ঘুরে এলাম দ্যা স্বপ্নদ্বীপ রিসোর্ট থেকে পর্ব-০১ ||১০% লাজুক খ্যাকের জন্য
আজ -৯ই চৈত্র| ১৪২৮ বঙ্গাব্দ | বুধবার| বসন্তকাল|
আজকে আপনাদের সামনে আবারো হাজির হলাম ভ্রমণ কাহিনী নিয়ে। এবারের ভ্রমণ কাহিনী টা পূর্বপরিকল্পনা বাদে হয়েছিল। বাসা থেকে হঠাৎ একটি কাজে কুষ্টিয়াতে যাই তখন হঠাৎ মনে হল কুষ্টিয়ার পার্শ্ববর্তী জেলা পাবনা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় একটি রিসোর্ট আছে সেখানে গিয়ে ঘুরে আসা যাক। আর ভ্রমণের সবথেকে ভালো যানবাহন এবং মজাদার যানবহন আমার কাছে মনে হয় বাইক আর তাই বাইক নিয়ে ছুটে যায় ঈশ্বরদী উপজেলার উদ্দেশ্যে।
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/backhand.untalented.sourcing
আমি এবং আমার এক মামা সকাল 11 টার দিকে কুষ্টিয়া থেকে বের হয়ে যাই বাইক নিয়ে। ছোট্ট একটি টুর এর উদ্দেশ্যে সেটা হল ঈশ্বরদী জেলায়। অনেকটি পথ পেড়িয়ে যেতে হবে আমাদের কাঙ্ক্ষিত জায়গাতে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। কারন রাস্তার উন্নয়ন মূলক কাজ চলছে তাই রাস্তায় প্রচুর জ্যাম আর প্রচুর ধুলাবালির কারণে জার্নিটা প্রথমদিকে খুব কষ্টকর হয়েছিল। আমরা যাত্রা শুরু করার পর কুষ্টিয়া শহর পার হতেই শুরু হয়ে যায় ধুলাবালির মেলা। ধুলাবালির গণ্ডি পেরিয়ে ভালো রাস্তাতে যায় তখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলি।
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/backhand.untalented.sourcing
কুষ্টিয়া জেলা থেকে পাবনা জেলা যেতে একটি সেতু পার দিতে হয় সেতুর নাম লালন শাহ সেতু। সেতুর আয়তন বেশি বড় না তারপরেও সৌন্দর্যে ভরপুর।
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/backhand.untalented.sourcing
সেতুটি আমরা সেতু সামনে যাই তারপর টোল প্লাজা থেকে 10 টাকা দিয়ে সেতুর উপরে উঠে সেতু উপরের সৌন্দর্য দেখার জন্য সেখানে মোটরসাইকেল দাড় করিয়ে সৌন্দর্য উপভোগ করতে থাকি।
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/umbrellas.drifters.caravans
তার বাম পাশে ছিল অনেক পুরাতন হার্ডিং ব্রিজ তার সৌন্দর্য মুগ্ধ কর। গরমের মাঝে সেতুর উপর দাঁড়িয়ে ঠান্ডা আবহাওয়ায় মনটাকে শীতল করে নিলাম। আর নিচে নদীতে ছোট ছোট নৌকা চলছিল যে উপর থেকে দেখতে বেশ দারুন লাগছিল। আমরা অনেকটা সময় সেতুর উপর সময় পার এবং সেতু সৌন্দর্য উপভোগ করতে থাকি। তারপর আমরা সেতু থেকে বের হয়ে ঈশ্বরদী উপজেলার উদ্দেশ্যে এগোতে থাকে আর আমরা রিসোর্টটা এর আগে যেহেতু যায়নি তাই সঠিক অবস্থান জানতে পারিনা তাই গুগল ম্যাপের সাহায্যে আমরা রিসোর্ট সামনে পৌঁছায়।
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/umbrellas.drifters.caravans
রিসোর্ট এর সামনে যেতেই দেখা মেলে মনমুগ্ধকর ডিজাইনের গেট তৈরি করে রেখেছে যা সত্যিই আমার কাছে অনেক ভালো লেগেছিল। তারপর আমরা যেহেতু দুজন ছিলাম তাই দুটো টিকিট কেটে আনে তবে টিকিটের দাম টা 100 টাকা।
