||বিশ্বাস একটা ছোট্ট শব্দ ||[10% ʙᴇɴᴇғɪᴄɪᴀʀɪᴇs ғᴏʀ @sʜʏ-ғᴏx🦊]
আমার বাংলা ব্লগে
আজ সোমবার ১৬ই আগস্ট ২০২২ ইং
প্রায় আজ থেকে এক মাস আগের কথা ৷আমার বাড়ির পাশে বলতে গেলে একি গ্রামে বসবাস করি৷ সম্বন্ধে আমার প্রতিবেশী কাকু হবে লোকটি ৷বেশ ভালো সম্পর্ক কাকু টার সাথে ৷রোজ রাত পোহালে দেখা চলতে ফিরতে সবসময় কথা বার্তা ৷বুঝেনি তো গ্রামের মানুষ ৷তো কাকু টা একদিন বিপদে পড়ে আমার কাছ থেকে টাকা ধার চায় ৷কিন্তু আমরাও কাছে তেমন কোনো টাকা ছিল না ৷পরে কী আর করার ৷প্রয়োজন যেহেতু ,আর একজনকে সাহায্য করলে যদি তার উপকার আসে ৷তাহলে এর চেয়ে ভালো কাজ আর কি হতে পারে ৷আর মানুষ তো মানুষ কে সাহায্য করবে এটাই নিয়ম ৷কারন মানুষ তো মানুষের জন্যই ৷
তারপর বলতে আমার কাছে এক হাজার টাকার মতো ছিলই৷বাধ্য হয়ে এক হাজার টাকাই দিলাম ৷
কিন্তু তারপর ঘটলো এক বিরল ঘটনা দেখতে দেখতে অনেক দিন হয়ে গেলো ৷টাকা দেওয়ার কোনো খবর নাই ৷আসলে আমারও তখন টাকার প্রয়োজন ৷দেখা হলে বলি কাকু টাকা টা দরকার দিলে ভালো হয় ৷বলি তখন বলে আর কয়েকদিন ধৈর্য রাখো দিবো ৷কিন্তু টাকা দেওয়ার কোনো খবর নাই ৷দেখতে দেখতে আমার ও ধৈর্য ধরছে না ৷তারপর গত কালকে টাকা চাইতে গেলাম ৷তখন বলে টাকা না কী আমাকে দিয়ে দিছে ৷কেমনটা লাগে এক পর্যায়ে বিশাল তর্ক বিতর্ক ৷তারপর তো বাড়ির সবাই জানা জানি হলো একটা বিশাল বিশৃঙ্খলা সৃষ্টি হলো৷
পরিশেষে সবার মাঝে আমিই ছোট হলাম যে আমি যে তাকে টাকা দিছি তার প্রমান ৷আর তখনি আমার মনের ভিতর একটা খারাপ হয়ে গেল ৷যেদিন দিয়েছি সেদিন কোনো প্রমান নেই আর আজ প্রাপ্য টাকা নিতে গিয়ে প্রমান প্রয়োজন ৷হায়রে মানুষ
কী করার পরে আর টাকা ফেরত পেলাম না ৷
আসলে বিশ্বাস বা ভরসা টা যে সবাই রাখতে পারে না ৷তার বাসত্ব প্রমান পেলাম গতকাল ৷সত্যি বলতে আমি বিশ্বাস করে দিয়েছিলাম ৷কিন্তু সেই বিশ্বাসের স্বরুপ আমি পেলাম অবিশ্বাস ৷তাই মানুষ নামক কিছু মানুষ আছে ৷যাদের কে মানুষ বলা যায় তারা পশুর সমান৷
তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটি পোষ্ট বাস্তব জীবনে আজ বিশ্বাসের মর্যাদা পেলাম ৷তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন৷
আবারো হাজির হব অন্য কোন ব্লগ নিয়ে৷ এই প্রত্যাশা রেখে আজকের মত এখানে বিদায় নিচ্ছি ৷
ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন ৷
বিশ্বাস এমন একটি শব্দ যা যার তার কাছে আসে না কিন্তু আপনার কাছে আপনার সঙ্গে যা করেছে খুব খারাপ লেগেছে আমার
।আর দাদা অর্থ দিয়ে বিশ্বাস ভালোবাসা কিছুই পাওয়া যায় না।
হুম ভাই খুব খারাপ লেগেছে
গল্পটি পড়ে বুঝতে পারলাম বাস্তব জীবনের একটি গল্প। আসলে কি বলবো ভাই মানুষ আর মানুষ নেই মানুষের বিবেক বলতে কিছুই নেই। সবাই খালি কেমন যেন সুযোগের সৎ ব্যবহার করতে চায় কিন্তু একটা জিনিস ওই লোকটি চিন্তা করল না যে এরকম একটি বিপদ আমারও তো হতে পারে। আমিও তো এরকম একটা বিপদে পড়তে পারি তখন আমার কাছে কেমন কষ্টটা লাগবে। ভাই বুঝতে পারছি আপনি অনেক কষ্ট পেয়েছেন আসলে কিছু করার নাই কিছু মানুষরূপী অমানুষ দেশটাকে অবিশ্বাসের রাজ্যে পরিণত করছে।
হুম ভাই মানুষ বহুরূপী ৷আর মানুষের বিবেক নেই
সোর্স হিসেবে শুধু pixaby.com দিলে হবে না। মেইন সোর্স লিংক ইউস করুন।
আচ্ছা দাদা