সমাজসেবায় স্বেচ্ছায় রক্তদান এবং রক্তদান নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা//আমার বাংলা ব্লগ//১০% to @shy-fox

হ্যালো বন্ধুরা,

আমি মো : আশিকুজ্জামান আশিক। বাংলাদেশ থেকে আপনাদের মাঝে।সকলকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা "আমার বাংলা ব্লগ" কমিউনিটি সকল ভাই ও বোনেরা এবং এই কমিউনিটির সকল মডারেটর এবং ফাউন্ডার। আশা করি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে।



রক্তদান

  • রক্তদান বলতে আমরা কোন মানুষের রক্তশূন্যতা, চিকিৎসা ক্ষেত্রে এবং বাচ্চা হওয়ার ক্ষেত্রে যদি রক্ত প্রয়োজন হয় তাহলে স্বেচ্ছায় রক্ত দেওয়াকেই আমার রক্তদান বলতে পারি।

CollageMaker_20211207_211934128.jpg



রক্তদান উদ্দেশ্যে কিছু কথা,

রক্তদান হলো লাল ভালোবাসা। কেউ ভালোবাসা প্রকাশ করে টাকা দিয়ে আবার কেউ ভালোবাসা প্রকাশ করে অন্তর দিয়ে। একটা অসুস্থ রোগীকে যদি আমাদের এই সামান্য প্রয়াস তার প্রাণ বাঁচাতে পারে তাহলে এটা আমাদের জন্য অনেক। আজ বাংলাদেশে এক বোতল পানি কিনে খেতে হলে টাকার প্রয়োজন সেখানে অনেকেই আছে যারা ফ্রিতে রক্ত দান করে এই আশায় যে একটা মানুষের প্রাণ বাঁচাবে অথবা একটা মানুষ সুস্থ হয়ে যাবে।আমাদের সকলেরই উচিত রক্তদান করা। কেননা আপনি যে রক্তদান টা করবেন সেটা কোন একটা মানুষের প্রাণ বাঁচাতে পারে।আমাদের এই সামান্য প্রয়াস কোন মানুষকে সুস্থ করবে এবং তার ফলে হয়তো তার পরিবার ও স্বচ্ছল ভাবে চলতে পারবে। এজন্যে আমাদের সকলেরই উচিত রক্তদান করা। এটার মূল কারণ হচ্ছে যে আমার সামান্য এইটুকু প্রয়াস এর জন্য কারোর ভালো হবে। আপনি হয়তো দুইদিন পরে কাকে রক্ত দিয়েছেন ভুলে যাবে। কিন্তু যাকে রক্ত দিয়েছেন সে সারাজীবন আপনার কথা মনে রাখবে কারণ আপনি তাদের পরিবারের একজন মানুষের জীবন সুস্থ হতে মূল উৎস ছিলেন। আমাদের সমাজের আশেপাশে দেখলে দেখা যাবে যে অনেক মানুষের রক্তের অভাবে মারা যাচ্ছে বা সুস্থ হতে পারছে না। তাই আমরা সকলেই চেষ্টা করব রক্তদান করার। এতে আপনার কোন ক্ষতি হবে না তিন মাস পর হয়তো আপনি সুস্থ হয়ে যাবেন এবং আপনার রক্ত পূরণ হয়ে যাবে আপনার শরীরে।

আমার রক্ত দান করা।



হঠাৎ করে একটা বড় ভাইয়ের ফোন আসলো যে ভাই কি করছো তোমার শরীর কি সুস্থ আছে। আমি বললাম যে ভাইয়ের শরীর সুস্থ আছি কেনো কি হয়েছে।আমাকে বলল ভাইয়া তুমি কি রক্ত দিতে পারবা। আমি বললাম জি ভাইয়া অবশ্যই। কারণ এর আগেও আমি চারবার রক্ত দিয়েছি। আমার রক্ত দেওয়া বিগত চার মাস হয়ে গেছে। তাই বললাম যি ভাইয়া আমি রক্ত দিতে পারব। আমি বললাম কার লাগবে রক্ত আর কিসের জন্য। ভাইয়া তখন আমাকে বললো আমার এক আত্মীয় এর সিজার করে বাচ্চা হবে তো তাই রক্ত লাগতো। তুমি দিলে খুব ভালো হতো তোমার সাথে রক্তের গ্রুপ মিলে গেছে তো। আমি আগে থেকেই রক্ত দেই এজন্যই ভাইয়া আমার রক্তের গ্রুপ টা জানতো। আমি বললাম এমন ভাবে বলছো কেন ভাই আমি অবশ্যই যাবো কবে লাগবে বলো। আমাকে বলল তুমি তো দিনাজপুরেই আছো কালকে সিজার হবে তো তুমি দিনাজপুর মেডিকেল এ গিয়ে রক্ত টা দিও। আমি বললাম আচ্ছা ভাইয়া কখন লাগবে। ভাই আমাকে বলল দশটার সময় গিয়ে দিয়ে এসো। সিজার 2 টার দিকে শুরু হবে তো ডাক্তার আগেই দুই ব্যাগ রক্ত রেডি করে রাখতে বলেছে।