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/umbrellas.drifters.caravans
আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। টিকিট কেটে আনার পর গাড়ি পার্কিং করে আমরা ভিতরে প্রবেশ করি।
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/umbrellas.drifters.caravans
ভিতরে প্রবেশ করতে দেখা মেলে একটি জায়গাতে সিমেন্ট কংক্রিট এর তৈরি বড় বড় মাপের হাতি বানিয়ে রেখেছে। এখানে প্রাকৃতিক সৌন্দর্য বলতে কিছুই নেই সবই কৃত্তিম ভাবে সাজিয়ে রেখেছে।
Device : Realme 7
What's 3 Word Location :https://w3w.co/umbrellas.drifters.caravans
ওইখানে কিছু সময় পার করে সামনে এগোতে দেখা মেলে একটি ডালে অনেকগুলা পাখি বানিয়ে রেখেছে যা দেখতে বেশ দারুন লাগছিল। আমরা কিছু সময় একটি স্থানে বসে বসে বিশ্রাম গ্রহণ করি তারপর আবার একটু হাঁটাহাঁটি শুরু করি সামনে এগোতে দেখা মেলে দুইটা জেব্রা বানিয়ে রেখেছে যা দেখতে বেশ দারুন লাগছিল তারপর আমরা এদিকে-ওদিকে ঘুরতে থাকে এবং বিশ্রাম গ্রহণ করি। আজ এই পর্যন্তই এসব সম্পর্কে আলোচনা হবে পরবর্তী কোন পোস্টে ধন্যবাদ সবাইকে।
ভ্রমণ করতে আমার অনেক ভালো লাগে আমিও মাঝে মাঝেই সময় পেলেই ঘুরতে চলে যাই অজানার উদ্দেশ্যে। রিসোর্টটিতে ঘুরে আপনি খুব সুন্দর সময় অতিবাহিত করেছেন আপনার ফটোগ্রাফি গুলো দেখেই তো বোঝা যাচ্ছে ধন্যবাদ আপনাকে
আপনার সাথে দেখি আমার অনেক মিল আছে আমারও ভ্রমণ করতে অনেক বেশি ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশ করার জন্য
দ্যা স্বপ্নদ্বীপ রিসোর্ট তো অসাধারণ ভাই। খুবই সুন্দর একটা জায়গা।ভালোই মজা হয়েছে মনে হচ্ছে। খুবই সুন্দর ভাবে বর্ণনার মাধ্যমে উপস্থাপন করেছেন ভাই। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া। 💞💞
জি ভাইয়া রিসোর্টটি বেশ দারুন ভাবে সাজানো। পরবর্তী পর্বে আপনাদের মাঝে সম্পূর্ণ শেয়ার করব। ধন্যবাদ আপনাকে মতামত প্রকাশ করার জন্য
দেখেই বোঝা যাচ্ছে আপনি ঘুরতে গিয়ে অনেক সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন সেইসাথে অনেক সুন্দর সুন্দর মনমুগ্ধকর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। মাঝে মাঝে এরকম ঘোরাঘুরি করলে নিজের কাছে খুবই ভালো লাগে সেই সাথে মন ফ্রেশ হয়ে যায়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ভ্রমণ কাহিনী আমাদের মাঝে শেয়ার করার জন্য
ঠিক বলেছেন মাঝে মাঝে ঘুরতে গেলে মন ফ্রেশ হয়ে যায়। ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।
স্বপ্নদ্বীপ রিসোর্টে ঘুরতে গিয়ে অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার ফটোগ্রফি গুলো দেখে আমার কাছে খুব ভালো লাগলো। সৌন্দর্য যত টুকু দেখতে পেলাম সেটুকুই আমাকে মুগ্ধ করেছে। আপনি খুব চমৎকার করে আপনার তার ভালোলাগাটা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আমদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমিও ভিতরে সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছিলাম। অসংখ্য ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশ করার জন্য
