্পর্কে বেশ ভালোই কিছু অর্জন বা শিখেছেন ৷ আসলে রক্তের গ্রুপ জেনে নেওয়া খুব জরুরি ৷ কারন মাঝে মধ্যে এক প্রান বাচানোর জন্য রক্ত অনেক উপকারে আসে ৷ এসব মাঝে মধ্যে হয় খবর আসে রক্ত দেওয়া জন্য ৷ আপনি দেখি খুব সহজে রক্ত গ্রুপ পরীক্ষা করলেন ৷ বিষয়টা অনেক সুন্দর গুছিয়ে উপস্থাপন করার জন্য ধন্যবাদ ৷
বেশি কিছু অর্জন করতে পারিনি ভাই ,তবে মোটামুটি কিছু কিছু জিনিস শিখতে পেরেছি ।ধন্যবাদ তোমাকে সুন্দর মন্তব্য করার জন্য।
কলেজে পড়া অবস্থায় সন্ধানী ডোনার ক্লাবের সঙ্গে বেশ কিছুদিন কাজ করেছি। তখন এই রক্ত পরীক্ষা করার বিষয়গুলো শিখেছিলাম। বেশ মজা লেগেছিল। আবার অনেকদিন পর সেগুলো আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পেরে ভালো লাগলো। পুরনো স্মৃতি মনে পড়ে গেল। তাছাড়া অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি শেয়ার করেছেন আপু। ধন্যবাদ আপনাকে।
আপনিও সন্ধানী ডোনারের সঙ্গে কাজ করে এই বিষয়ে জ্ঞান অর্জন করেছিলেন জেনে খুশি হলাম আপু।
আপনি শিখতে পেরেছেন সেইসাথে আমার বাংলা ব্লগে আমাদের সাথে শেয়ার করেছেন ।তাই আপনার থেকে আমরাও শিখে নিয়েছি। আসলে আমরা খুব কম লোকই রক্তের গ্রুপ নির্ণয় করার পদ্ধতি জানি। দিদি আপনার এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ ছিল আমাদের সবার জন্য।
আপনিও আমার থেকে শিখতে পারলেন জেনে আমি খুব খুশি হলাম ভাই ।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
আসলে নতুন কিছু শেখার মধ্যে অন্যরকম একটা অনুভূতি রয়েছে যে অনুভূতিটা সবার মাঝে প্রকাশ করা একেবারেই অসম্ভব হয়ে পড়ে। কিন্তু আপনি খুবই সুন্দর ভাবে আপনার অনুভূতিটা লেখার মাধ্যমে প্রকাশ করেছেন দেখে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে দিদি। আপনার এই পোস্ট থেকে আমরাও রক্তের গ্রুপ নির্ণয়ের পদ্ধতিটা জানতে পারলাম পড়ে ভালো লাগলো। খুবই সুন্দর ভাবে তুলে ধরেছেন বর্ণনা গুলো।
একদমই ঠিক ভাই ,নতুন কিছু শেখার মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করে ।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
দিদি আপনার পোষ্টের মাধ্যমে আমরা শিখে নিতে পারলাম রক্তের গ্রুপে নির্ণয়ের ব্যাপারে এটি। আপনি তো দেখছি সাজিয়ে গুছিয়ে খুবই সুন্দরভাবে শুরু থেকে শেষ পর্যন্ত রক্তের গ্রুপ নির্ণয়ের পরীক্ষা টি আমাদের সকলের মাঝে তুলে ধরেছেন। আসলে আপনার এই পোস্টটি আমাদের সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই শিখতে পারবে এই ব্যাপারটি। এরকম একটা গুরুত্বপূর্ণ পোস্ট শেয়ার করেছেন দেখে ভালো লেগেছে।
আমার পোস্টটি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।
রক্তের গ্রুপ নির্ণয়ের পরীক্ষার বিষয়টি আপনি এই পোস্টটির মাধ্যমে শুরু থেকে শেষ পর্যন্ত সাজিয়ে গুছিয়ে খুবই সুন্দর ভাবে তুলে ধরেছেন দিদি। আপনার এই পোস্টটি পড়ে অনেকেই এই পরীক্ষার বিষয়টি জানতে পারবে এবং অনেকেই শিখতে পারবে এই বিষয়টি। একটি পরীক্ষার মাধ্যমে এই পদ্ধতিটি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে ভীষণ ভালো লাগলো। আপনার সম্পূর্ণ পোস্টটি আমি পড়েছি এবং অনেক কিছুই শিখতে পারলাম।
আমার সম্পূর্ণ পোস্টটি আপনি পড়েছেন এবং নতুন কিছু শিখতে পেরেছেন জেনে আমি অনেক খুশি হয়েছি আপু।
কথাটা হলো আপনি কি নিজের আঙ্গুলে নিজেই সূচ ফুটিয়েছেন? আমার যা ভয় লাগে এসব বলে বোঝাতে পারব না। আমি তো এই ভয়ে রক্তের গ্রুপ টাই পরীক্ষা করতাম না। নিজের মন গড়া একটা গ্রুপ বসিয়ে দিতাম যেখানে প্রয়োজন 🤪। তবে একবার বাধ্য হয়ে করতে হয়েছিল, তখন বলেছিল O পজিটিভ। আর এই গ্রুপের মানুষ গুলো নাকি আমার মত ভালো হয় 🤞😊। তবে পরীক্ষা করার পদ্ধতি গুলো একদম নতুন জানলাম আজ। সত্যি ভীষণ ভালো লেগেছে।
আসলে আমারও আপনার মত আঙুলে সূচ ফোটাতে খুবই ভয় করছিল ,কিন্তু যেহেতু বাধ্যতামূলকভাবে কাজটা করতেই হবে, তাই জন্য আমার নিজের আঙ্গুলেই ফোটানোর পদ্ধতি টা আপনাদের মাঝে শেয়ার করলাম। আসলেই O পজেটিভ ব্লাড গ্রুপের মানুষরা সবাইকে ব্লাড দিয়ে অনেক উপকার করে, সত্যি হয়তো তারা আপনার মত এরকম ভালো মনের হয়।
সুযোগ বুঝে নিজের ঢোল পিটিয়ে নিলাম 🤞😉
ভালো করেছেন 🤣🤣🤣।