দেবরের আই বুড়ো ভাত❤️
হ্যালো,
আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন। আমিও সৃষ্টি কর্তার কৃপায় ভালো আছি।আমি শাপলা দত্ত, বাংলাদেশ থেকে আজ আপনাদের মাঝে শেয়ার করবো আমার কাকাতো দেবর সুজয়ের আইবুড়ো ভাতের অনুভূতি।
আশা করছি আপনাদের ভালো লাগবে।তো চলুন দেখা যাক।
ভাইয়ের বিয়ের আমেজ কাটতে না কাটতেই দেবেরের বিয়ে কি মজা।বিয়ে মানেই মজা বিয়ে মানেই হৈ-হুল্লোড়, জমিয়ে খাওয়া দাওয়া।
সুজয় আমার বড়ো কাকা শ্বশুড়ের বড়ো ছেলে ব্যাংকে জব করে।বিয়ে ঠিক হয়েছে ফাল্গুনে।আশির্বাদে থাকতে পারিনি কারণ বাবার বাড়িতে ছিলাম আর ভাইয়ের অষ্টমঙ্গলা ছিলো।ওরা যাবে তাই ওদেরকে গুছিয়ে দিতে হয়েছে। আর সত্যি জানতাম না যে আর্শির্বাদ হবে শুনে ছিলাম দেখতে আসবে।কিন্তুু যশোর থেকে এসেছে দেখতে আর এসে সব কিছু পছন্দ হওয়ার কারণে সেদিনই আশির্বাদ পর্ব সেরে ফেলেছে মেয়ে পক্ষ। পছন্দ হবেই না আা কেন ছেলে ব্যাংকে জব করে।গ্রামের বাড়ি জমি অনেক।রংপুর শহরে পাঁচতলা বাড়ি,বাবা অবসরপ্রাপ্ত এসপি সুখের সংসার যেখানে চোখ বন্ধ করে মেয়েকে দেয়া সম্ভব। তবে মেয়ে পক্ষ তো না দেখে দেবেন না।ওনাদের মেয়েও বা কম কিসে মেয়েও ব্যাংকে জব করে।
যাইহোক সকালে গাড়ি দেখে বুঝতে পারলাম সুজয় মানে যার বিয়ে ওর নাম ও এসেছে।ভাবলাম বিয়ে অবদি থাকবে।হঠাৎ দুপুরে আমাদের কে ডাকতে এসেছে যে কাকিমা আইবুড়ো ভাত দিচ্ছে। আইবুড়ো ভাত আগে মাকে দিতে হয় সবার আগে যেহেতু কাকিমা দিয়েছে তাই আমরা এখন যে কোন দিন দিতে পারবো।আমার জা রংপুর থাকে আবার @bristychaki আসবে আমরা সবাই মিলে দিতে পারবো আইবুড়ো ভাত।সুজয়কে প্রশ্ন করলাম বিয়ে পর্যন্ত আছো তো না কি ও উত্তর দিলো পহেলা বৈশাখ পর্যন্ত আছি।তখন ভাবলাম তাহলে আর কারো জন্য অপেক্ষা না করে আমি দিয়েই দেব।পরদিন আয়োজন করলাম হঠাৎতই।কারণ সংক্রান্তিতে আমরা নিরামিষ খাবো।পহেলা বৈশাখে পুরোহিত দিয়ে ঘরের ঠাকুর পূজা করা হবে।আইবুড়ো ভাতে তো দু এক পদ রান্না দিয়ে হবে না তাই আর দেরি না করে আয়োজন শুরু হলো।
রান্না করা হলো খাসির মাংস,রুই মাছের কালিয়া,মাছ ভাজা,মসুর ডাল দিয়ে পুইশাক,আলু ভাজা,পাপড় ভাজা,টক,পায়েস,মিষ্টি, তরমুজ, লাল শাক ভাজা,সালাদ,লেবু।
এরপর আলপোনা দিয়ে সাজিয়ে গুছিয়ে দিলাম। এর আগে ভাইয়ের আইবুড়ো ভাতের ফটোগ্রাফি ও অনুভুতি শেয়ার করেছিলাম।
আশির্বাদ করার পর পায়েস খাইয়ে দিয়ে বলে দিলাম সব টা খেয়ে উঠতে হবে🙂।
এই ছিলো আমার আজকের দেবরকে দেয়া আইবুড়ো ভাত দেয়ার অনুভুতি। আশা করছি আপনাদের ভালো লাগবে।আজকের মতো এখানেই শেষ করছি।আবারও দেখা হবে অন্যকোন পোস্টের মাধ্যমে।সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
টাটা
পোস্ট | বিবরণ |
---|---|
পোস্ট তৈরি | @shapladatta |
শ্রেণী | জেনারেল রাইটিং |
|ডিভাইস |OppoA95
|লোকেশন|গাইবান্ধা, বাংলাদেশ
আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।
