নিজেদের গাছের পেয়ারা। 10% Beneficiaries to @beautycreativity
আসসালামুআলাইকুম। আমি @sabbirakib এবং আজকে আমি আপনাদের সাথে আমাদের গাছের একটি পেয়ারার ছবি শেয়ার করবো।
আমাদের বাসাটা রাস্তার ঠিক সাথেই। ভবিষ্যতে যদি রাস্তা বড় হয়, সেই চিন্তা করে আমরা রাস্তায় নিয়ম অনুযায়ী ৩ফিট জায়গা ছাড়ার পরও আর দুই ফিট রাস্তা ছেড়ে বাড়ি তৈরি করেছি যাতে ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত সমস্যার মুখোমুখি না হয়। এই অব্যবহিত জায়গাটাতে আমার বাবা বেশ কিছু গুল্ম জাতীয় ফলদ গাছ লাগিয়েছিল। যার মধ্যে একটি হচ্ছে পেয়ারা গাছ। রাস্তার পাশে হওয়ায় আমরা কখনও এই গাছের পেয়ারা খেতে পারিনি। কেউ না কেউ এসে নিয়ে যায়। আমাদের অবশ্য এইক্ষেত্রে কোন দাবী নেই। সদকায়ে জারিয়া হিসাবে তা ছেড়ে দেয়া আছে।
আজকে বারান্দা থেকে কোন এক অজানা কারনে মিচের তাকিয়ে দেখি গাছে পেয়ারাটা ঝুলছে। খুব অবাক হলাম। কারন এমনটা হয় না। কেউ না কেউ পেড়ে নিয়ে যায়। নিচে গিয়ে বুঝলাম পেয়ারাটা এমন জায়গায় আছে যেখানে সচরাচর রাস্তা থেকে চোখে পড়েনা। যাইহোক, আমি নিয়ে আসি ছিড়ে।
আম্মু দেখে খুব খুশি হয়। কারন, গত তিন বছরে এই গাছের এই একটা মাত্র পেয়ারা আমাদের ভাগ্যে ঝুটে। পেয়ারাটি কেটে খাবারে যেন পরিবেশন করা হয়। বাসায় যেহেতু আমি, আম্মু আর বাবা আছে, তাই আমরাই খাই। খেতে অবশ্য তত স্বাদ লাগেনি। তবুও, নিজেদের গাছের পেয়ারা বলে কথা!
About Photo |
Location | South Gazirchat, Ashulia, Savar, Dhaka. |
Device | TECNO SPARK 6 |
Clicked by | @sabbirakib |
Wow! What a story! It's heartwarming to see the joy a single guava can bring, especially after three years 😊. Your generosity in sharing the fruits of your tree is inspiring 🙏. It's true, sometimes the greatest treasures are found in the most unexpected places 🌳. #HomegrownGoodness #SimplePleasures #SharingIsCaring #UnexpectedGifts #ThreeYearsInTheMaking
Yap, it is. Thank you for your kind reply. It’s also heartwarming and inspiring. Take love.
Very beautiful photos you share
Thank you.
!upvote 10
Hello
A beautiful specimen of guava, here although we can eat it green, it is preferred to be more mature, its skin is yellow and the center is intense pink.
💯⚜2️⃣0️⃣2️⃣4️⃣ Participate in the "Seven Network" Community2️⃣0️⃣2️⃣4️⃣ ⚜💯.
This post was manually selected to be voted on by "Seven Network Project". (Manual Curation of Steem Seven).
the post has been upvoted successfully! Remaining bandwidth: 95%
Thank you.
Your post has been rewarded by the Seven Team.
Support partner witnesses
We are the hope!