পরিচয় পর্ব (১)

প্রিয়
আসসালামু আলাইকুম, আমার বাংলা ব্লগ কউমিনিটির সকল মেম্বার, এডমিন ও মডেটোরদের আন্তরিক অভিনন্দন

আমি হাবিবুর রহমান তুষার, পিতাঃ মহসিন আলম খান, মাতাঃ হাসিনা খাতুন, গ্রাম: মাজদিয়া, ডাকঘর: ধাপাড়ী, উপজেলা: ঈশ্বরদী, জেলা: পাবনা।আমার জন্মভূমী বাংলাদেশ, আমার ধর্ম ইসলাম, আমার উচ্চতা ৫ফিট ৬ ইঞ্চি, আমার ওজন ৬৩ কেজি, আমার রক্তের গ্রুপ ‘এ’ পজেটিভ, আমি একজন অবিবাহিত পুরুষ, আমি একজন স্টুডেন্ট, আমি পড়াশুনার পাশাপাশি লেখালেখি ও মিউজিক নিয়ে কাজ করতে অনেক পছন্দ করি। ছোট বেলা থেকে আমার গল্প লেখা, কবিতা লেখা, ছবি আকানো আমর মাঝে নেশার মত কাজ করতো। মিউজিক নিয়ে অনেক স্বপ্ন ছিলো স্টেজে ড্রামস বাজানোর, আর এখন আমি স্টেজে ড্রামস, অক্টোপ্যাড, ইলেকট্রিক ড্রামস প্লেইং করি এবং কিছু ছেলেদের শেখানোর কাজ করি। আমার পরিবারে চার জন সদস্য রয়েছে বাবা, মা, ছোট ভাই আর আমি , পরিবারের বড় ছেলে আমি ।
IMG_1449.JPG

আমার “বাবা” একজন পেশায় পল্লি চিকিৎসক

abbu 0.jpg

আমার “মা” একজন গৃহিনী

ছোট ভাই সে এখনও লেখাপড়া করছে তার নাম তামিম ইকবাল
tamim.jpg

“তামিম” আমার ছোট ভাই সে এবার ২০২৪ সালে এস. এস.সি পরিক্ষা দিবে।

ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানেই শেষ করছি আমার ছোট জীবনের প্রাথমিক পরিচয় পর্ব
লেখাগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তা হলেই আমি স্বার্থক পরিশ্রম করে।

                                                                                                                                                                             (খোদা হাফেজ)

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.25
JST 0.034
BTC 95865.23
ETH 2807.98
SBD 0.67