রক্তের গ্রুপ নির্ণয়ের পরীক্ষা

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

নমস্কার বন্ধুরা

আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুব ভাল আছেন। আমিও ভালো আছি।

আজ আমি আপনাদের মাঝে হাজির হলাম আবারও নতুন একটি পোস্ট নিয়ে। আমি আজকে একেবারেই ভিন্ন ধরনের একটি পোস্ট করতে চলেছি। আশা করি পোস্টটি পড়ে আপনাদের ভালো লাগবে।

আমার পাঠ্য বিষয়ের মধ্যে যেহেতু প্রাণিবিদ্যা রয়েছে। তাই প্রাণিবিদ্যা সম্পর্কে প্রতি সপ্তাহেই নতুন নতুন কিছু পরীক্ষা করে শিখতে পারি। তবে এই সপ্তাহে যেটা শিখতে পারলাম সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আসলে এই বিষয়টা আমাদের সকলেরই কাজে লাগে। আমি আজকে মূলত "রক্তের গ্রুপ নির্ণয়ের পরীক্ষা" সম্পর্কে আলোচনা করব। গত দুইদিন ধরে কলেজের প্রাক্টিক্যাল ক্লাসে ম্যাম আমাদের এই বিষয়ে শেখাচ্ছেন আর সেটিকে হাতে কলমে দেখিয়ে দিচ্ছেন। নতুন নতুন কোন বিষয় শিখলে আমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগে। সেরকম আমাদের সকলের ও খুব ভালো লাগছে আবার একটু ভয়ও করছে।


IMG_20230504_214847.jpg


আমরা সকলেই জানি, বিজ্ঞানী ল্যান্ডস্টেনার এবং তার ছাত্ররা ১৯০০ খ্রিস্টাব্দে মানুষের ABO রক্ত বিভাগ আবিষ্কার করেছিলেন। এই A ,B এবং O রক্ত বিভাগের মধ্যে সাধারণত O গ্রুপের ব্যক্তিরা অন্য সকল বিভাগের মানুষকে রক্ত দিতে পারে, তাই এদেরকে সর্বজনীন দাতা বলা হয় ।আর অপরদিকে AB রক্তযুক্ত ব্যক্তিরা অন্য সকল মানুষের রক্ত গ্রহণ করতে পারলেও, তারা কাউকে রক্ত প্রদান করতে পারে না, তাই তাদেরকে সর্বজনীন গ্রহীতা বলা হয়।

কিভাবে এই রক্তের ব্লাড গ্রুপ নির্ণয় করা যায়? চলুন সে বিষয়ে আজ আলোচনা করি।

এই পরীক্ষা করার জন্য আমাদেরকে অ্যান্টি - a এবং অ্যান্টি -b সিরাম নিয়ে নিতে হবে। কারণ আপনার রক্তের গ্রুপ যদি অ্যান্টি-a সিরামের সঙ্গে বিক্রিয়া করে জমাট বাঁধে তাহলে বুঝতে হবে নমুনা রক্ত A গ্রুপের। কিন্তু যদি অ্যান্টি-b সিরামের সঙ্গে জমাট বাঁধে তাহলে বুঝতে হবে নমুনা রক্তটি B গ্রুপের। আর যদি অ্যান্টি-a এবং অ্যান্টি-b উভয় সিরামের সঙ্গে জমাট বাঁধে তাহলে বুঝতে হবে সেটি AB গ্রুপের রক্ত ।আর যদি অ্যান্টি-a এবং অ্যান্টি-b কোনোটির সাথে জমাট না বাঁধে তখন বুঝে নিতে হবে সেটি O গ্রুপের রক্ত।

এবার রক্তের গ্রুপটি পজেটিভ না নেগেটিভ সেটা কিভাবে বুঝব ??? জেনে নেওয়া যাক।

এক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় অ্যান্টি 'rh' সিরাম। পরিষ্কার দন্ডের সাহায্যে সিরামটিকে নির্দিষ্ট রক্তের গ্রুপের সাথে মিশিয়ে রেখে দিতে হবে। এক্ষেত্রে যদি রক্তের ছানা কাটা হয় তাহলে সে ক্ষেত্রে rh পজেটিভ, আর যদি জমাট না বাঁধা স্বাভাবিক রক্ত হয় সে ক্ষেত্রে rh নেগেটিভ।

চলুন তাহলে একটি পরীক্ষার মাধ্যমে পদ্ধতিটি দেখে নেওয়া যাক।


IMG_20230504_214743.jpg


আমি এখানে B+ রক্তের গ্রুপ পরীক্ষা করার পদ্ধতিটি তুলে ধরেছি ।ঠিক একইভাবে আপনারা ,সমস্ত গ্রুপের রক্ত পরীক্ষা করতে পারবেন।

