শীতের সকালের সূর্যোদয়।।

in #blogyesterday
আসসালামু আলাইকুম,

সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।

শীতের সকাল মানেই সৌন্দর্যপূর্ণ একটি সকাল।আমার ভীষণই ভালো লাগে শীতের সকাল।শীতের সকালে যখন সূর্য মামাটি উঁকি দেয়।তখন মনে হয় সব শীত যেন নিমিষেই দূর হয়ে গেল।শীতের সকালের মিষ্টি রোদটা সকল মানুষেরই পছন্দের।শীতের সকালের মিষ্টি রোদে বসে এক কাপ চা খেতে পারলে নিজেকে ভাগ্যবান মনে হয়।শীতের সকালের মিষ্টি রোদটা সত্যিই অপূর্ব সুন্দর হয়ে থাকে।

IMG20240808181410.jpg

সকালের মিষ্টি রোদ গুলো আমাদের শরীরের জন্য প্রচুর উপকারী হয়ে থাকে।প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে এই সকালের রোদে।রোদের মধ্যে থাকা ভিটামিন-ডি আমাদের সকলের শরীরের জন্য ভীষণ ভাবে প্রয়োজনীয়।বিশেষ করে যাদের শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা রয়েছে।তাদেরকে এই রোদ গুলো বেশি গায়ে মাখতে বলা হয়ে থাকে।এই রোদ আমাদের শরীরে না লাগার ফলে, অনেক মানুষই আছে যারা ভিটামিন-ডি এর অভাবে ভুগছে।

IMG20241113162830.jpg

IMG20241113162757.jpg

For work I use:


মোবাইল
Oppo A17
ফটোগ্রাফার
@ayeshasiddika10
লোকেশন
জীবননগর, চুয়াডাঙ্গা, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

গ্রাম অঞ্চলে থাকা মানুষগুলো খুব সহজেই এই রোগটি উপভোগ করতে পারে।গ্রামের বাড়িতে শীতের সময় খুব সকালে হাঁটতে যেতে সবারই ভালো লাগে।তখনই এই রোদটা ফুটে ওঠে।আর আমাদের শরীরে যখন সেই রোদটা এসে লাগে।তখন আমাদের শরীরের নানান ধরনের সমস্যা দূর হতে থাকে।শীতকাল মানেই উপভোগ করার মতো একটি সময়।এ সময় সকল মানুষই বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে থাকে।তাই শীতকালকে ভ্রমণের জন্য সঠিক সময়ও বলা হয়ে থাকে।

ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।সবাই ভালো থাকবেন।আল্লাহ্ হাফেজ।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.22
JST 0.036
BTC 98531.65
ETH 3359.79
USDT 1.00
SBD 3.16