জড়তা ।
জড়তা আমাদের জীবনের একটি বড় সমস্যা। জড়তা বলতে আমি শুধু কোনো নির্দিষ্ট জড়তাকেই বোঝাতে চাই না। কারণ, জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমাদের জড়তার সম্মুখীন হতে হয়। এগুলো নিয়েই জীবন চলে। এখন আমাদের মৌখিক ভাষার জড়তা আশা করা যাক। আমরা বেশিরভাগই মঞ্চে বক্তৃতা বা গানকে না বলতাম। আর এটাই কি একমাত্র কারণ জানেন?