এর জন্য প্রথমে আমরা একটি পরিষ্কার জীবাণুমুক্ত কাঁচের স্লাইড নিয়ে নিয়েছিলাম। তারপর মধ্যমা বা অনামিকা আঙুলটিকে স্পিরিটযুক্ত তুলো দিয়ে ভালোভাবে মুছে নিয়ে বাতাসে শুকিয়ে নিয়েছিলাম ।একটি বিশুদ্ধ নিডিলের সূচালো প্রান্ত দিয়ে আঙ্গুলের মাথাটা চেপে ধরে আস্তে করে নিডিলটাকে ফুটিয়ে দিয়েছিলাম। তারপর রক্ত বার হওয়ার পর স্লাইডের উপর তিনটি আলাদা আলাদা পজিশনে রক্তের নমুনাটি নিয়ে নিয়েছিলাম ।

তিনটি আলাদা আলাদা পজিশনে রক্তের নমুনা নিয়েছিলাম কারণ প্রথম ধাপে রক্তের গ্রুপ নির্ণয় করার জন্য দুটি জায়গার একটিতে অ্যান্টি - a সিরাম এবং অপরটিতে অ্যান্টি - b সিরাম মিশিয়েছিলাম। যেহেতু আমার রক্তের নমুনা অ্যান্টি-b সিরাম এর সঙ্গে জমাট বেঁধেছিল ,তাই খুব সহজেই বলা যায় এটি অ্যান্টি -b গ্রুপের রক্ত।

তারপর তিন নম্বর রক্তের স্যাম্পেল টিতে আর rh স্যাম্পেল মিশিয়ে দেখলাম রক্তটি জমাট বেঁধে গেল ।এর থেকেই বুঝে নিলাম এটি rh পজেটিভ রক্ত।

সুতরাং, দেখা গেল রক্তের গ্রুপটি B+ ।


IMG_20230504_212741.jpg

নতুন একটা জিনিস শিখতে পেরে আজ খুবই খুশি হয়েছিলাম আমরা সকলেই ।তাই সেই অনুভূতিটা আর বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম ।আশা করি আপনাদের ভালো লাগলো।

আজ এই পর্যন্তই শেষ করছি ।ভালো থাকবেন আর সকলে সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।

ডিভাইসrealme 8i
ফটোগ্রাফার@pujaghosh
লোকেশনবনগাঁ
সময়দুপুর ১:০০ টা
তারিখ০৪/০৫/২০২৩
পোস্টের বিবরণজেনারেল রাইটিং
Sort:  
 2 years ago 

রক্তের গ্রুপ নির্ণয় সম্পর্কে আমারও কিছু ধারণা আছে। এই বিষয়গুলো শিখতে এবং জানতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনি আজকে পোষ্টের মাধ্যমে গুরুত্বপূর্ণ কিছু কথা তুলে ধরেছেন। লেখাগুলো পড়ে আমার কাছে খুবই ভালো লাগলো।

 2 years ago 

আপনারও রক্তের গ্রুপ নির্ণয় সম্পর্কে বেশ কিছু ধারণা আছে জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু, নতুন কিছু শিখতে পারলে তার আনন্দের অনুভূতিটাই আলাদা। আর তাইতো আজ আপনি রক্তের গ্রুপ নির্ণয়ের পরীক্ষা শিখতে পেরে খুবই আনন্দিত হয়েছেন। সেই সাথে গ্রুপ নির্ণয়ের পরীক্ষা কিভাবে করা হয় সে বিষয়ে সকল তথ্য তুলে ধরেছেন। তাই আপনার পোস্ট পড়ে খুবই ভালো লাগলো। রক্তের গ্রুপ পরীক্ষা করা নিয়ে দারুন একটি পোস্ট উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

একদমই তাই ভাই ,নতুন কিছু শিখতে পারলে আমাদের তার মধ্যে একটা সুন্দর অনুভূতি কাজ করে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

দিদি আপনি দেখি প্রাণিবিদ্যা সম্পর্কে বেশ ভালোই কিছু অর্জন বা শিখেছেন ৷ আসলে রক্তের গ্রুপ জেনে নেওয়া খুব জরুরি ৷ কারন মাঝে মধ্যে এক প্রান বাচানোর জন্য রক্ত অনেক উপকারে আসে ৷ এসব মাঝে মধ্যে হয় খবর আসে রক্ত দেওয়া জন্য ৷ আপনি দেখি খুব সহজে রক্ত গ্রুপ পরীক্ষা করলেন ৷ বিষয়টা অনেক সুন্দর গুছিয়ে উপস্থাপন করার জন্য ধন্যবাদ ৷

 2 years ago 

বেশি কিছু অর্জন করতে পারিনি ভাই ,তবে মোটামুটি কিছু কিছু জিনিস শিখতে পেরেছি ।ধন্যবাদ তোমাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

কলেজে পড়া অবস্থায় সন্ধানী ডোনার ক্লাবের সঙ্গে বেশ কিছুদিন কাজ করেছি। তখন এই রক্ত পরীক্ষা করার বিষয়গুলো শিখেছিলাম। বেশ মজা লেগেছিল। আবার অনেকদিন পর সেগুলো আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পেরে ভালো লাগলো। পুরনো স্মৃতি মনে পড়ে গেল। তাছাড়া অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি শেয়ার করেছেন আপু। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনিও সন্ধানী ডোনারের সঙ্গে কাজ করে এই বিষয়ে জ্ঞান অর্জন করেছিলেন জেনে খুশি হলাম আপু।