দেবরের আইবুড়ো ভাত অনেক আনন্দের একটি বিষয় আর আপনি অনেক স্বাচ্ছন্দে অনেক আইটেমের খাবারের আয়োজন করেছেন।এই আইবুড়ো ভাতে রেসিপিগুলোর ফটোগ্রাফি টা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে কারণ আলপনার ওপরে রেখে এই ফটোগ্রাফি টা দেখতে অনেক ভালো লেগেছে।আর আপনার এত সুন্দর একটি অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ দিদি।
অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর কমেন্ট করার জন্য।
আপনার দেবরের আইবুড়ো ভাতে দেখছি অনেক রকমের খাবারের আইটেম তৈরি করেছিলেন আপনারা। অনেক বেশি লোভনীয় খাবার দেখতেছি। নিজের আপনজনদের যদি বিয়ে হয় ওই বিয়েতে বেশি মজা করা যায়। বিয়েতে অনেক বেশি আনন্দ হয়। মেয়ে এবং ছেলে দুজনেই ব্যাংকে জব করে শুনে অনেক ভালো লাগলো বিষয়টা। আসলে যে কারোর ক্ষেত্রেই এটা হয়। সব দিক দিয়ে ঠিক হলেও সবাইকে তো যাচাই-বাছাই করতে হবে। যাই হোক সম্পূর্ণ অনুভূতি পড়ে অনেক বেশি ভালো লাগলো।
হ্যাঁ আপু ছেলের পছন্দের খাবার সব রান্না করা হয়েছিল। লোভনীয় ছিলো সব খাবার।
বেশ কয়েকদিন ধরে আপনার ভাইয়ের বিয়ের পোস্ট দেখেছিলাম। এখন আবার আপনার দেবরের বিয়ে। বাহ একের পর এক বিয়ে লেগেই আছে দেখছি আপনাদের পরিবারে। আই বুড়ো ভাতে অনেক কিছু তৈরি করেছেন দেখছি। দেখে বেশ লোভ লাগছে আমার। সাথে অন্য অনেক খাবারও ছিল। বেশ দারুণ ছিল পোস্ট টা। আশাকরি আপনার দেবরের বিয়েতেও বেশ আনন্দ করে কাটবে আপনাদের।।
ঠিক বলেছেন ভাইয়া ভাইয়ের বিয়ের পর দেবেরের বিয়ে বিয়ে যেন লেগেই আছে।অসংখ্য ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য।
এই বিষয়টা সম্পর্কে তেমন বেশি একটা আমার ধারণা ছিল না। আইবুড়ো ভাত সম্পর্কে কি বুঝায় এটা কিন্তু একেবারেই জানতাম না। তবে আজকে আপনার পোষ্টের মধ্যে থেকে অনেক জেনে গেলাম। বেশি ভালো লাগলো সুন্দর একটা পোস্ট দেখে।
আগে এই বিষয়ে ধারনা ছিলো না এখন হয়েছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ
বাহ আপনার দেবরের আইবুড়ো ভাত খাওয়া দেখে বেশ ভালো লাগলো। অনেক আইটেম রান্না করেছেন দেখছি। সে নিশ্চয় অনেক মজা করে খেয়েছে। তার বিবাহিত জীবনের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল।
হ্যাঁ ওর পছন্দের সব রান্না করা হয়েছিলো।মজা করে খেয়েছে অনেক।
সুন্দর সুন্দর লোভনীয় খাবার গুলো মিস করলাম।এরকম অনুষ্ঠানে যোগ দিতে পারলে খুবই ভালো লাগে।যাক আগেভাগে দিয়ে দিয়েছে এটা খুবই ভালো হয়েছে।ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইলো।❤️
হ্যাঁ মিস করেছেন সত্যি। বর ঢাকায় চলে যাবে মনের মতো করে পরে আইবুড়ো ভাত দেয়ার সুযোগ হবে না জন্য আগেভাগেই দেয়া হয়েছে আফা🙄😊।
বাপরে বাপ, ছেলের তো দেখছি অনেক কিছুই আছে! তাহলে মেয়ের বাবার রাজি হওয়াটাই স্বাভাবিক দিদি। তবে আপনি আইবুড়ো ভাতের জন্য এত কিছুর আয়োজন করেছেন, আমি তো পড়ে শেষ করতে পারছিলাম না দিদি। এতকিছু পেয়ে আপনার দেবর নিশ্চয় অনেক খুশি হয়েছিল।
হ্যাঁ সত্যি অনেক খুশি হয়েছে।চোখে মুখে খুশির ছাপ স্পষ্ট ছিলো।
বাহ! বেশ দারুন ব্যাপার দিদি।