আত্মশুদ্ধির উপকারিতা

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আপনারা কতজনে আত্মশুদ্ধিতে বিশ্বাস করেন? আমি কিন্তু এই ব্যাপারটা তো অনেক বেশি বিশ্বাস করি। কারণ আমি মনে করি যে, একজন মানুষ হিসেবে বোধহয় প্রতিনিয়ত অনেক অনেক খারাপ কাজ করে যাচ্ছি। নিজের জানাতে কিংবা নিজের অজানাতে। হয়তো নিজের অজানাতেই আমরা বেশি খারাপ কাজ করে ফেলি। যেমন একটা ব্যাপার হলো, আমরা নিজের অজান্তেই অনেক সময় আমাদের অনেক প্রিয়জনদের মনে কষ্ট দিয়ে ফেলি। কারণ আমরা যখন কোনো কথা বলি। তখন আমরা কি বলি সেটা একটুও চিন্তা করে বলি না।

আর সেই সময় ওই মানুষগুলো কতোটা কষ্ট পায়। সেটাও আমরা কখনো চিন্তা করি না। আবার অনেক সময় আমরা আমাদের স্বার্থের জন্য অনেককে কষ্ট দিয়ে ফেলি। অর্থাৎ এমন অনেক খারাপ কাজ আমরা নিজেদের জানা কিংবা অজানাতে করে ফেলি। কিন্তু ভুল করার পরে আমরা কতজন আত্মশুদ্ধিতে বিশ্বাস করি? আমি জানিনা। কারন আমি বেশিরভাগই দেখেছি, বেশিরভাগ মানুষই আত্মশুদ্ধিতে বিশ্বাসী নয়।

আমরা যেহেতু মানুষ। স্বাভাবিকভাবেই আমরা অনেক ধরনের ভুল করবো।কিন্তু আমাদের সব সময় এটা মাথায় রাখতে হবে যে, আমাদের নিজেদেরকে শুদ্ধ করার একটা চেষ্টা আমাদের মধ্যে সবসময় বজায় রাখতে হবে। কারণ এই চেষ্টাটা ফুরিয়ে যাওয়ার মানেই হলো। আমরা আমাদেরকে নিজেদেরকে ভালো করার চেষ্টা করছি না। আর নিজের আত্মা যদি শুদ্ধ করতে পারি। তাহলে দেখা যাবে যে, আমরা আমাদের খারাপ কাজের পরিমাণটা অনেক কমিয়ে দিতে পেরেছি।

আত্মশুদ্ধি মানে হচ্ছে নিজের শুদ্ধতা করা। অর্থাৎ নিজের মনটাকে ভালো করা। নিজের কাজগুলোকে ভালো করা। নিজের ভুলগুলোকে বাছাই করে। সেগুলো বাদ দেওয়া এবং সেইগুলো থেকে শিক্ষা নিয়ে নিজেকে আরো ভালোভাবে গড়ে তোলা। আর তাই আমি মনে করি আত্মশুদ্ধির উপকারিতা অনেক বেশি আমাদের জীবনে। কারণ আমরা মানুষ। আমাদের প্রতিনিয়ত বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। যেখানে আসলে নিজেদের ভালো দিকটা ধরে রাখা খুব একটা সহজ ব্যাপার হয় না। তাই যদি আত্মশুদ্ধি আমরা করতে না পারি। তাহলে আমরা দিন দিন খারাপ মানুষের খাতাতেই নাম লেখাবো। যেটা আমাদের কারোর জন্যই কাম্য নয়।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96335.91
ETH 2788.63
SBD 0.67