Street Food Of Kolkata|| BOC||March 21/03/2022||10% Beneficial to @beautycreativity.
Hello friends,
কেমন আছেন সবাই, আশা করছি সবাই খুবই ভালো আছেন এবং সৃষ্টিকর্তার আশীর্বাদে আপনাদের দিনগুলোও খুব ভালো কাটছে। গত কিছুদিন আগে আমি গিয়েছিলাম কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঘুরতে। এবং সেখানে গিয়ে প্রচুর ছবিও তুলেছিলাম।
কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল এর বিভিন্ন বিষয় নিয়ে ভবিষ্যতে আপনাদের সামনে উপস্থাপন করব। তবে আজকের ব্লগটা কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়ালকে নিয়ে না, বরং তার পাশে অবস্থিত একটি খাবারের দোকান কে কেন্দ্র করে। আশাকরি আপনাদের ভালো লাগবে।
যেহেতু আমরা বন্ধুরা মিলে ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঘুরতে গিয়েছিলাম এবং সেখান থেকে বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি আমাদের রাত হয়ে যায়।তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেই যে বাইরে থেকে কিছু খেয়ে নেব।
আমি সাধারণত বাইরের খাবার খুবই কম খাই।তবে পরিস্থিতি এমনই যে ছিল বাইরে খেতে হতো।তাই বন্ধুরা সবাই মিলে রাস্তার পাশের খাবারের দোকান খুঁজতে থাকি যেন অল্প টাকায় পেট ভরে খাওয়া যায়। এবং অবশেষে একটি খাবারের দোকান খুঁজেও পাই। কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে এটি ছিল বেশ কিছুটা দূরে অবস্থিত।
কলকাতার Street Food গুলো এমনিতেই খুবই বিখ্যাত। এবং সারা বছরই সেখানে প্রচুর ভিড় জমে থাকে। সুতরাং আলাদাভাবে তেমন কিছু বলার নেই। তবে আমি এখন যে দোকানের খাবার এর review করবো, যারা প্রধানত Vada Pav বিক্রি করে।
যদিও Voda Pav আমাদের কলকাতার খাবার না।ওটা সাধারণত দিল্লির লোকেদের খাবার তাও খাবারের সুন্দর গন্ধ ও বানানো দেখে খেতে ইচ্ছে করলে।
প্রথমে পাউরুটিকে ঘীয়ে ভাজল এবং তার মধ্যে আলুর টিক্কি ঢুকিয়ে দুই প্রকার চাটনি দিয়ে পরিবেশন করলো। এবং সাথে দিলো একটা লঙ্কার আচার।
বিশ্বাস করবেন কিনা জানিনা তবে এরকম সুন্দর ও সুস্বাদু খাবার আমি জীবনে খুব কমই খেয়েছি। দোকানদার প্রতি প্লেট Voda Pav আমাদের থেকে 50 টাকা করে নিয়েছিল।
আপনাদের সাথে share করার একটাই কারণ যে এই খাবার যদি কোথাও বিক্রি করতে দেখেন তাহলে অবশ্যই কিনে খাবেন। আমার যেহেতু খুবই ভালো লেগেছে। আপনাদের ও ভালো লাগবে আশা করা যায়।
আজকের ব্লগ এখানে শেষ করছি। ভালো লাগলে পাশে থাকবেন। আপনাদের অনুপ্রেরণা আমাকে নতুন ও আরো সুন্দর content তৈরি করতে সাহায্য করে।
it must be very delicious, sell anything there.
Not at all.. thank you for your valuable comment
This looks so delicious.
Thank you for sharing.
Thank you @jasonmunapasee for this valuable comment
darun khaber....dakhae e kheta ecca korca
Tue e to khaye6ili ... Ami e borong khini... Jato sob natok