 2 years ago 

আপনি শিখতে পেরেছেন সেইসাথে আমার বাংলা ব্লগে আমাদের সাথে শেয়ার করেছেন ।তাই আপনার থেকে আমরাও শিখে নিয়েছি। আসলে আমরা খুব কম লোকই রক্তের গ্রুপ নির্ণয় করার পদ্ধতি জানি। দিদি আপনার এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ ছিল আমাদের সবার জন্য।

 2 years ago 

আপনিও আমার থেকে শিখতে পারলেন জেনে আমি খুব খুশি হলাম ভাই ।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আসলে নতুন কিছু শেখার মধ্যে অন্যরকম একটা অনুভূতি রয়েছে যে অনুভূতিটা সবার মাঝে প্রকাশ করা একেবারেই অসম্ভব হয়ে পড়ে। কিন্তু আপনি খুবই সুন্দর ভাবে আপনার অনুভূতিটা লেখার মাধ্যমে প্রকাশ করেছেন দেখে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে দিদি। আপনার এই পোস্ট থেকে আমরাও রক্তের গ্রুপ নির্ণয়ের পদ্ধতিটা জানতে পারলাম পড়ে ভালো লাগলো। খুবই সুন্দর ভাবে তুলে ধরেছেন বর্ণনা গুলো।

 2 years ago 

একদমই ঠিক ভাই ,নতুন কিছু শেখার মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করে ।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

দিদি আপনার পোষ্টের মাধ্যমে আমরা শিখে নিতে পারলাম রক্তের গ্রুপে নির্ণয়ের ব্যাপারে এটি। আপনি তো দেখছি সাজিয়ে গুছিয়ে খুবই সুন্দরভাবে শুরু থেকে শেষ পর্যন্ত রক্তের গ্রুপ নির্ণয়ের পরীক্ষা টি আমাদের সকলের মাঝে তুলে ধরেছেন। আসলে আপনার এই পোস্টটি আমাদের সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই শিখতে পারবে এই ব্যাপারটি। এরকম একটা গুরুত্বপূর্ণ পোস্ট শেয়ার করেছেন দেখে ভালো লেগেছে।

 2 years ago 

আমার পোস্টটি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

রক্তের গ্রুপ নির্ণয়ের পরীক্ষার বিষয়টি আপনি এই পোস্টটির মাধ্যমে শুরু থেকে শেষ পর্যন্ত সাজিয়ে গুছিয়ে খুবই সুন্দর ভাবে তুলে ধরেছেন দিদি। আপনার এই পোস্টটি পড়ে অনেকেই এই পরীক্ষার বিষয়টি জানতে পারবে এবং অনেকেই শিখতে পারবে এই বিষয়টি। একটি পরীক্ষার মাধ্যমে এই পদ্ধতিটি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে ভীষণ ভালো লাগলো। আপনার সম্পূর্ণ পোস্টটি আমি পড়েছি এবং অনেক কিছুই শিখতে পারলাম।

 2 years ago 

আমার সম্পূর্ণ পোস্টটি আপনি পড়েছেন এবং নতুন কিছু শিখতে পেরেছেন জেনে আমি অনেক খুশি হয়েছি আপু।

 2 years ago 

কথাটা হলো আপনি কি নিজের আঙ্গুলে নিজেই সূচ ফুটিয়েছেন? আমার যা ভয় লাগে এসব বলে বোঝাতে পারব না। আমি তো এই ভয়ে রক্তের গ্রুপ টাই পরীক্ষা করতাম না। নিজের মন গড়া একটা গ্রুপ বসিয়ে দিতাম যেখানে প্রয়োজন 🤪। তবে একবার বাধ্য হয়ে করতে হয়েছিল, তখন বলেছিল O পজিটিভ। আর এই গ্রুপের মানুষ গুলো নাকি আমার মত ভালো হয় 🤞😊। তবে পরীক্ষা করার পদ্ধতি গুলো একদম নতুন জানলাম আজ। সত্যি ভীষণ ভালো লেগেছে।

 2 years ago 

আসলে আমারও আপনার মত আঙুলে সূচ ফোটাতে খুবই ভয় করছিল ,কিন্তু যেহেতু বাধ্যতামূলকভাবে কাজটা করতেই হবে, তাই জন্য আমার নিজের আঙ্গুলেই ফোটানোর পদ্ধতি টা আপনাদের মাঝে শেয়ার করলাম। আসলেই O পজেটিভ ব্লাড গ্রুপের মানুষরা সবাইকে ব্লাড দিয়ে অনেক উপকার করে, সত্যি হয়তো তারা আপনার মত এরকম ভালো মনের হয়।

 2 years ago 

সুযোগ বুঝে নিজের ঢোল পিটিয়ে নিলাম 🤞😉

 2 years ago 

ভালো করেছেন 🤣🤣🤣।

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.23
JST 0.030
BTC 80279.21
ETH 1599.26
USDT 1.00
SBD 0.67