শখের ফটোগ্রাফি পর্ব- ৪১|Black & White||
আমি রাহুল হোসেন। আমার ইউজার নেমঃ@mrahul40।বাংলাদেশ থেকে।আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
- সাদা-কালো
- ১২,ডিসেম্বর ,২০২৩
- মঙ্গলবার
আজকে আপনাদের মাঝে আবারো হাজির হলাম ফটোগ্রাফির পোস্ট নিয়ে। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে তাই সময় পেলেই ফটোগ্রাফি করতে ছুটে চলে যায়। ফটোগ্রাফি এমন একটি বিষয় যা বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ের স্মৃতি ধরে রাখতে সাহায্য করে। আজকের পোস্টে বিভিন্ন এলাকার বিভিন্ন সময়ে ঘোরাঘুরি মুহূর্তে কিছু ফটোগ্রাফি। ফটোগ্রাফি করা আমার অনেক শখ ।শখের বসেই করে থাকা হয় ফটোগ্রাফি। বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে চায় সুন্দর সুন্দর অনেক কিছুর দেখা মেলে সেগুলো স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য ফটোগ্রাফি করা হয় মূলত। কোন একদিন কোন এক দর্শনীয় স্থানে ঘুরতে গেলে সেখানকার পরিবেশের ছবি তুলতে বেশ ভালো লাগে। আপনাদের মাঝে মাঝে আমি অনেক ধরনের ফটোগ্রাফি শেয়ার করেছি তবে আজকে একটু ভিন্নধর্মী ফটোগ্রাফি শেয়ার করতে চলেছি। আজকের ফটোগ্রাফি পর্বটা সাজিয়েছি সাদা কালো ফটোগ্রাফি দিয়ে। মাঝেমধ্যে কিছু ছবি রঙিন এর থেকে সাদাকালো বেশি ভালো লাগে। জানিনা আজকের ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে তবে চেষ্টা করেছি নতুন ভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য।
📸ফটোগ্রাফি📸
Device : Realme 7
What's 3 Word Location :
ইটের ভাটায় কর্মব্যস্ত মানুষের কাজ করার দৃশ্য। ইটের ভাটা যে চেম্বারে ইট পোড়ানো হয় সেখানে প্রচুর গরম থাকে ।সাধারণত আমরা যেসব জুতা ব্যবহার করি সে জুতা পায়ে দিয়ে উপরে ওঠা যায় না এত গরম থাকে যে এটা গলে যাবে। তাই যারা এখানে কাজ করেন তারা কাঠের জুতা পরিধান করেন। আগুনের এত তাপ যে পাশে দাঁড়িয়ে থাকলে গরম লেগে যায়। ইটের ভাটায় বড় বড় ভেজা গাছ দিয়ে দেয় অল্প সময়ের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায়। |
---|
📸ফটোগ্রাফি📸
Device : Realme 7
What's 3 Word Location :
সকালে ঘুম থেকে উঠেই বসে বসে জিমাচ্ছে নদীর ধারে। একটু পরে তাদের জীবিকার তাগিদের নড়তে হবে। ব্যস্ততম নগরীতে কেউ কারো নয় সবাই যার যার মত ব্যস্ত তাই নিজের কাজ নিজেকেই করতে হবে। তাই ঘুম থেকে উঠতে না ইচ্ছে হলেও ঘুম থেকে উঠতে হয় ।ঘুম চোখ থেকে না সরলেও বসে বসে ঝিমিয়ে ঘুম দূর করতে হয়। |
---|
📸ফটোগ্রাফি📸
Device : Realme 7
What's 3 Word Location :
নৌকাগুলো সারি সারি ঘাটে বেঁধে রেখেছে যাত্রীদের আশায়। কখন নৌকার যাত্রী আসবে সেই আশায় বুক বেঁধে অপেক্ষা করছে নৌকার মাঝিরা। কারণ এই নৌকার মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করতে হয়। কিছু নৌকা নদীতে ছুটে চলছে আর কিছু অপেক্ষা করছে জাতির আশায়। |
---|
📸ফটোগ্রাফি📸
Device : Realme 7
What's 3 Word Location :
নৌকা ঘাটে যাওয়ার জন্য কাঠ এবং স্টিলের তৈরি রাস্তা। এই রাস্তা ধরে এগোলেই সামনে বসে বসে নদীর সৌন্দর্যটাও দেখা যাবে। আশেপাশে কর্মব্যস্ত মানুষ এবং নদীর ভিতর দিয়ে বড় বড় লঞ্চ এবং নৌকা চলছে সেগুলো দেখা যাবে এ রাস্তা ধরে সামনে গিয়ে অপেক্ষা করলে। সম্ভবত এই ঘাট থেকে লঞ্চে উঠতে হয় এর আগে এইখানে তেমন যাওয়া হয়নি সেজন্য ধারণাটাও কম। |
---|
📸ফটোগ্রাফি📸
Device : Realme 7
What's 3 Word Location :
চলছে ছোট নৌকা একটি যাত্রী নিয়ে ।তার পিছন দিয়েই চলছে বড় বড় দুটো ট্রলার একই নদীতে ভিন্ন ধরনের চিত্র যে যার মত ব্যস্ত নিজের গন্তব্য নিয়ে। যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেয়ায় মাঝিদের দায়িত্ব। নদীর তীরে বসে থাকলে এমন হাজারো চিত্র চোখের সামনে আসবে। বেশ ভালো লাগে এমন চিত্র দেখে দেখে সময় কাটাতে। |
---|
📸ফটোগ্রাফি📸
Device : Realme 7
What's 3 Word Location :
