বন্ধুদের নিয়ে জমজমাট গানের আসর

in আমার বাংলা ব্লগ4 years ago

হ্যালো বন্ধুরা , আশা করি সবাই ভালো আছেন ।
গতকাল আমারা সব বন্ধুরা মিলে গানের আসর দিয়েছিলাম । জমজমাট গানের আড্ডার একটা অংশ ক্যামেরা বন্দি করেছিল আমার এক বন্ধু । আপনাদের মাঝে শেয়ার করতেছি । যদিও অডিও কোয়ালিটি অতটা ভাল আসে নাই। হেডফোন ইউজ করলে আশা করি মোটামোটি কোয়ালিটি পাবেন। গানটা ভাল লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ।

ধন্যবাদ ।

Sort:  
 4 years ago 

এতো ছোট পোস্ট করলে হবেনা। মিনিমাম ২০০-২৫০ ওয়ার্ড এর মধ্যে লিখতে হবে আর ফটোগ্রাফি ছবি মিনিমাম ৬-৭ টি দিতে হবে।

 4 years ago 

সাজেশন দেয়ার জন্য ধন্যবাদ 🤍

 4 years ago 

ভাইয়া আপনার বন্ধুদের সাথে গানের আড্ডা খুবই সুন্দর ছিল। কিন্তু পোস্টটি খুবই ছোট হয়েছে। ২০০-২৫০ শব্দের মধ্যে লিখতে হবে। আর একটা বিষয় আপনি যখন কোন গান গেয়ে পোস্ট করবেন তখন অবশ্যই ওই গানের লিরিক্সটা পোস্টের মধ্যে লিখবেন। শুভকামনা রইল আপনার জন্য।

 4 years ago 

ধন্যবাদ ভাই । এর পরে চেষ্টা করব বড় করে লিখতে

 3 years ago 

@winkles ভাইয়া আমি অসুস্থতা + সেমিস্টার ফাইনালের জন্য আমার বাংলা বল্গে নিয়মিত পোস্ট করতে পারি নাই। আমার লেভেল ও মুছে দেয়া হয়েছে । আমি এখন নিয়মিত ভাবে পোস্ট করতে চাচ্ছি । আমাকে কি আবার নতুন করে ইন্ট্রো পোস্ট করতে হবে ?? নাকি কোথা থেকে শুরু করব বুঝতেছি না ।
যদি কিছু সাজেশন দিতেন উপকৃত হতাম ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.25
JST 0.034
BTC 94042.59
ETH 2640.93
USDT 1.00
SBD 0.69