আমার পরিচয়মূলক পোস্ট। Introducing post by @tanay123
Hello Everyone,,,
কেমন আছেন সবাই? আশা করি, সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ ৫ ফেব্রুয়ারী ২০২৪ সোমবার । আমি আজ আপনাদের সামনে ছোট একটি পরিচয়মূলক পোস্ট নিয়ে হাজির হয়েছি। কমিউনিটিতে এটা আমার প্রথম পোস্ট। আজকের পোস্টটিতে আমি আপনাদের সামনে আমার পরিচয় তুলে ধরবো।
আমি তনয় রায়। আমার স্টিমিট আইডি- @tanay123। আমার বয়স ২১ বছর।আমি বাংলাদেশের খুলনা জেলার বটিয়াঘাটা থানায় বাস করি। আমি খলসিবুনিয়া জি,পি,বি মাধ্যমিক বিদ্যালয় থেকে এস এস সি (SSC) পাস করি এবং বটিয়াঘাটা সরকারি কলেজ থেকে এইচ এস সি (HSC) পাস করেছি।এখন আজমখান সরকারি কমার্স কলেজে ব্যবস্থাপনা বিভাগে ৩য় বর্ষে অধ্যায়নরত আছি।আমার পরিবারে সদস্য সংখ্যা ৩ জন। মা, বাবা আর আমি।
আমার প্রিয় কাজগুলোর মধ্যে ফটোগ্রাফি অন্যতম। আমি শখের বসে মাঝে মধ্যে ফটোগ্রাফি করতে ভালোবাসি। ফটোগ্রাফিটা আমার শখে পরিনত হয়েছে।
Welcome to join us here.
Thank you so Much.
আপনার পরিচয় পত্রের পোস্টটি পরিবেশ ভালো লাগলো, আমি আপনার সম্পর্কে বেশ তথ্য সংরক্ষণ করতে পেরেছি আপনি খুলনা শহরে বাস করছেন।। এটা আমার পাশের জেলা, ধন্যবাদ আপনাকে।