ভালোবাসার চাওয়া ও পাওয়া

in Black and white3 years ago

building-7214070_960_720.webp

image source

ভালোবাসা দিয়ে সব সময় সব কিছু জয় করা যায় না। ভালোবাসা পাওয়ার আগ্রহ ও ইচ্ছা অনেক বেশি থাকা সত্যেও না পেলে সত্যি অনেক বেশি খারাপ লাগে। ভালোবাসা পাওয়ার ইচ্ছাই আমিও হয়তো অনেক বেশি ভালোবাসা দিয়ে থাকি, কিন্তু তার বিনিময়ে আমার শূন্যস্থান পূরণ হয় না। আর এর কারণে অনেক বেশি কষ্ট পেতে হয়। কিন্তু বেশি ভালোবাসা দিয়ে নিজেও ভালোবাসা চাওয়া টা কি অপরাধ ? জানিনা আমি। একদিন হয়তো তোমার দেয়া এই অবহেলায় অবহেলিত হয়ে হারিয়ে যাবো তখন সত্যি আর খুঁজে পাবে না।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.24
JST 0.029
BTC 80246.23
ETH 1533.94
USDT 1.00
SBD 0.76