মেয়ের জন্মদিনে কাটানো সুন্দর মূহুর্ত 💞
হ্যালো,
আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন। আমিও সৃষ্টি কর্তার কৃপায় ভালো আছি।আমি শাপলা দত্ত, বাংলাদেশ থেকে আজ আপনাদের মাঝে শেয়ার করো মেয়ের জন্মদিনে কাটানো সুন্দর মুহুর্ত ।আশা করছি আপনাদের ভালো লাগবে।
তো চলুন দেখা যাক কেমন কাটিয়েছি।
এর আগের পোস্টে বলেছিলাম মেয়ে মনি পিসি @bristychakiবাড়িতে আসতে পারেনি অবরোধের কারণে তাই জন্য মন খারাপ ছিলো।তো অবরোধ তুলে নেয়াতে আমরা চলে এসেছি উদ্দেশ্য ছিলো দুটো এক জন্মদিনে অর্থী,ঐশী দের সাথে মজা করা আর দুই @bristychaki আমাদের কে বাসায় রেখে ঢাকায় যাবে।তাই চলে এসেছি গোবিন্দগঞ্জ। বাড়িতে ওর সাথী তেমন নেই বল্লেই চলে।তাই ঐশী, অর্থী বলতে পাগল।যাই হোক বাসায় প্রথমে মেয়েকে পাটালিগুড়ের পায়েস খাওয়ায়ে আশির্বাদ করে বের হলাম রেষ্টুরেন্টের উদ্দেশ্যে।
রেষ্টুরেন্টে গিয়ে প্রথমে মজা করে বাচ্চারা সবাই কেক কাটলো এর পর কেক খেলো।এরপর বাচ্চাদের পছন্দ মতো খাবার অর্ডার করা হলো।আমরা গিয়েছিলাম ফ্রেন্ডস কিচেনে। আর বাচ্চারা অর্ডার করেছিলো ফ্রাইড রাইস,নাচস,মাসালা চিকেন, চিকেন ফ্রাই,ভেজিটেবল, রাইতা,কোক,হট কফি,ফ্রেন্সফ্রাই।
অনেক সময় ধরে আমরা গল্প করলাম। এক ঘন্টার বেশি সময় আমার ছিলাম রেষ্টুরেন্টে।যতোটা সময় ছিলাম দেখতে পেলাম অনেকেই খুব ভালো সময় কাটানোর জন্য রেষ্টুরেন্টে যায়।বেশ ভালো লাগলো।মেয়ে,ঐশী অর্থী তো খুব খুশি অনেক মজা করলো সবাই মিলে।আমি শুধু ফ্রন্সফ্রাই ও কফি খেয়েছি।
মেয়ের জন্মদিনে খুব সুন্দর একটা সময় পার করেছি।রেষ্টুরেন্ট থেকে বের হয়ে সোজা চলে আসলাম বাসায়।ঘুম আসছিলো না তাই মেয়েকে নিয়ে অনেক সৃতিচারণ করলাম।আসলে দেখতে দেখতে মেয়েটা আমার বড়ো হয়ে যাচ্ছে। সৃষ্টিকর্তার কাছে সব সময় মেয়ের জন্য প্রার্থনা করি আমার মেয়েটাকে যেন সুস্থ রাখে ভালো রাখে নিরাপদে রাখে।আমার মেয়ে আমার পৃথিবী আমার মেয়ে আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। আমার অক্সিজেন। দুষ্টামি করলে খুব রাগ করি বকাবকি করি। কিন্তুু দুষ্টমি না করলেও ভালো লাগে না।মেয়ের রেজাল্ট হয়েছে প্রথম হয়েছে বেশ ভালো লেগেছে রেজাল্ট দেখে।আমার মেয়েটার জন্য সবাই আশির্বাদ করবেন সবাই যেন সে মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠতে পারে।দেশের জন্য দশের জন্য কাজে লাগতে পারে।আজ এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্যকোন পোস্টের মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন।
টাটা
পোস্ট | বিবরণ |
---|---|
পোস্ট তৈরি | @shapladatta |
শ্রেণী | জেনারেল রাইটিং |
ডিভাইস | OppoA95 |
লোকেশন | গাইবান্ধা, বাংলাদেশ |
আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।
!

