Boc-story ||| A&J Craft এর আত্মকাহিনী পর্ব-০৩ ||| original writing by @saymaakter.
হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা রাখি সকলে সুস্থ আছেন এবং সুন্দরভাবে সময় গুলো উপভোগ করছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় ও মহান সৃষ্টিকর্তার রহমতে বেশ ভালো আছি।
আজকে আমি আবারো শত ব্যস্ততার মাঝেও আপনাদের মাঝে আমার ছোট গল্প "A&J Craft এর আত্মকাহিনী পর্ব-০৩" নিয়ে হাজির হলাম। আগের পর্বগুলোতে আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য পেয়ে গল্প লেখার আগ্রহ অনেক গুণ বেড়ে গেছে। সকলেই আমাদের জন্য দোয়া করবেন যেন A&J Craft পরিবার সকল কাজ সঠিকভাবে করতে পারে এবং অনেক বড় একটি পরিবারে রূপান্তরিত হয়।চলুন আর কথা না বাড়িয়ে আজকের পর্বে কি লিখেছি তা দেখে নেওয়া যাক।
কারণ গ্রামের মানুষেরা অনেক সহজ সরল হয়। তারা যখন অন্যের কাছে হাত পেতে কিছু পায় তখন তারা কিন্তু আস্তে আস্তে অলস হয়ে যায়। একসময় অলসতার কারণে দেখা যায় তাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ বাসা বাঁধে এবং আস্তে আস্তে সেই রোগগুলো তাদের জীবনকে ধ্বংস করে দেয়। আর গ্রামের যে লোকজন পরিশ্রম করে ক্ষেত খামারে এবং বিভিন্ন জায়গায় তারা দেখা যায় যে অনেক ভালো থাকে এবং সুস্থ থাকে ও নিজের ইনকামে নিজেকে পরিচালিত করে। এরাই জীবনে প্রতিষ্ঠিত হয় এবং এদের বাচ্চাকাচ্চারা দেখা যায় বড় বড় ইউনিভার্সিটিতে পড়ালেখা করে এবং ভালো চাকরি পেয়ে যায়।
আর আমার এই প্রতিষ্ঠানের লক্ষ্যটা এরকমই যে গ্রামের অবহেলিত মেয়েরা যেন অবহেলিত না থাকে। মানুষের ওপর নির্ভরশীল না থাকে তারা যেন স্বনির্ভর হতে পারে এবং নিজেই নিজের পরিবারটাকে পরিচালনা করতে পারে। অর্থনৈতিকভাবে পরিবারটাকে যেন সচ্ছল রাখতে পারে। ইনকাম কোথা থেকে আসবে সেই ইনকামের ব্যবস্থা করে দেওয়াটাই আমার ছিল লক্ষ আর এটা পূরণের জন্য A&J Craft এর সৃষ্টি।
আজকে একটু নিজেকে কিছুটা হলেও পরিতৃপ্ত করতে পেরেছি কারণ কিছু মানুষ হলেও তো এখান থেকে ইনকাম করছে এবং তাদের পরিবারটাকে পরিচালিত করছে। আমার লক্ষ্য আমি যেন এখানে অনেক বড় অংকের অবহেলিত মানুষদেরকে ইনক্লুড করতে পারি এবং তাদের ইনকাম সোর্সটা অনেক বড় করতে পারি। যেন তাদের ইনকামে তাদের পরিবার খুব সুন্দরভাবে পরিচালিত হয় এবং তাদের থাকার বাসস্থান থেকে শুরু করে প্রতিটি চাহিদায় যেন পূরণ করতে পারেন।
আমার পরিচয়।
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
https://x.com/mst_akter31610/status/1903081418110246977?t=7uxXdCNIS2MXoB1WJ-KkJQ&s=19