রক্তের গ্রুপ টেস্টের অনুভূতি
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
শনিবার,০৩ ফেব্রুয়ারি ২০২৪ ইং
বেশ কিছুদিন ধরে আমি আমার ভোট লেখানোর জন্য চেষ্টা করছি, কিন্তু কোনভাবেই লেখা সম্ভব হচ্ছে না।একটার পর একটা সমস্যা লেগেই থাকতেছে। বেশ কিছু দিন ধরে উপজেলা নির্বাচন অফিসে ঘোরাঘুরি করছি, কিন্তু সামান্য কিছু কাজের জন্য আমাকে বারবার ঘোরাচ্ছেন।প্রথম দিন যখন আমি ভোট লেখাতে যাই তখন তারা আমাকে চেয়ারম্যান এর সিগনেচার এর জন্য আমার ভোট লেখা হয়নি, পরে আমাকে ঘুরে আসতে হয়েছে।আর আমার বাসা থেকে উপজেলা নির্বাচন অফিস বেশ অনেক দূর।প্রায় সতের কিলোমিটার দূরে, যাওয়া আসা প্রায় দেড়শ টাকা লাগে। এরপর আমি আমার সকল কাগজপত্রের মধ্যে চেয়ারম্যান এর সিল এবং সিগনেচার করে নিয়ে উপজেলা নির্বাচন অফিসের মধ্যে চলে যাই। সেখানে আমি একজন কর্মকর্তা কে আমার কাগজপত্র গুলো জমা দিতে যাই।সে আমার কাগজপত্র গুলো দেখে এবং শেষে আমাকে রক্তের গ্রুপ টেস্টের রিপোর্ট পেপার নিয়ে আসতে বলে।
এরপর আমি মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে চলে গেলাম রক্ত পরীক্ষা করার জন্য। যেহুতু সরকারী মেডিকেল তাই প্রচন্ড মানুষের ভিড়। লাইনে দাঁড়িয়ে পড়লাম। লাইনে বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম। তবুও আমার কোন সিরিয়াল আসছিল না।আর ওদিকে নির্বাচন অফিসের মধ্যে দেরি করে গেলে অফিস বন্ধ হয়ে যাবে।তাই আমি লাইন থেকে বের হয়ে একটি ডাক্তারের সাথে পরামর্শ নেয়ার জন্য, একটি রুমের মধ্যে প্রবেশ করলাম। সেখানে বেশ অনেক গুলো রোগী ছিল। তারপর আমি একজন ডাক্তার কে রক্তের গ্রুপ টেস্টের কথা বললাম।সে আমাকে ৩৪ নাম্বার রুমের মধ্যে যেতে বলে।
IMG_20240201_131948.jpg](
এরপর আমি তাদের কথা অনুযায়ী ৩৪ নাম্বার রুমের দিকে অগ্রসর হলাম। কিছুক্ষণ এর মধ্যেই আমি ৩৪ নাম্বার রুমের সামনে এসে পৌঁছলাম।এই রুমের নাম হচ্ছে প্যাথলজী বিভাগ, এখানে বেশ সব ধরনের টেস্ট করা হয়ে থাকে। আমি তাদের চার্টের মধ্যে প্রায় বিশটি টেস্টের নাম দেখছিলাম।তো আমি সেখানে গিয়ে একজন ডাক্তারের সাথে কথা বললাম রক্তের গ্রুপ টেস্ট নিয়ে।তারা আমাকে বলে সিনিয়র স্যার নামাজ পড়তে গেছেন, তাই আমাকে তারা বাইরে অপেক্ষা করতে বলে। আমি বাইরে বের হয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম।
কিছুক্ষণ এর মধ্যেই সিনিয়র স্যার নামাজ আদায় করে চলে আসলেন। তারপর একজন লোক বাহির থেকে ডেকে ভিতরে নিয়ে যায় আমাকে। আমি ভিতরে গিয়ে সিনিয়র স্যার এর কাছে গিয়ে বসলাম। এরপর সে আমার একটি আঙ্গুল থেকে দুই থেকে তিন ফোঁটা রক্ত নেয় দুটি কাঁচের মধ্যে এবং আমার গুলোর উপরে কিছু ওষুধ মিশ্রণ করে।বেশ কিছুক্ষণ রক্ত গুলো দেখার পর তারা আমাকে বলে তোমার রক্ত O পজেটিভ। তারপর তারা আমাকে একটি রশিদ লিখে দেয়। আমি রশিদ টি নিয়ে চলে আসি।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Device | Redmi 10C |
---|---|
Camera | 48 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
https://twitter.com/riyad_xx2/status/1753604221906366736?t=-yiAuz0wSEy8f5u7k_EVkg&s=19
রক্তের গ্রুপ টেস্ট এর দারুন অনুভূতি শেয়ার করেছেন ভাই পরিবেশ ভালো লাগলো। ভাই আপনার "ও" পজিটিভ রক্ত তাই আপনি সবাইকেই তো রক্ত দিতে পারবেন। অসংখ্য ধন্যবাদ ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
জী ভাইয়া আপনাকে ও অনেক অনেক ধন্যবাদ অনেক সুন্দর একটি মন্তব্য করার জন্য।