বাহ বেশ ভালই সময় অতিবাহিত করেছেন দেখছি। সত্যি বলতে অবরোধের কারণে অনেক মানুষেরই অনেক কিছু মিস হয়ে যায়, যেটি বৃষ্টি সাকি আপুর ক্ষেত্রে ঘটেছিল। যাইহোক অনেক বেশি আনন্দ করেছেন এবং ভালই খাওয়া দাওয়া করেছেন। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইয়া সুন্দর কমেন্ট করার জন্য।
আপনার মেয়ের জন্মদিনে দেখছি খুব ভালো সময় কাটিয়েছিলেন রেস্টুরেন্টের সবার সাথে। আপনাদের কাটানো মুহূর্তটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। রেস্টুরেন্টে গিয়ে দেখছি খাওয়া দাওয়াও খুব মজা করে করেছিলেন। ঐদিন আপনার একটা পোস্টে পড়েছিলাম অবরোধের কারণে আপনার মেয়ে তার পিসির বাড়িতে আসতে পারেনি। অবরোধ তুলে নেওয়ার পরে আপনারা এসেছেন জেনে ভালো লাগলো। সবাইকে একসাথে দেখে বেশি ভালো লেগেছে। আপনার মেয়ের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। দোয়া করি যেন সে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া খুব সুন্দর কমেন্ট করার জন্য।
আরাধ্যার এবারের জন্মদিন একেবারে ব্যতিক্রম ছিলো কিন্তু আমার কপাল খারাপ তাই তোমাদের সাথে মজা করতে পারলাম না।😥তোমরা সবাই মিলে অনেক আনন্দ করেছো তা দেখেই বুঝতে পারছি।তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই তোমার জন্য আমি ঢাকায় যেতে পেরেছিলাম এবং গিয়ে একটুও চিন্তা হয়নি মেয়েদেরকে নিয়ে ওরা অনেক ভালো ছিলো।মায়ের জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো।❤️❤️
হ্যাঁ সবাই মিলে মজা করেছি আর আপনাকে মিস করেছি।ঢাকায় গিয়ে নিশ্চিন্তে ছিলেন জন্য খুব ভালো লাগলো।
আপনার মেয়ে জন্মদিনে দেখতে খুব ভালই সময় কাটিয়েছেন। আসলে আদরের ছেলেমেয়েগুলোর জন্মদিনে এভাবে বাইরে গেলে তাদের কাছে অনেক ভালোই লাগে।ঐশী অর্থী নিশ্চয় অনেক খুশি হয়েছে এই সুন্দর সময় কাটানোর জন্য। এবং তার মনি পিসি থাকার কারণে তাদের কাছে আরো ভালো লাগলো। তবে আপনাদের আনন্দ মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন জন্মদিন এভাবে পালন করলে খুব মজা পায় বাচ্চারা।
বোঝাই যাচ্ছে মেয়ের জন্মদিনের খুবই সুন্দর একটা মুহূর্ত অতিবাহিত করেছেন আপনারা সকলেই। রেস্টুরেন্টের মধ্যে ঘন্টাখানেক সময় কাটিয়েছেন যে এই সময়টা আপনাদের কাছে সবথেকে বেশি সুন্দর এবং রোমাঞ্চকর ছিল। বাচ্চারা যদি ভালো থাকো তাহলে ভালো থাকে মা বাবা, মেয়ের জন্মদিনের কাটানো মুহূর্তটা আমাদের মাঝে সুন্দরভাবে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
হ্যাঁ খুব সুন্দর সময় অতিবাহিত করেছিলাম।ঘন্টা খানেক সময় খুব আনন্দে কাটিয়েছি।
দেরি করে হলেও আপনার মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। আপনার মেয়ের জন্মদিন টাতে সবাই মিলে ভালো সময় কাটাতে পেরেছেন দেখে ভালো লাগবে। সবাইকে একসাথে দেখতে পেলাম। বৃষ্টি চাকী আপু ছিল না কারণ তিনি ঢাকায় গিয়েছিলেন। ওনার বাসায় আপনার কাছে উনার মেয়েদেরকে রেখে গিয়েছিলেন দেখেই ভালো লেগেছে। রেস্টুরেন্টে গিয়ে খাওয়া-দাওয়া করলেন, আবার কেক কেটেছেন মেয়ের জন্মদিনে, এগুলো দেখে ভালো লেগেছে। মেয়ের জন্য দোয়া রইল আপু।
হ্যাঁ খুব ভালো সময় কেটেছে জন্মদিনে।
আপনার মেয়ের জন্মদিনে সবাই একসাথে রেস্টুরেন্ট দিয়েছেন দেখে ভালো লাগলো। রেস্টুরেন্টে দেখতেছি খুব মজার মজার খাবার খেলেন। তবে এভাবে জন্মদিনে কোথাও বাচ্চাকে ঘুরতে নিয়ে গেলে তাদের কাছে ভালো লাগে। মন থেকে দোয়া করি যেন আপনার মেয়ে মানুষের মত মানুষ হয়। এবং সামনের দিনগুলো যেন আরো সুন্দর হয় তার।
হ্যাঁ অনেক ভালো লাগে বাচ্চাদের। ধন্যবাদ আপু খুব সুন্দর মন্তব্য করার জন্য।
প্রথমে জন্মদিনের শুভেচ্ছা রইলো। আসলেই দিনগুলো।ভাল কাটালেন দেখেই বোঝা যাচ্ছে। আর খাবার গুলো সেই হলো আপু। সব মিলিয়ে বাচ্চাদের সাথে দারুন একটি সময় কাটালেন ভাল লাগলো পড়ে।
অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর করে কমেন্ট করার জন্য।
ইস্ এতগুলো খাবার মিস করেছি। আমাদের এখানে ফ্রেন্স কিচেন রেস্টুরেন্টের খাবারের মান খুবই ভালো আপু। যেহেতু মেয়ের মন খারাপ ছিল তাই পিসির বাসায় আসার পর নিশ্চয়ই মনটা অনেক বেশি ভালো হয়ে গিয়েছে। সবাইকে অনেক সুন্দর লাগছে আর খাবারগুলো দেখে তো লোভ সামলানো যাচ্ছে না। সব মিলিয়ে সুন্দর একটি মুহূর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ।
সত্যি মিস করেছেন। আপনারা থাকলে আরো বেশি মজা হতো।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।