কিছু সময়

in Black and white2 years ago

কিছু সময় ভালো লাগার আবার কিছু সময় ভালোবাসার, কিছু সময় কাছে থাকার আবার কিছু সময় অনেক দূরে চলে যাওয়ার আর্তনাদ। কিছু সময় জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত আবার কিছু সময় জীবনের সবচেয়ে খারাপ মুহূর্ত। কিছুটা সময় নিজেকে কারো কাছে বিলিয়ে দেয়ার আবার কিছুটা সময় কারো কাছ থেকে নিজেকে ছিনিয়ে আনার। আর এটাই মানুষের জীবনের অনেক বড় একটা পার্ট। এই ভাবে প্রতিটি পুরুষ মানুষের জীবন অতিবাহিত করতে হয়।

pexels-olena-bohovyk-11427593.jpg

img

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95730.82
ETH 2731.31
SBD 0.68