তো আমি সেই মতে চলে গেলাম দিনাজপুর মেডিকেলে। গিয়ে রক্ত দেওয়ার জন্য ফরম ফিলাপ করে বসেছিলাম আমার সিরিয়ালের জন্য।

IMG_20211130_121412.jpg

Device: Radmi note 8

Location Source

আমার সিরিয়াল আসার পর আমি গেলাম‌ এবং রক্ত দিলাম । রক্ত দেওয়ার পর 5 মিনিট শুয়ে ছিলাম।

IMG_20211207_225713.jpg

Device: Radmi note 8

Location Source

তারপর উঠে বাইরে বের হলাম। যাকে রক্ত দিয়েছিলাম তার পরিবারের সাথে কথা বলে আমি মেডিকেল থেকে বের হয়ে আসলাম। রক্ত দেওয়ার পর শরীরটা একটু দুর্বল লাগে এজন্য বিয়ের হয়ে প্রথমে একটি ডাব খেলাম।

IMG_20211130_125343.jpg

Device: Radmi note 8

Location Source

ডাব খাওয়ার পর শরীরটা অনেক সতেজ হলো। এর পর আমি আবার ম্যাচে চলে আসলাম।

আমার এই সামান্য একটু প্রয়াস এ তার অনেক উপকার হলো। কারণ এতে গোটা পরিবারের মুখে হাসি আসলো। আর যদি কেউ রক্ত না দিতো তাহলে অবস্থাটা কি হতো একবার ভেবে দেখেছেন। তাই আমাদের সকলের উচিত রক্তদান করা।

আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। সকল তরুণ প্রজন্মের কাছে আমার অনুরোধ থাকবে সবাই রক্ত দান করবেন সমাজের পাশের মানুষের পাশে থাকবেন।



বন্ধু এই ছিল আজকে আমার ব্লগ এবং গুরুত্বপূর্ণ কিছু কথা আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি দোয়া এবং ভালোবাসা রইলো। আর পোস্টে কোন ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন।

ধন্যবাদ সবাইকে



আমি কে

IMG_0028 (1)-01.jpeg

আমি মো: আশিকুজ্জামান আশিক।বাংলাদেশ থেকে। আমি একজন ছাত্র। দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে লেখাপড়া করি।আমি সব সময় কথায় না কাজে বিশ্বাস করি।আর আমি স্বাধীন প্রিয় মানুষ।মনের বিরূদ্ধে কোনো কাজ করি না।নতুন নতুন বিষয় জানতে ও শিখতে খুব আগ্রহী আর নতুন কোন কিছু শিখতে পারলে আমার কাছে অনেক ভালো লাগে।আমার সখ বই পড়া,গান শুনা এবং ঘোরাঘুরি যা আমার বেশ ভালো লাগে।

আমার বাংলা ব্লগ ফ্যান🥰

Sort:  
 3 years ago 

ধন্যবাদ আপনাকে এইরকম একটা মহৎ কাজের জন।রক্তদান করা আমাদের সবার দরকার।কার কখন কিভাবে সাহায্য লাগে বলা যায় নাহ।হয়তো আপনার রক্তের জন্য আরেক জনের জীবন বেঁচে জাবে।ধন্যবাদ ভাি এই রকম একটা মহৎ কাজের সাথে শামিল হওয়ার জন্য।

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। আমাদের সবার উচিত রক্তদান করা।

রক্তদান নির্দ্বিধায় একটি মহৎ কাজ। এই কাজটি আমার অনেক পছন্দের, আসলে রক্তদান এর মধ্যে অন্যরকম একটা তৃপ্তি আছে। নিয়মিত রক্ত দিয়ে অন্যের মাঝে বাঁচিয়ে রেখে নিজেকে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোষ্ট করার জন্য।

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.22
JST 0.030
BTC 82964.94
ETH 1892.42
USDT 1.00
SBD 0.79