নৌকায় তাদের একমাত্র আবাসস্থল রাত হলেও তারা নৌকাতেই ঘুমিয়ে যায়। যেহেতু প্রচুর মশা রয়েছে তাই মশারি টান নিয়ে নিরাপদে ঘুমাইতে হবে। যত যাই হোক নিজের যত্নটাও তো নিতে হবে মশার কামড়ে অসুস্থ হয়ে গেলে তার পরিবারকে কে দেখবে। মানুষের জীবন ভিন্ন রকম এক বৈচিত্র্যময় সময়ের সাক্ষী হয়েছিলাম। |
---|
📸ফটোগ্রাফি📸
Device : Realme 7
What's 3 Word Location :
ইটের ভাটায় সবার সাথে কাজ করছে ছোট্ট শিশুটি ।সে হয়তো শখের বাসায় কাজটি করছে। কারণ ছোটবেলায় কারোর কাজ করা দেখলে আমরা এমন কাজ করতাম। একটি যে ভাটায় অনেক ধরনের শ্রমিক থাকে এক একজনের কাজ একেক রকম। আমি দূর থেকে দেখছি শিশুটি ইট উল্টিয়ে দিচ্ছে ।আমি তার কাছে যেতেই সে কাজ করা থামিয়ে দিয়ে আমার দিকে তাকিয়ে ছিল। ছোট সময়টা অনেক ভালো মাথায় কোন চিন্তা থাকে না ইচ্ছা মত সময়টাকে ইনজয় করা যায়। |
---|
আজকে আমি ব্ল্যাক এন্ড হোয়াইট ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম ।জানিনা কেমন হয়েছে যদি ভাল হয় পরবর্তীতে আমি আরো ভিন্নভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোন পোস্টে ভিন্ন কোন গল্প নিয়ে সে পর্যন্ত সাথেই থাকুন ধন্যবাদ।
আমি মোঃ রাহুল হোসেন, আমার ইউজার নেম @mrahul40। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন।
তোমার ফটোগ্রাফি সব সময় বেস্ট হয়ে থাকে। তোমার ফটোগ্রাফির প্রেমে পড়ে গেছি মামা। তোমার থেকে আমাদের ফটোগ্রাফি শেখা। ব্লাক এন্ড হোয়াইট ফটোগ্রাফি গুলো সত্যি অসাধারণ লাগে আমার কাছে। নদীতে নৌকা চালানোর দৃশ্য ও ইটভাটার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেছি। সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের দেখার সুযোগ করে দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
কিছু কিছু ফটোগ্রাফি সাদাকালো অনেক বেশি ভালো লাগে। আমার ফটোগ্রাফি গুলো তোমার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ
সম্পূর্ণ ভিন্ন ধরনের ফটো এডিটিং আর সাদাকালো ফটোগ্রাফিগুলো তো অসাধারণ ছিল। ছোট্ট ছেলেটির ফটোগ্রাফি টা বেশি ভালো লেগেছে।
ভিন্ন ধরনের ফটোগ্রাফি উপস্থাপন করার চেষ্টা করেছি। মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ
আপনি প্রতিনিয়তই অনেক সুন্দর সুন্দর আলোকচিত্র আমাদের মাঝে উপস্থাপন করেন।
আজকের পর্বে সবগুলো ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে।
বিশেষ করে প্রথম দ্বিতীয় এবং পঞ্চম নম্বর ফটোশপ থেকে বেশি ভালো লাগলো।
নতুন নতুন ফটোগ্রাফি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি সব সময়। আমার ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ
আজকের ব্ল্যাক এন্ড হোয়াইট থিমটা কিন্তু বেশ চমৎকার ছিল, যে কোন ছবি ব্ল্যাক এন্ড হোয়াইট খুব বেশি মানায় বলে আমি মনে করি, বিশেষ করে বাচ্চার ছবি কিংবা নৌকার ছবি এ দুটো আমাকে খুব বেশি আকর্ষিত করেছে আপনি খুব চমৎকার ফটোগ্রাফি করেন।
জী ভাই নতুন একটি থিম নিয়ে ফটোগ্রাফি করার চেষ্টা করেছি এবং আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা
বন্ধু তোমার ব্ল্যাকস অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফি গুলো দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। এ ধরনের ফটোগ্রাফি এবারই প্রথম আমার বাংলা ব্লগে দেখলাম। আজকে তোমার এই ভিন্ন ধরনের ফটোগ্রাফি গুলো দেখতে বেশ ভালই লাগলো। অনেক অনেক শুভকামনা রইল তোমার জন্য।
নতুন-নতুন ফটোগ্রাফি নিয়ে তোমাদের মাঝে আমি হাজির হবো। আমার ফটোগ্রাফি তোমার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। মতামত প্রকশের জন্য অসংখ্য ধন্যবাদ
আপনার সাদাকালো এই ফটোগ্রাফি গুলি সত্যি অনেক অসাধারণ । নদীর মধ্যে নৌকা সহ ফটোগ্রাফি গুলি অনেক সুন্দর হয়েছে।
নতুন কিছু আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। এটা আপনাদের ভালো লেগেছে জেনে খুশি হলো। ধন্যবাদ
আপনি ফটোগ্রাফি করতে পছন্দ করেন।আপনার শখের ফটোগ্রাফিতে আজ ব্ল্যাক এন্ড হোয়াইট ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো। আপনি চমৎকার বর্ননায় ফটোগ্রাফি গুলো শেয়ার করলেন। আমার কাছে খুব ভালো লেগেছে।ধন্যবাদ আপনাকে।
মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