পরজীবির বাঁধন ভয়ংকর
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আজকে আপনাদের সাথে আমি একটি আমার ছোট ঘটনা শেয়ার করবো।অর্থাৎ যেটা কিছুক্ষণ আগেই চোখের সামনে দেখলাম। অর্থাৎ বলতে গেলে খুব ছোট একটি ঘটনা। কিন্তু যদি চিন্তা করতে যাই। তাহলে সত্যি সেটা খুব একটা ছোট নয়। আমি যদি একটু বিস্তারিত বলি। তাহলে আপনারা ব্যাপারটি আরো ভালোভাবে উপলব্ধি করতে পারবেন কিংবা বুঝতে পারবেন।
ভোরবেলা ঘুম থেকে উঠেই আমার রোজকার একটি অভ্যাস হলো জানালা খুলে দিয়ে, পর্দা খুলে দেওয়া। কারণ ঘরে যতোক্ষণ পর্যন্ত আলো আসছে না ততোক্ষণ পর্যন্ত ভালো লাগে না।আমার কেনো জানি ঘরে যতোক্ষণ পর্যন্ত আলো ঢুকছে, ততোক্ষণ পর্যন্ত আমার সকাল হয়েছে বলে মনে হয় না এবং সারাক্ষণ ঘুম ঘুম লাগে। তাই আমি ভোরবেলা উঠে এই কাজটা করি। যদিও যেদিন ক্লাস থাকে, সেদিন করতে পারি না। কারণ যেদিন ক্লাস থাকে সেদিন ঘুম থেকে উঠেই কোনো রকম রেডি হয়ে দৌড় মারতে হয়। অর্থাৎ বাসায় থাকলে করি এই কাজটি।
যাইহোক, আজকেও যথারীতি তাই করছিলাম। অর্থাৎ ঘুম থেকে উঠেই বিছানা গুছিয়ে এরপর জানালার পর্দা, জানালার গ্লাস খুলে দিচ্ছিলাম। তখন দেখলাম যে, আবার জানালার গ্রিলের সাথে একটা পাতা খুব সুন্দরভাবে বেড়ে উঠছে অর্থাৎ একেবারে পেঁচিয়ে পেঁচিয়ে। তো স্বাভাবিকভাবেই দেখলাম সেটা এর আগের দিন অনেক কম ছিলো। অর্থাৎ মাত্র একটা লতা ছিলো। কিন্তু আজকে হতে হতে একেবারে অনেকগুলো লতা হয়ে গেলো। তো আমি ভাবলাম শুধু শুধু জানালাটা ভরে যাবে। তো সেগুলো আমি খুলে দেই।
তো যখন আমি খুলতে গেলাম। তখন আসলে আমি যেটা বুঝলাম যে, সেগুলো এতো শক্তভাবে লেগেছে। যে খোলা বেশ কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু দেখতে মনে হচ্ছিলো একেবারে নরম কিছু গাছের ডাল অনেকটা শাকের মতোন। আর সেই গাছটি যে গাছটিকে বেয়ে উঠেছে অর্থাৎ একটি কলা গাছকে বেয়ে উঠেছে। মোটামুটি ওই কলা গাছকে পুরোপুরি ভাবেই ঢেকে ফেলেছে।
এই ব্যাপারটি থেকে আমার তখন মনে হলো যে, এই যে পরজীবী যেই উদ্ভিদ কিংবা মানুষ। তারা আসলে অনেক বেশি ভয়ংকর হয়। কারণ তারা এমনভাবে আষ্টেপৃষ্টে কোনো কিছুকে ধরে যে তার সম্পূর্ণটুকু নিয়ে তবেই ছাড়ে। এই কারণেই আমি বললাম যে, পরজীবীর বাঁধন অনেক বেশি ভয়ঙ্কর। কারণ তারা নিজেদেরকে বাঁচাতে অন্যকে শেষ করে।
Это все-таки было дерево?
Каждое утро я открываю шторы и открываю окно, чтобы проветрить в комнате. Свежий воздух дает новую жизнь.
হ্যাঁ পরজীবী উদ্ভিদ যেমন আপনার জানালার গ্রিলের সাথে শক্তপোক্তভাবে লেগে যাচ্ছে ঠিক একইভাবে মানুষও ধীরে ধীরে শক্তভাবে দখল করার চেষ্টা করে। তাই আমাদের সবার উচিত পরজীবী উদ্ভিদ এবং মানুষ যথাস্থান থেকে সরিয়ে দেওয়া। আপনি যদি মানুষগুলোকে সেরকম সুযোগ না দেন সে ক্ষেত্রে আর শক্তভাবে দখল করতে পারবে না।
প্রকৃতির এই দৃশ্য সত্যিই চিন্তার খোরাক জোগায় । কিছু সম্পর্ক বা মানুষ ঠিক এই পরজীবী লতার মতো ধীরে ধীরে আশ্রয়দাতাকে গ্রাস করে ফেলে। টিকে থাকার জন্য পরস্পরের ওপর নির্ভরশীলতা স্বাভাবিক, তবে সেটা যদি একতরফা হয়, তাহলে ধ্বংস অনিবার্য।