🦜আমার পাখি সংগ্রহশালায় নবজাতকের আগমন|১০%শিয়াল মামার জন্য ❤️
০৭মাঘ, ১৪২৮ বঙ্গাব্দ
২১জানুয়ারি , ২০২২ খ্রিস্টাব্দ
১৮জমাদিউল সানি, , ১৪৪৩ হিজরী
শুক্রবার ❤️❤️
শীতকাল।
আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি
🦜🦜🦜🦜
🦜🦜🦜🦜
প্রিয় সহযোদ্ধা বন্ধুরা আশা করছি আপনারা সবাই সৃষ্টিকর্তার অশেষ কৃপায় কনকনে শীত ও করনা ভাইরাসের এরকম বিরূপ পরিস্থিতিতে ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব আমার পাখি সংগ্রহশালার নতুন নবজাতকের আগমন নিয়ে। আমি এর আগেও আমার পাখি সংগ্রহশালার সমস্ত পাখিগুলোকে নিয়ে দুইটা পোষ্ট স্টিম একাউন্টে করেছিলাম যারা পূর্বে দেখেছেন। |
---|
🦜ডিম🦜
🦜ডিম🦜
এখন বর্তমানে আমার পাখি সংগ্রহশালায় লাভ বার্ড, টিয়া, কোয়েল এবং চড়ুই পাখি আছে। গত কিছুদিন আগে বিরূপ আবহাওয়ার কারণে যে বৃষ্টি হলো তার মধ্যে একটি বাসা থেকে এই চড়ুই পাখির বাচ্চাটি আমি কুড়িয়ে পায়। এবং তখন বাচ্চাটি অনেক ছোট ছিল তারপর থেকে আমি বাচ্চাটির পরিচর্যা করি এবং খাওয়ায় বড় করে তুলি। এখন আপনারা দেখতে পাচ্ছেন পাখিটি প্রায় উরা উরা ভাব হয়ে গেছে |
---|
🦜তা দিচ্ছে 🦜
🦜তা দিচ্ছে 🦜
যেগুলোকে আমি নিয়মিত পরিচর্যা করি এবং এদের দেখভাল করে আমার আত্মার সাথে মিশে আছে এদেরকে ছাড়া যেন আমার দিনটা ভালো চলে না। আমি সকালে যখন ঘুম থেকে উঠি তখন উঠে প্রথমে এদের খোঁজখবর নেই এদের খাবার পানি বাসা সবকিছু ঠিক আছে কিনা এই গুলা দেখি। |
---|
🦜২টি বাচ্ছা ফুটেছে
🦜২টি বাচ্ছা ফুটেছে
বেশ কিছুদিন আগে আমার পাখি সংগ্রহশালার এক জোড়া পাখি পাঁচটা ডিম পেরেছিল। আমি তখন থেকেই ফটোগুলা সংগ্রহ করতে থাকি। |
---|
🦜৩টি বাচ্চা ফুটেছে 🦜
🦜৩টি বাচ্চা ফুটেছে 🦜
কিছুদিন পরে একটা ফটো তুলে ছিলাম তখন দেখছি সেখানে পাখি তা দিচ্ছে তার পরে বাচ্চা ফুটেছে এখন পর্যন্ত ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করবো তিনটা নবজাতকের আগমন ঘটেছে একজোড়া লাভ থেকে। |
---|
🦜ডিম পাহাড়ায় 🦜🦜
🦜ডিম পাহাড়ায় 🦜🦜
প্রথম ডিম পাড়ার পরে যখন আমি ফটো তুলতে গিয়েছিলাম তখন ঠিক খুটির মুখে এরকম দুইটা পাখি গার্ড দিয়ে রেখেছিল ।যে আমাকে ভিতরে ফটো তুলতে দেবে না আমিও দেখে খুব আশ্চর্য্য হয়ে ছিলাম ।যে তাদের ডিমের প্রতি তাদের কত মায়া । পাখি দুইটা হয়তো ভাবতে ছিল যে আমি এখান থেকে তাদের ডিম নিয়ে নিবো। |
---|
🦜চড়ুই পাখি🦜🦜
🦜চড়ুই পাখি🦜🦜
এটাই সেই চড়ুই পাখি যাকে আমি ছোট থেকে নিজ হাতে খাইয়ে বড় করেছি।। |
---|
🦜হালকা পালক গজিয়েছে 🦜🦜
🦜হালকা পালক গজিয়েছে 🦜🦜
এই ফ্রেমের ছবিগুলা গত 10 দিন আগে আমি যখন পাখির খাবার দিচ্ছিলাম তখন মোবাইল ক্যামেরা দিয়ে ছবি তুলেছিলাম। তখন হালকা হালকা গায়ে পালক গজিয়েছিল। যা আপনারা ছবিগুলোর মাধ্যমে দেখতে পাচ্ছেন এবং পাখিগুলা চোখ ফুটেছে। |
---|
🦜🦜🦜🦜
🦜🦜🦜🦜
এই ফ্রেমে আপনার যে ছবিগুলা দেখতে পাচ্ছেন এই ছবিগুলা আজকে সকালে যখন পাখির পরিচর্যা কাজ করছিলাম তখন আমি মোবাইল ক্যামেরা দিয়ে ছবি গুলা উঠিয়েছি ।পাখিগুলোর গায়ে প্রায় পালক সবই গজিয়েছে হয়তো আর কিছুদিনের মধ্যেই পাখিগুলা খুটির মধ্যে থেকে বাইরে বের হয়ে আসতে পারবে। |
---|
🦜🦜🦜🦜
🦜🦜🦜🦜
