কালো টাকায় যতো অসুখ
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
কিছু কিছু মানুষের দেখবেন কালো টাকায় যেনো তারা পাহাড় গড়ে ফেলছে। এমনকি এমন কিছু মানুষও দেখবেন যে, যে কোন জিনিস কখনো দাম দেখে কেনে না। এমনকি সেটা যতো দামি জিনিস হোক না কেনো, সেটা কিনার সময় কখনো নিজের ব্যাংক ব্যালেন্স কিংবা নিজের এসেটের দিকে তাকায় না। কারণ সে জানে যে, সে যে জিনিসটাতে হাত দিচ্ছে। সেই জিনিসের কয়েক হাজার গুণ বেশি তার কাছে রয়েছে। এমনকি এমন অনেক মানুষকেও আমি দেখেছি। যাদের নিজেদের টাকার হিসাবটাও রাখতে পারেনা যে এতো বেশি টাকা রয়েছে তাদের।
কিন্তু আপনারা যদি আমাদের দেশের কিছু কর্তাদের দেখেন অর্থাৎ যাদের আসলে এই কালো টাকার পাহাড় রয়েছে। তারা কিন্তু দিন শেষে কেউ ই সুখী জীবন যাপন করতে পারেনা। তাদের জীবনে শুধুমাত্র টাকার সুখটাই থাকে এবং এই সুখটাও তারা অন্যান্য অসুখের জন্য অনুভব করতে পারেনা।
তারা শুধু টাকা ই কামিয়ে যায়। কিন্তু এদিকে তাদের সম্পর্ক, তাদের শরীর, তাদের প্রিয় মানুষেরা সবকিছুতেই যেনো তাদের এক প্রকার অশান্তি লেগে থাকে এবং এতো এতো টাকা থাকা সত্ত্বেও তারা দিন শেষে নিজেদেরকে সুখী মানুষ হিসেবে দাবি করতে পারে না। তার একটা মাত্র কারণেই হলো, কালো টাকায় কোনো সুখ আসলে আসে না। কারণ সৃষ্টিকর্তা এই সুখ কখনোই আসতে দেন না।
তাই কালো টাকার পাহাড় গড়ার আগে মানুষের একবার চিন্তা করা উচিত যে, সে যে ভালো থাকার জন্য কালো টাকার পাহাড় গড়তে চাচ্ছে। সেই ভালো থাকাটাই কিন্তু একেবারেই জন্য জীবন থেকে চলে যাবে। যদি এই কালো টাকা জীবনে আসে। কারণ সৃষ্টিকর্তা কখনোই খারাপ জিনিস পছন্দ করেন না সে সাথে অন্যায়কে কখনোই প্রশ্রয় দেন না এবং অন্যায়কারীর শাস্তি তিনি পৃথিবীতে যেমন দেন, তেমন পরকালেও দেন।
কালো টাকা দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। কালো টাকার পাহাড় গড়তে গিয়ে তারা তাদের জীবন অন্ধকারের দিকে ধাবিত করে দেয়। তাদের কাছে টাকা থাকলেও তারা কখনো সুখী হতে পারেনা। দিন শেষে তাদের মত অসুখী আর কেউই থাকে না। অসংখ্য ধন্যবাদ এমন একটি বাস্তব সত্য বিষয় নিয়ে পোস্ট করার জন্য।