আসলেই স্বপ্নদ্বীপ রিসোর্ট এর ভিতরে জায়গা এগুলো আমার তো বেশ ভালো লাগলো। আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন। আসলেই বেশ ভালো লাগলো। যাইহোক খুব কম সময়ের মধ্যে সুন্দর একটি মুহূর্ত পার করেছেন এবং বিশ্রাম নিয়েছেন।
ছোট জায়গাটা অনেক ভালো করে সাজিয়ে রেখেছে পরবর্তী পর্বে আপনাদের মাঝে শেয়ার করব। ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশ করার জন্য
আসলে ভাইয়া বাইক নিয়ে ঘোরার মজাই আলাদা। আর আপনারা মামা ভাগ্নে মিলে অনেক সুন্দর ভাবে স্বপ্নদ্বীপ রিসোর্ট ভ্রমণ করেছেন। আরো অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। অপেক্ষায় রইলাম পরবর্তী পার্টের জন্য। শুভকামনা রইলো আপনার প্রতি।
জি ভাইয়া বাইক নিয়ে ঘোরার মজাই সবচেয়ে বেশি আমার কাছে মনে হয়। মূল্যবান মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ
ভ্রমণ করতে এবং ভ্রমনের পোস্ট পড়তে খুবই ভালো লাগে। মাঝে মাঝে আমাদেরকে এভাবে কোথাও ঘুরতে যাওয়া উচিত কেননা এতে আমাদের শরীর এবং মন দুটোই ভালো থাকে। রিসোর্টটিতে ঘুরে আপনি খুব সুন্দর সময় কাটিয়েছে তা আপনার ফটোগ্রাফি গুলো দেখেই তো বোঝা যাচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ
ভাইয়া কোথাও ঘুরতে গেলে মন ফ্রেশ হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশ করার জন্য
আসলে আপনার পোস্ট দেখে আমার কাছে রিসোর্ট এর নামটা সবথেকে বেশি ভালো লাগলো। এমনকি রিসোর্ট এর ভিতরের পরিবেশটা খুবই ভালো লাগলো। এরকম জায়গায় ঘুরতে নিশ্চয়ই আপনি অনেক ভালো অনুভব করেছেন। অনেক ঘোরাফেরা করলেন দেখছি। বিশেষ করে ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশি ভালো লাগলো। আমাদের মাঝে এরকম একটা মুহুর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ।
ঠিক বলেছেন রিসোর্টের নামটা বেশ আকর্ষণীয়। আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ।
স্বপ্নদ্বীপ রিসোর্ট টি দেখতে বেশ চমৎকার এটি ঘোরার জন্য অনেক ভালো একটি জায়গা। আপনি স্বপ্নদ্বীপ রিসোর্টে অনেক সুন্দর সময় কাটিয়েছেন এবং অনেক সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। বিশেষ করে জেব্রা এবং হাতির মূর্তি গুলো দেখতে অনেক অসাধারণ দেখাচ্ছিলো । যাইহোক আপনার মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এই রিসোর্টে এভাবে অনেক ভাস্কর্য বানিয়ে রেখেছে দেখতে বেশ দারুন লাগছিল। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য
পার্কের ভেতরের দৃশ্য সত্যি মমনোমুগ্ধকর কর। আপনি খুবই সুন্দর ভাবে আপনার ভ্রমণের বর্ণনা দিয়েছেন। বিশেষ করে ছবিগুলো অনেক সুন্দর ছিলো ভাই। ধন্যবাদ সুন্দর অভিজ্ঞতা শেয়ারের জন্য।
হ্যাঁ পার্কের ভেতরের দৃশ্য টা অনেক মনোরম ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান মতামত প্রকাশ করার জন্য