বড় একটা খাঁচার মধ্যে চার কোনায় র চাইরটা খুঁটি বেঁধে আমি মোট আটটা লাভ বার্ড পালন করি। তার মধ্যে দুই জোড়া ডিম পেড়েছে। যার এক জোড়ার বাচ্চা এবং ডিম আপনাদের সাথে শেয়ার করলাম। এবং আরেক জোরা নতুন করে চারটা ডিম পেড়েছে। খাঁচার মধ্যে পাখি অবস্থানরত অবস্থার দুইটা পিক আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। |
---|
❤️🦜🦜❤️
❤️🦜🦜❤️
এরই মধ্যে দিয়ে শেষ করছি আমার পাখি সংগ্রহশালার নবজাতক পাখিদের নিয়ে কিছু কথা এবং তাদের কিছু ফটোগ্রাফি শুরু থেকে এখন পর্যন্ত। আশা করি আপনাদের ভালো লাগবে। |
---|
লোকেশন:
https://w3w.co///follies.vinegar.obtaining
ডিভাইসঃ Redmi Note 5
>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ
আমার ছোট বেলা থেকে পাখি পালার অনেক ইচ্ছা ছিল।কিন্তু আসলে হয়ে ওঠে নাই। আজকে আপনার পাখি গুলো দেখে আমার খুব ভালো লাগলো।দেখে বোঝা যাচ্ছে অনেক যত্ন করেন পাখি গুলকে।শুভ কামনা রইল ভাই।
ধন্যবাদ ভাইয়া ❤️❤️
https://twitter.com/MdLiton82465447/status/1484405077473644558?t=t_YTKT1TSaK7pzfF-Dsjnw&s=19
দারুন সুন্দর পাখি। মানুষের কত বিচিত্র শখ থাকে। আপনার এই শখটি আমার খুবই ভালো লাগলো। পশু পাখির সঙ্গে থাকলে মন ভালো থাকে। সময় ও ভালো যায়। শুভকামনা আপনার জন্য।
ধন্যবাদ ভাইয়া❤️❤️
সুন্দর মন্তব্য করার জন্য
ভাইয়া,এই রকম পাখিগুলো দেখতে আমার খুবই ভালো লাগে।এগুলো কত সুন্দর রঙের হয়।আর এদের জীবনকাল যেভাবে তুলে ধরেছেন দেখতে বেশ ভালোই লাগতেছে৷ অসাধারণভাবে উপস্থাপন করেছেন। দোয়া করি যেন আপনার পাখিগুলো সুস্থ থাকে।
ধন্যবাদ আপু।। 🌹🌹
ধন্যবাদ ভাইয়া ❤️❤️
পাখিকে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। পাখি দেখলে মনটা চায় যে পাখিকে হাতে নিয়ে অনেক আদর করি আর তাকে নিজের হাতে খাওয়াই। পাখিকে ছোট থেকে বড় করার অনুভূতিটি অন্যরকম। আপনার পাখি সংগ্রহশালা গুলো দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে আপনার পাখিগুলোকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ করার জন্য ❤️❤️❤️
আমার পাখি সংগ্রহশালায় নবজাতকের আগমন সম্পর্কে খুব সুন্দর আলোচনা করেছেন। পাখি আসলে আমরা সবাই পছন্দ করি।আপনার পাখিগুলো দেখতে খুব সুন্দর লাগছে।পাখির ফটোগ্রাফি গুলো আমাদের মধ্যে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য ❤️❤️
খুবই সুন্দর ও অসাধারণ ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনার পাখির সংগ্রহশালা থেকে শুনে খুবই আনন্দিত হলাম। নবজাতকের আগমনে দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক উৎসাহিত আনন্দিত। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
জি ভাই আমি অনেক খুশি 😁😁😁
ধন্যবাদ ❤️❤️❤️
অসম্ভব সুন্দর ও ইউনিক কিছু নিয়ে আসার জন্য আপনাকে অনেক অনেক শুভকামনা। মনটা জুড়িয়ে গেল।সুন্দর।
ধন্যবাদ ❤️❤️
ধন্যবাদ
পাখি আমি অনেক পছন্দ করি৷ আপনার সংগ্রহশালায় নতুন পাখির আগমনের কথা শুনে অনেক ভালো লাগলো। আপনার সংগ্রহ শালার পাখিগুলো অনেক সুন্দর দেখতে। আশা করি এভাবেই আরো পাখিতে পাখিতে ভরে থাকবে আপনার সংগ্রহশালা। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
ধন্যবাদ ভাইয়া❤️❤️❤️